Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপকার]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃতজ্ঞ
(p. 3) akṛtajña বিণ. উপকারীর উপকার স্বীকার করে না বা মনে রাখে না এমন। [সং. ন+কৃতজ্ঞ]। বি. ̃ তা। 24)
অনু-গ্রহ
(p. 25) anu-graha বি. 1 উপকার; আনুকূল্য; 2 প্রসন্নতা, প্রসাদ; 3 দয়া, কৃপা (অনুগ্রহ করে চলে যান, তাঁরই অনুগ্রহে এসব হয়েছে)। [সং. অনু + √ গ্রহ্ + অ]। অনু-গ্রাহক, অনু-গ্রাহী (-হিন্) বি. বিণ. অনুগ্রহণকারী; সহায়। 82)
অনুপ-কার
(p. 28) anupa-kāra বি. অপকার। [সং. ন (অন্) + উপকার]। ̃ ক, অনুপ-কারী (-রিন্) বিণ. অপকার বা ক্ষতি করে এমন, ক্ষতিকারক। অনুপ-কৃত বিণ. উপকার লাভ করেনি এমন। 26)
আনু-কুল্য
(p. 94) ānu-kulya বি. 1 সহায়তা, পোষকতা (সরকারি আনুকূল্যে কাজটি সম্পন্ন হয়েছে): 2 অনুগ্রহ, উপকার। [সং. অনুকূল + য]। বিণ. অনুকূল। 28)
ইষ্টাপত্তি
(p. 116) iṣṭāpatti বি. 1 অভীষ্ট বস্তু লাভ; 2 লাভ; 3 উপকার। [সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]। 28)
উপ-কর্তা
(p. 130) upa-kartā (র্তৃ) বি. বিণ. উপকারক, উপকার করে যে (ব্যক্তি)। [সং. উপ + √ কৃ + তৃ]। স্ত্রী. উপ-কর্ত্রী। 31)
উপ-কার
(p. 130) upa-kāra বি. মঙ্গলসাধন, হিতসাধন; কল্যাণ; সাহায্য; অনুগ্রহ। [সং. উপ + √ কৃ + অ]। ̃ ক, উপ-কারী (-রিন্) বিণ. উপকার করে এমন, উপকর্তা। স্ত্রী. উপ-কারিকা, উপ-কারিণী। উপ-কারিতা বি. উপযোগিতা, উপকারসাধনের ক্ষমতা। উপ-কার্য বিণ. উপকারলাভের যোগ্য।
উপ-কৃত
(p. 131) upa-kṛta বিণ. উপকার করা হয়েছে এমন, উপকারপ্রাপ্ত (তাঁর এই সাহায্যে আমি খুবই উপকৃত হয়েছি)। [সং. উপ + √ কৃ + ত]। বি. উপ-কৃতি। 3)
উপ-ক্রিয়া
(p. 131) upa-kriẏā বি. উপকার। [সং. উপ + ক্রিয়া]। 6)
উপযোগ
(p. 133) upayōga বি 1 উপযুক্ততা, উপযোগীতা, যতাযোগ্যতা; 2 উপকার; 3 আবশ্যকতা; 4 কাজে ব্যবহার বা প্রয়োগ; প্রয়োজনসাধন। [সং. উপ + √ যুজ্ + অ]। 32)
উপাসন, উপাসনা
(p. 133) upāsana, upāsanā বি. 1 আরাধনা, ভজনা, পূজা; 2 ভগবত্-চিন্তা; 3 উপকার-প্রত্যাশায় অপরের সেবা বা মনস্তুষ্টি বা সন্তোষসাধনের চেষ্টা। [সং. উপ + √ আস্ + অন, অ]। উপাসক বিণ. বি. উপাসনাকারী (সৌন্দর্যের উপাসক, ঈশ্বরের উপাসক, অর্থের উপাসক)। স্ত্রী. উপাসিকা। উপাসিত বিণ. উপাসনা করা হয়েছে এমন। 111)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
কাল-মেঘ
(p. 186) kāla-mēgha বি. যকৃতের রোগে উপকারী উপক্ষারহীন ছোট গুল্মজাতীয় গাছবিশেষ। [সং. কালমেঘী]। 33)
কৃতঘ্ন
(p. 202) kṛtaghna বিণ. উপকারীর অপকার করে বা তার উপকার অস্বীকার করে এমন; নিমকহারাম। [সং. কৃত + √ হন্ + অ]। বি. ̃ তা। 50)
কৃতজ্ঞ
(p. 202) kṛtajña বিণ. 1 উপকারীর উপকার মনে রাখে ও স্বীকার করে এমন; 2 ঋণী (চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব)। [সং. কৃত + √ জ্ঞা + অ]। বি. ̃ তা। ̃ চিত্ত বিণ. মনে কৃতজ্ঞতার বোধ আছে এমন; উপকারীর উপকার মনে রেখেছে বা রাখে এমন। 51)
কৃতার্থ
(p. 204) kṛtārtha বিণ. A 1 সিদ্ধমনোরথ, কৃতকার্য; 2 চরিতার্থ, ধন্য (আপনার উপকার পেয়ে কৃতার্থ হলাম) [সং. কৃত + অর্থ]। ̃ স্মন্য বিণ. নিজেকে কৃতার্থ মনে করে এমন। 7)
কৃতোপ.কার
(p. 204) kṛtōpa.kāra বিণ. 1 উপকার করছে এমন, উপকারী; 2 (যার) উপকার করা হয়েছে এমন, উপকৃত। [সং. কৃত + উপকার]। 14)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
নাফা
(p. 454) nāphā বি. 1 লাভ, মুনাফা; 2 উপকার। [আ. নফাআ]। 34)
নিমক
(p. 461) nimaka বি. লবণ, নুন। [হি. নিমক ফা. নমক]। নিমক খাওয়া ক্রি. বি. পরের অন্নে পালিত হওয়া; পরের কাছে উপকৃত বা কৃতজ্ঞ থাকা। ̃ দানি বি. নুন রাখার পাত্র। ̃ মহল বি. লবণ উত্পাদক জমি। ̃ হারাম বিণ. কৃতঘ্ন, যে নুন খেয়েও অর্থাত্ উপকার পেয়েও তা স্বীকার করে না। বি. ̃ হারামি। ̃ হালাল বিণ. কৃতজ্ঞ। বি. ̃ হালালি। 89)
নিষ্ক্রয়
(p. 475) niṣkraẏa বি. 1 মূল্য; 2 বেতন; 3 বিনিময়ে ধার্য বা অর্পিত মূল্য; 4 বিক্রয়; 5 উপকারের বিনিময়ে উপকার, প্রত্যুপকার। [সং. নির্ + √l ক্রী + অ]। 13)
পথ্য
(p. 488) pathya বি. 1 রোগীর পক্ষে উপযুক্ত খাদ্য (ওষুধপথ্য); 2 সদ্য রোগমুক্তির পর গ্রহণীয় খাদ্য (পথ্য করা)। বিণ. উপকারক, হিতকর। [সং. পথিন্ + য]। পথ্যাপথ্য বি. রোগীর পক্ষে উপকারী খাদ্য ও নিষিদ্ধ খাদ্য। 32)
পর-হিত
(p. 495) para-hita বি. অপরের মঙ্গল, পরোপকার (পরহিতে জীবনদান)। [সং. পর3 + হিত]। ̃. ব্রত বি. পরোপকাররূপ ব্রত। বিণ. পরোপকার করাই যার ব্রত। পর-হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্) বিণ. পরের উপকার করতে আগ্রহী বা ইচ্ছুক। 4)
পর-হিতৈষী
(p. 495) para-hitaiṣī (-ষিণ্) বিণ. অপরের উপকার করতে ইচ্ছুক; অপরের মঙ্গলাকাঙ্ক্ষী; অপরের মঙ্গল চায় এমন। [সং. পর3 + হিতৈষী]। 6)
পরার্থ
(p. 496) parārtha বি. পরের উপকার; পরের প্রয়োজন। [সং. পর3 + অর্থ (প্রয়োজন)]। ̃ পর বিণ. পরোপকারপরায়ণ। বি. ̃ পরতা। পরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)। ̃ বাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535090
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140595
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730872
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943075
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696729
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us