Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিষ্ক্রয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিষ্ক্রয় এর বাংলা অর্থ হলো -

(p. 475) niṣkraẏa বি. 1 মূল্য; 2 বেতন; 3 বিনিময়ে ধার্য বা অর্পিত মূল্য; 4 বিক্রয়; 5 উপকারের বিনিময়ে উপকার, প্রত্যুপকার।
[সং. নির্ + √l ক্রী + অ]।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিষ্পন্ন
(p. 475) niṣpanna বিণ. 1 মীমাংসিত; 2 সিদ্ধ (সংস্কৃত নিয়মে নিষ্পন্ন); 3 সম্পাদিত, সমাপ্ত; 4 উত্পন্ন, জাত। [সং. নির্ + √ পদ্ + ত]। 26)
নির্ঝঞ্ঝাট
নিষ্পেষ, নিষ্পেষণ
নীলাচল, নীলাদ্রি
নাই2
(p. 451) nāi2 বি. আশকারা, লাই, প্রশ্রয় (কুকুরকে নাই দিলে মাথায় ওঠে)। [নাই নেই নেহ সং. স্নেহ]। 13)
নখ
(p. 444) nakha বি. আঙুলের অগ্রভাগের বৃদ্ধিশীল উপাস্হিবিশেষ। [সং. √ নখ্ + অ]। ̃ কুনি, ̃ কোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ। ̃ দর্পণ বি. 1 অলৌকিক শক্তিবলে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের নখে প্রতিবিম্বিত করে দেখানো; 2 (আল.) নিখুঁতসুস্পষ্ট জ্ঞান (এই সমস্ত বিষয় তার নখদর্পণে আছে)। তু. ইং. at finger-tips. ̃ র বি. নখ। [সং. নখ + √ রা + অ]। ̃ রঞ্জনী বি. 1 নরুন নখ কাটার যন্ত্রবিশেষ; 2 মেহেদি গাছ বা তার পাতা। নখরায়ুধ, নখায়ুধ বি. যে সমস্ত পশুপাখির নখই প্রধান অস্ত্র-যেমন বাঘ সিংহ শকুন ইত্যাদি। নখরাঘত, নখাঘাত বি. নখের আঘাত; নখের আঁচড়। 4)
নিরস্ত্র
নিযুক্ত
নন্দ-দুলাল, নন্দ-লাল
(p. 444) nanda-dulāla, nanda-lāla বি. পালকপিতা নন্দ ঘোষের বা নন্দগোপের আদরের ধন, শ্রীকৃষ্ণ। [বাং. নন্দ + দুলাল, লাল]। 62)
নির্যাতন
নালায়েক
(p. 454) nālāẏēka বিণ. 1 নাবালক (নালায়েক ছেলে); 2 অক্ষম, অনুপযুক্ত। [ফা. না + লায়েক]। 82)
নারকীয়
নতুবা
(p. 444) natubā অব্য. নচেত্, নইলে, অন্যথায়। [সং. ন + তু + বা]। 47)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নরাধিপ
(p. 447) narādhipa বি. নরপতি, রাজা। [সং. নর2 + অধিপ]। 71)
নিয়ন্ত্রক
নবোদ্যম
(p. 447) nabōdyama বি. 1 নতুন উদ্যম বা প্রচেষ্টা (নবোদ্যমে কাজ আরম্ভ করা); 2 প্রথম উদ্যম বা উদ্যোগ বা প্রচেষ্টা। [সং. নব + উদ্যম]। 24)
নিষ্কম্প, নিষ্কম্প্র
নগণ্য
(p. 444) nagaṇya বিণ. 1 গণনার অযোগ্য (সংখ্যা নগণ্য); 2 তুচ্ছ, সামান্য, উপেক্ষা করার মতো, বাজে (নগণ্য লোক)। [সং. ন + গণ্য]। 9)
নিভন্ত, নিভা, নিভানো
(p. 461) nibhanta, nibhā, nibhānō যথাক্রমে নিবন্ত, নিবা ও নিবানো -র রূপভেদ। 84)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629289
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2242938
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860027
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129627
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922678
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860332
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724033
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661220

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us