Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্-পাটন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উত্-পাটন এর বাংলা অর্থ হলো -

(p. 123) ut-pāṭana বি. সমূলে উপড়ে ফেলা (মূলোত্পাটন)।
[সং. উত্ + √ পট্ + ণিচ্ + অন]।
উত্-পাটক বিণ. বি. উত্পাটনকারী।
উত্-পাটনীয় বিণ. উত্পাটনের যোগ্য; উত্পাটন করতে হবে এমন।
উত্-পাটিত বিণ উপড়ে ফেলা হয়েছে এমন।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উন্মোচন
(p. 130) unmōcana বি. খুলে ফেলা, উদ্ঘাটন; বন্ধন বা আবরণ মুক্ত করা (মূর্তির আবরণ উন্মোচন করা)। [সং. উদ্ + মোচন]। উন্মোচিত বিণ. খুলে ফেলা হয়েছে এমন, উদ্ঘাটিত। 26)
উদ্-গীর্ণ, উদ্গীর্ণ
(p. 126) ud-gīrṇa, udgīrṇa বিণ. উদ্গিরণ করা বা বমি করা হয়েছে এমন; নিঃসৃত। [সং. উত্ + √ গৃ + ত]। 19)
উত্-কলিত
(p. 119) ut-kalita বিণ. 1 উদ্বিগ্ন; 2 তরঙ্গিত; 3 গৃহীত, উদ্ধৃত (পঙ্ক্তিটি কোন কবিতা থেকে উত্কলিত?)। [সং. উত্ + √ কল্ + ত]।
উদয়
(p. 126) udaẏa বি. 1 আবির্ভাব, প্রথম প্রকাশ (সূর্যোদয়, সৌভাগ্যের উদয়); 2 উত্পত্তি, লাভ (ফলোদয়); 3 উত্কর্ষ, উন্নতি (উদয়ের পথে); 4 সঞ্চার, উদ্রেক (দয়ার উদয়, চেতনার উদয়)। [সং. উত্ + √ ই + অ]। ̃ গিরি, উদয়াচল বি. পূর্ব দিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয়। উদয়াস্ত ক্রি. বিণ. দিনভোর, সকাল থেকে বিকেল পর্যন্ত, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত। বি. সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়; উদয় ও অস্ত। 29)
উত্তরাধি-কার
উমেদ, উম্মেদ
(p. 133) umēda, ummēda বি. আশা, আকাঙ্ক্ষা (পরীক্ষায় ফাস্ট হব এমন উমেদ রাখি না)। [ফা. উম্মেদ্]। উমে-দার বি. বিণ. প্রার্থী, প্রত্যাশী। উমে-দারি বি. প্রার্থনা; চাকরির আশায় ভজনা করা (চাকরির উমেদারি আমার পোষাবে না)। 135)
উপাবর্তন
(p. 133) upābartana বি. ফিরে আসা, প্রত্যাবর্তন। [সং. উপ + আ + √ বৃত + অন]। বিণ. উপাবৃত। 102)
উপ-বেশন, উপ-বেশ
(p. 133) upa-bēśana, upa-bēśa বি. 1 আসনগ্রহণ, বসা। [সং. উপ + √ বিশ্ + অন, অ]; 2 বসানো। [উপ + √ বিশ্ + ণিচ্ + অন, অ]। উপ-বেশয়িতা (-তৃ) বিণ. যে বসার বা বসিয়ে দেয়। উপ-বেশিত বিণ. বাসিয়ে দেওয়া হয়েছে এমন। উপ-বিষ্ট বিণ. বসে আছে এমন। 19)
উলু-খাগড়া
(p. 133) ulu-khāgaḍ়ā বি. 1 উলুখড় ও নল; 2 বাজে লোক; 3 গরীব লোক; 4 নিরীহঅকিঞ্চিত্কর লোক। [বাং. উলু + খাগড়া]। রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় (উক্তি) রাজা নেতা বা শীর্ষস্হানীয় লোকদের বিবাদ বা সংঘর্ষে সাধারণ মানুষেরই বেশি কষ্ট সইতে হয়। 164)
উত্-কট
(p. 119) ut-kaṭa বিণ. 1 তীব্র, উদগ্র, প্রবল (উত্কট সাধনা); 2 ভয়ানক, উগ্র, অস্বাভাবিক (উত্কট রোগ)। [সং. উত্ + কট]। 105)
উপাগম
(p. 133) upāgama বি. 1 সমীপে বা নিকটে আগমন; উপস্হিতি; 2 প্রাপ্তি। [সং. উপ + আগম]। 89)
উক্ত
(p. 119) ukta বিণ. বলা বা উল্লেখ করা হয়েছে এমন, কথিত, উল্লিখিত (উক্ত বিষয়, উক্ত স্হান)। [সং. √ বচ্ + ত]। উক্তি বি. কথা; বচন; কথন; উল্লেখ। 16)
উপ-নিবেশ
উন্মগ্ন
(p. 130) unmagna বিণ. ডুবজল থেকে উত্থিত। [সং. উত্ + মগ্ন]। উন্মজ্জন বি. ডুবজল থেকে ভেসে ওঠা; ভাসা। 8)
উঠ-বন্দি
উপ-সর্গ
(p. 133) upa-sarga বি. 1 মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); 2 রোগজাত বিকার, রোগের লক্ষণ; 3 আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); 4 (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা - আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]। 66)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উদ্দেশ
উন্মিষিত
(p. 130) unmiṣita দ্র উন্মেষ। 19)
উমান
(p. 133) umāna বি. পরিমাণ; মাপ; ওজন। [সং. উন্মান]। উমানা ক্রি. ওজন করা। 133)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544829
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150777
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1743194
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 957068
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887543
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840688
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699285
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604418

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us