Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কলিজা, (কথ্য.) কলজে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কলিজা, (কথ্য.) কলজে এর বাংলা অর্থ হলো -

(p. 172) kalijā, (kathya.) kalajē বি. 1 যকৃত্; 2 হৃত্পিণ্ড; 3 বুক; 4 (আল.) সাহস।
[তু. হি. কলেজা]।
কলজে-পুরু বিণ. উচ্চহৃদয়, হৃদয়বান; উদার; অকৃপণ।
কলজের জোর (আল.) সাহস।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাল1
কেশুর
কুল-কুণ্ডলিনী
কুসঙ্গ
(p. 201) kusaṅga বি. অসত্সঙ্গ, মন্দ লোকের সঙ্গ (ছেলেটা কুসঙ্গে পড়েছে)। [সং. কু + সঙ্গ]। কুসঙ্গী (-ঙ্গিন্) বিণ. অসত্ বা মন্দ সঙ্গী, অসত্ বন্ধু। 34)
কাছা-কাছি
(p. 178) kāchā-kāchi ক্রি-বিণ. 1 নিকটে, কাছে (ওর কাছাকাছি যেয়ো না, কাছাকাছি কোনো বসতি নেই); 2 প্রায় সমান, প্রায় (একশো টাকার কাছাকাছি)। বিণ. নিকটবর্তী (কাছাকাছি বাড়িগুলো)। [বাং. কাছ + আ + কাছ + ই]। 14)
কান্ত
কদম1
(p. 160) kadama1 বি. 1 পা, চরণ; 2 পদক্ষেপ; 3 ঘোড়ার গতিভঙ্গি। [আ. কদ্ম্]। 22)
কলত্র
(p. 169) kalatra বি. পত্নী, স্ত্রী. (পুত্রকলত্রসহ)। [সং. (1) √ গড্ + অএন্ (গ ক); (2)কল + √ ত্রৈ + অ]। 47)
কৃত্তি
(p. 204) kṛtti বি. 1 বাঘ, হরিণ বা হাতির চামড়া; 2 ত্বক। [সং. √কৃত্ + তি]। 16)
কেতক, কেতকী
(p. 206) kētaka, kētakī বি. কেয়াফুল বা তার গাছ। [সং. √ কিত্ + অক, ঈ]। 12)
কাঁথি, কাঁথী
(p. 174) kān̐thi, kān̐thī বি. 1 নদীর উঁচু তীর বা পাড়; 2 প্রাচীর; দেওয়াল। [সং. কন্হা প্রাকৃ. কংথা বাং. কাঁথ (=ভিত্তি)]। 75)
কাদম্বিনী
(p. 181) kādambinī বি. মেঘপুঞ্জ। [সং. কাদম্ব (=কদম্ব পুষ্পের বিকাশ) + ইন্ + ঈ]। 17)
কাল-বোস, কাল-বাউশ
(p. 186) kāla-bōsa, kāla-bāuśa বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট ঈষত্ কালো রঙের মাছবিশেষ। [দেশি]। 32)
কাটনা
(p. 179) kāṭanā বি. 1 তুলো থেকে সুতো প্রস্তুত করা; 2 সুতো কাটার যন্ত্র; চরকা; তক্লি। [বাং. √ কাট্ + না]। কাটনি1 বি. সুতো কাটার মজুরি। কাটনি2 বি. যে (প্রায়শ স্ত্রীলোক) সুতো কাটে। কাটুনি বি. কাটনি -র রূপভেদ। 16)
কাবা2
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কর্কট, কর্কটক
কলমা2
কলুষ
(p. 172) kaluṣa বি. 1 পাপ; 2 মালিন্য; মল; দোষ ('সকল কলুষতামসহর জয় হোক তব জয়': রবীন্দ্র)। [সং. √ কল্ + উষ]। কলুষিত বিণ. কলুষযুক্ত; মলিন। 19)
কফিন
(p. 164) kaphina বি. সমাধিস্হ করার পূর্বে মৃতদেহ সংরক্ষণ করার জন্য ব্যবহৃত আধার বা বাক্স। [ইং. coffin]। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577541
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185217
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025956
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708504
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619865

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us