Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদার]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃপণ
(p. 4) akṛpaṇa বিণ. 1 কৃপণ নয় এমন; 2 উদার, বদান্য (অকৃপণ দান, অকৃপণ ভালোবাসা) [সং. ন+কৃপণ]। 5)
অনুদার
(p. 28) anudāra বিণ. উদার নয় এমন, সংকীর্ণমনা, হীনচেতা, নীচাশয়; কৃপণ। [সং. ন (অন্) + উদার]। 5)
অভ্যুদয়
(p. 55) abhyudaẏa বি. 1 উদ্ভব; প্রকাশ ('তিমির বিদার উদার অভ্যুদয়': রবীন্দ্র); 2 উন্নতি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য; 3 উত্সব। [সং. অভি + উদয়]। অভ্যুদিত বিণ. উদিত; প্রকাশিত; অভ্যুত্থান ঘটেছে এমন; অভ্যুদয় ঘটেছে এমন। 23)
অসংকীর্ণ
(p. 67) asaṅkīrṇa বিণ. সংকীর্ণ নয় এমন; প্রশস্ত, উদার। [সং. ন + সংকীর্ণ]। 32)
অসাম্প্রদায়িক
(p. 72) asāmpradāẏika বিণ. 1 বিশেষ কোনো দল বা (ধর্মীয়) সম্প্রদায় সম্পর্কে নিরপেক্ষ, বিশেষ কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাত নেই এমন; উদার, দলনিরপেক্ষ; 2 বিশেষ কোনো দল বা সম্প্রদায়ের জন্য নয় এমন। [বাং. অ + সং. সাম্প্রদায়িক]। বি. ̃ তা। 3)
আলি1
(p. 106) āli1 বি. 1 সম্ভ্রান্ত মুসলমান পুরুষের পদবিবেশেষ; 2 মোহম্মদের জামাতা ও প্রধান শিষ্য। বিণ. 1 উদার; 2 উন্নত, উচ্চ। [আ. আলী]। 29)
উঁচু
(p. 119) un̐cu বিণ. 1 উচ্চ; 2 উন্নত, উদার (উঁচু মন); 3 অভিজাত, খানদানি (উঁচু বংশ); 4 চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। ̃ নিচু বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)। 9)
উচ্চাশয়
(p. 119) uccāśaẏa বিণ. উদার; মহান, মহানুভব। [সং. উচ্চ + আশয়]। 44)
উদার
(p. 127) udāra বিণ. 1 মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); 2 দানশীল, বদান্য; 3 করুণাপূর্ণ; 4 সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)। [সং. উত্ + আ + √ ঋ + অ]। বি. ̃ তা। ̃ চরিত্র বিণ. চরিত্রে উদারতা আছে এমন। ̃ চিত্ত বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত। ̃ চেতা-উদারচিত্ত -র অনুরূপ। ̃ নীতি বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. ̃ নীতিক, ̃ নৈতিক। ̃ পন্হী বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক। ̃ মতি, ̃ মনা-উদারচিত্ত ও উদারচেতা -র অনুরূপ। ̃ স্বভাব বিণ. উদারমনা; উদারচিত্ত। ̃ হৃদয় বিণ. যার হৃদয় উদারতার ভরা। 5)
উদারা
(p. 127) udārā বি. সংগীতের নিম্নসপ্তকের সুর, খাদের সপ্তক বা তার সুর। [দেশি?]। 6)
উন্নত
(p. 128) unnata বিণ. 1 উত্থিত; 2 উঁচু (উন্নতমস্তক, উন্নত বৃক্ষশাখা); 3 শ্রীবৃদ্ধিসম্পন্ন; 4 ভাগ্যবান; 5 মহত্, উদার (উন্নতহৃদয়); 6 শক্তি ও সমৃদ্ধির প্রাচুর্যবিশিষ্ট (উন্নত দেশ)। [সং. উত্ + নত]। উন্নতি বি. 1 শ্রীবৃদ্ধি; 2 উঁচু অবস্হা বা অবস্হান; 3 সমৃদ্ধ অবস্হা, সৌভাগ্য; 4 অভ্যুদয়। উন্নতি-বিধান বি. সমৃদ্ধিশালী বা শ্রীবৃদ্ধিযুক্ত করা। ̃ শীল বিণ. যার উন্নতি ঘটছে এমন। 58)
উন্মুক্ত
(p. 130) unmukta বিণ. 1 খোলা; বাধা বা বন্ধন নেই এমন (উন্মুক্ত গতি); 2 অনাবৃত (উন্মুক্ত আকাশ); 3 উদার, অকপট (উন্মুক্ত প্রাণ)। [সং. উদ্ + মুক্ত]। বি. ̃ তা। 21)
ঔদার্য
(p. 155) audārya বি. উদারতা; বদান্যতা; মুক্ত মনের ভাব। [সং. উদার + য]। 13)
কলিজা, (কথ্য.) কলজে
(p. 172) kalijā, (kathya.) kalajē বি. 1 যকৃত্; 2 হৃত্পিণ্ড; 3 বুক; 4 (আল.) সাহস। [তু. হি. কলেজা]। কলজে-পুরু বিণ. উচ্চহৃদয়, হৃদয়বান; উদার; অকৃপণ। কলজের জোর (আল.) সাহস। 15)
কল্প-তরু, কল্প-দ্রুম, কল্প-বৃক্ষ
(p. 172) kalpa-taru, kalpa-druma, kalpa-bṛkṣa বি. 1 ইন্দ্রলোকের সর্বকামনাপূরণকারী দেবতরু; 2 (আল.) অত্যন্ত উদার ও বদান্য ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন। [সং. কল্প2 (ইচ্ছা) + তরু, দ্রুম, বৃক্ষ]। 30)
চেত, চেতঃ
(p. 294) cēta, cētḥ (-তস্) বি. 1 হৃদয়, মন; 2 চিত্তবৃত্তি (উদারচেতা)। [সং. চিত্ + অস্]। 60)
তস-রিফ
(p. 372) tasa-ripha বি. 1 সম্ভ্রমসূচক উক্তিবিশেষ; 2 মনের উদারতা। [আ. তস্রীফ্]। 9)
তারা1
(p. 375) tārā1 বি. (স্ত্রী.) 1 সংসারদুঃখের ত্রাণকারিণী; 2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 3 বৌদ্ধ দেবীবিশেষ; 4 রামায়ণে বালীর স্ত্রী; 5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা); 6 নক্ষত্র; 7 চোখের মণি, কনীনিকা ('তারা বেয়ে পড়বে ধারা': রা. প্র.)। [সং. √ তৃ + ণিচ্ + অ + আ]। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ পথ বি. আকাশ। ̃ বাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ। ̃ মণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা। 70)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দরাজ
(p. 399) darāja বিণ. 1 মুক্ত, খোলা (দরাজ কণ্ঠ); 2 অকৃপণ, খরচে (দরাজ হাত); 3 উদার (দরাজ হৃদয়); 4 প্রশস্ত (দরাজ জায়গা)। [ফা. দরাজ্]। 28)
দিল2
(p. 408) dila2 বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। বি. প্রেমিক। 41)
নভ, নভঃ
(p. 447) nabha, nabhḥ (-ভস্) বি. আকাশ ('খেলা করে সাদা কালো উদার নভে': রবীন্দ্র)। [সং. √ নভ্ + অ, অস্]। নভশ্চক্ষু (-ক্ষুস্) বি. সূর্য। নভশ্চর বিণ. আকাশে বিচরণকারী। বি. 1 পাখি; 2 বায়ু; 3 মেঘ; 4 গ্রহ; 5 বিদ্যাধর, গন্ধর্ব প্রভৃতি; 6 মহাকাশচারী, astronaut. নভস্তল, নভস্হল বি. আকাশ, গগন, আকাশদেশ, গগনপৃষ্ঠ ('শরতের নীল নভস্তল': সু. দ.; 'উঠিতেছিল মধুর রাগিণী জলে স্হলে নভস্তলে': রবীন্দ্র)। ̃ স্হ, ̃ স্হিত বিণ. আকাশে অবস্হিত। নভস্পৃক (-স্পৃশ্) বিণ. আকাশস্পর্শী। নভস্বান বি. বায়ু। 28)
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
প্রশস্ত
(p. 551) praśasta বিণ. 1 প্রশংসা করা হয়েছে এমন; 2 উত্কৃষ্ট, শ্রেষ্ঠ (প্রশস্ত উপায়); 3 উপযুক্ত, যোগ্য বা যোগ্যতম (প্রশস্ত সময়); 4 উদার (প্রশস্ত হৃদয়); 5 (বাং.) বিস্তৃত, চওড়া (প্রশস্ত রাস্তা); 6 (বাং.) প্রসারিত (সর্বোতোভাবে কৃষিবিস্তারের ক্ষেত্র প্রশস্ত করতে হবে)। [সং. প্র + √ শন্স্ + ত]। বি. ̃ তা, প্রাশস্ত্য। 8)
প্রসার
(p. 552) prasāra বি. 1 বিস্তার, বিস্তৃতিলাভ (শিল্পের প্রসার, জ্ঞানের প্রসার); 2 উদারতা (চিত্তের প্রসার); 3 প্রসার; 4 পরিবর্ধন বা সম্প্রসারণ। [সং. প্র + √ সৃ + অ]। ̃ ণ বি. প্রসারিত করা বা হওয়া (হস্ত প্রসারণ)। প্রসারিত বিণ. 1 প্রসার লাভ করেছে এমন, বিস্তৃত (কর্মক্ষেত্র প্রসারিত হওয়া); 2 ব্যাপ্ত; 3 পরিবর্ধিত; 4 সম্পাদিত। প্রসারী (-রিন্) বিণ. 1 প্রসার লাভ করে এমন (সুদূরপ্রসারী); 2 ব্যাপক, বিস্তৃত; 3 প্রসারিত করে এমন। স্ত্রী. প্রসারিণী। প্রসার্য বিণ. বিস্তারযোগ্য; প্রসারিত করা যায় এমন। প্রসার্য-মাণ বিণ. প্রসারিত হচ্ছে এমন। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us