Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপড়ে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উখড়া
(p. 119) ukhaḍ়ā ক্রি. উত্পাতিত করা, উপড়ানো। [ সং. উত্ + √ খন্, কিংবা উত্ + √ ঘট্]। ̃ নো বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন। 17)
উত্-পাটন
(p. 123) ut-pāṭana বি. সমূলে উপড়ে ফেলা (মূলোত্পাটন)। [সং. উত্ + √ পট্ + ণিচ্ + অন]। উত্-পাটক বিণ. বি. উত্পাটনকারী। উত্-পাটনীয় বিণ. উত্পাটনের যোগ্য; উত্পাটন করতে হবে এমন। উত্-পাটিত বিণ উপড়ে ফেলা হয়েছে এমন। 25)
উত্-সাদন
(p. 123) ut-sādana বি. উচ্ছেদ, উন্মূলন, উপড়ে ফেলা, উত্পাটন; কোনো স্হান থেকে কাউকে বিতাড়িত করা (ভিটা থেকে উত্সাদন)। [সং. উত্ + সদ্ + ণিচ্ + অন]। উত্-সাদনীয় বিণ. উপড়ে ফেলতে হবে এমন, উচ্ছেদযোগ্য। উত্-সাদিত বিণ. উন্মূলিত, উত্পাটিত, বিতাড়িত। 48)
উপড়া
(p. 131) upaḍ়ā ক্রি. উন্মূলিত করা, উত্পাটিত করা (ঝাড়েবংশে উপড়ে ফেলা)। [বাং. √ উপড়া]। ̃ নো বি. উত্পাটন, মূলোচ্ছেদ। ক্রি. উত্পাটিত করা। বিণ. উত্পাটিত করা হয়েছে এমন (ঝড়ে উপড়ানো গাছ)।
ওপড়া, ওপাড়ানো
(p. 153) ōpaḍ়ā, ōpāḍ়ānō যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ। 19) ওপার&searchhws=yes'>
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
ছিঁড়া, ছেঁড়া
(p. 304) chin̐ḍ়ā, chēn̐ḍ়ā ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 55)
নিড়া
(p. 461) niḍ়ā ক্রি. নিড়ানো। [হি. নিড়ানা]। ̃ নো ক্রি. শস্যক্ষেত্রে আগাছা ও ঘাস উপড়ে ফেলা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ নি, নিড়েন, নিড়েনি বি. 1 নিড়ানোর যন্ত্র; 2 নিড়ানোর কাজ। 5)
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্র ও মূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us