Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উদার এর বাংলা অর্থ হলো -

(p. 127) udāra বিণ. 1 মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); 2 দানশীল, বদান্য; 3 করুণাপূর্ণ; 4 সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)।
[সং. উত্ + আ + √ ঋ + অ]।
বি.তা।
চরিত্র
বিণ. চরিত্রে উদারতা আছে এমন।
চিত্ত
বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত।
চেতা-উদারচিত্ত
-র অনুরূপ।
নীতি
বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ.নীতিক,নৈতিক।
পন্হী
বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক।
মতি,মনা-উদারচিত্ত
উদারচেতা -র অনুরূপ।
স্বভাব
বিণ. উদারমনা; উদারচিত্ত।
হৃদয়
বিণ. যার হৃদয় উদারতার ভরা।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উদ্দেশ্য
(p. 128) uddēśya বিণ. 1 উদ্দেশ করা হয় বা হয়েছে এমন; 2 অভিপ্রেত (ওকথা বলা আমার উদ্দেশ্য ছিল না)। বি. 1 অভিপ্রায়, মতলব, অভিসন্ধি; 2 লক্ষ্য (আগে উদ্দেশ্যটা ঠিক করো); 3 (ব্যাক।) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় (উদ্দেশ্যবিধেয়)। [সং. উত্ + √ দিশ্ + য]। ̃ বিহীন, ̃ হীন বিণ. কোনো লক্ষ্য বা স্হির অভিপ্রায় নেই এমন (উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি)। 3)
উপায়
(p. 133) upāẏa বি. 1 কার্যসিদ্ধির বা অভীষ্টলাভের পন্হা বা প্রণালী; কৌশল (নানা উপায়ে সে তার মনের কষ্ট বুঝিয়ে দিল); 2 প্রতিকার; পরিত্রাণ (ক্ষতি যা হবার হয়েছে, এখন একটা উপায় তো বার করতেই হবে); 3 আয়, রোজগার; লাভ (সে ভালোই উপায় করে)। [সং. উপ + √ ই + অ]। ̃ ক্ষম বিণ. রোজগার করতে সমর্থ। ̃ জ্ঞ বিণ. কৌশল বা প্রতিকার জানে এমন। উপায়ান্তর বি. অন্য উপায়, গত্যন্তর (উপায়ান্তর না দেখে সে জলে ঝাঁপ দিল)। উপায়ী (-য়িন্) বিণ. উপার্জনকারী, যে রোজগার করে। 103)
উল
(p. 133) ula বি. ভেড়ার লোম; ভেড়া বা ওইজাতীয় পশুর লোম, পশম। [ইং. wool]। 153)
উচ্চতা
(p. 119) uccatā দ্র উচ্চ। 31)
উপ-ধায়ক, উপ-ধায়ী
(p. 132) upa-dhāẏaka, upa-dhāẏī (-য়িন্) বিণ. জন্ম দেয় এমন, জনক; উত্পাদক। [সং. উপ + √ ধা + অক, ইন্]। 18)
উপ-নেতা
(p. 132) upa-nētā (-তৃ) বিণ. 1 উপনয়নদাতা; 2 উপনায়ক, সহনায়ক; 3 যে সামনে বা কাছে আনে এমন, আনয়নকর্তা। [সং. উপ + নেতৃ]। 30)
উড্ডয়ন
(p. 119) uḍḍaẏana বি. ওড়া; শূন্যে বিচরণ। [সং. উত্ + √ ডী + অন]। ̃ শীল বিণ. উড়ছে এমন, উড়ন্ত। 87)
উপ-কথা
(p. 130) upa-kathā বি. রূপকথা, উপাখ্যান, গল্প। [সং. উপ + কথা]। 29)
উহ্য-মান
(p. 139) uhya-māna বিণ. বয়ে নেওয়া হচ্ছে এমন; নীয়মান। [সং. √ বহ্ + মান (শানচ্)]।
উঠান, (কথ্য) উঠোন
(p. 119) uṭhāna, (kathya) uṭhōna বি. বাড়ির বা ঘরের সামনের খোলা জায়গা, প্রাঙ্গণ, আঙিনা। [তু. হি. উঠ আঁগন -তু. প্রা. বাং. উঠাঅণ। প্রাকৃ. উট্ঠাণ]। 85)
উলকি, উল্কি
উত্-প্রাস
(p. 123) ut-prāsa বি. 1 পরিহাস, বিদ্রূপ; 2 কৌতুক। [সং. উত্ + প্র + √ অস্ + অ]। 33)
উপায়ন
(p. 133) upāẏana বি. উপহার, পারিতোষিক। [সং. উপ + √ ই + অন]। 104)
উপ-জাতি
উপ-বিষ
(p. 133) upa-biṣa বি. 1 আকন্দর আঠা, করবীর আঠা প্রভৃতি পাঁচ রকম বিষাক্ত পদার্থ; 2 কৃত্রিম বিষ। [সং. উপ + বিষ]। 14)
উলসা
(p. 133) ulasā ক্রি. উল্লসিত হওয়া ('উলসি উঠেছে প্রাণ')। [বাং. √ উলস্ (সং. উত্ + √ লস্) + আ]। উলসিত বিণ. (কাব্যে) উল্লসিত ('উলসিত তটিনী': রবীন্দ্র)। 158)
উতল
(p. 123) utala বিণ. 1 উদ্বিগ্ন (মন উতল হওয়া); 2 ভাবাবেগে আকুল; 3 চঞ্চল (উতল হাওয়া)। [ সং. উত্তাল]। 40)
উড়ানি, (কথ্য) উড়ুনি
উপাঙ্গ
(p. 133) upāṅga বি. 1 অঙ্গের অঙ্গ বা অংশ, প্রত্যঙ্গ (যেমন, হাত বা পা অঙ্গ, আঙুল উপাঙ্গ); 2 বেদের সদৃশ শাস্ত্র (যেমনA পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্র); 3 accessory member (বি. প.); 4 পরিশিষ্ট। [সং. উপ + অঙ্গ]। 90)
উপনিবিষ্ট
(p. 132) upanibiṣṭa দ্র উপনিবেশ। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578155
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185967
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786211
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027437
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901258
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848224
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708683
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620477

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us