Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উল্লসা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুল্লঙ্ঘনীয়
(p. 31) anullaṅghanīẏa বিণ. উল্লঙ্ঘন বা অতিক্রম করা যায় না বা উচিত নয় এমন, অনতিক্রমণীয় (তাঁর নির্দেশ আমার কাছে অনুল্লঙ্ঘনীয়, হিমালয়ের অনুল্লঙ্ঘনীয় উচ্চতা)। [সং. ন + উল্লঙ্ঘনীয়]। 16)
অনুল্লিখিত
(p. 31) anullikhita বিণ. উল্লেখ করা হয়নি এমন। [সং. ন + উল্লিখিত]। 17)
অম্বা2, অম্বালিকা, অম্বিকা1
(p. 59) ambā2, ambālikā, ambikā1 বি. 1 দুর্গা; 2 মহাভারতে উল্লিখিত কাশীরাজের যথাক্রমে জ্যেষ্ঠা, কনিষ্ঠা ও দ্বিতীয়া কন্যার নাম। [সং. অম্ব্ + অ + আ, অম্বলা + ক + আ, অম্বা + ক + আ]। 6)
উক্ত
(p. 119) ukta বিণ. বলা বা উল্লেখ করা হয়েছে এমন, কথিত, উল্লিখিত (উক্ত বিষয়, উক্ত স্হান)। [সং. √ বচ্ + ত]। উক্তি বি. কথা; বচন; কথন; উল্লেখ। 16)
উচ্ছ্বাস
(p. 119) ucchbāsa বি. 1 স্ফীতি (জলোচ্ছ্বাস); 2 উল্লাস; 3 প্রবল ভাবাবেগ (প্রাণের উচ্ছ্বাস); 4 স্ফুরণ, বিকাশ; 5 নিশ্বাস। [সং. উত্ + √ শ্বস্ + অ]। 60)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উত্-ক্রান্ত
(p. 123) ut-krānta বিণ. 1 উল্লঙ্ঘিত; 2 বাইরে বেরিয়ে গেছে এমন; 3 মৃত। [সং. উত্ + √ ক্রম্ + ত]। উত্-ক্রান্তি বি. উল্লঙ্ঘন; নির্গমন; মৃত্যু; ক্রমোন্নতি। 12)
উত্-ফুল্ল
(p. 123) ut-phulla বিণ. 1 আনন্দে বিহ্বল; 2 অত্যন্ত আনন্দিত বা প্রফুল্ল, উল্লসিত (' উত্ফুল্ল নয়নে' ' উল্লাসে উত্ফুল্ল আঁখি')। [সং. উত্ + √ ফুল্ল্ + অ]। 35)
উদাহরণ
(p. 127) udāharaṇa বি. বক্তব্য বা যুক্তিকে বিশদ বা সপ্রমাণ করবার জন্য বা তার সমর্থনের জন্য অনুরূপ বিষয় বা ঘটনার উল্লেখ; দৃষ্টান্ত, নিদর্শন। [সং. উত্ + আহরণ]। উদাহৃত বিণ. দৃষ্টান্তরূপে কথিত বা বর্ণিত; উল্লিখিত। 10)
উদিত2
(p. 127) udita2 বিণ. উক্ত, বলা হয়েছে এমন, উল্লিখিত। [সং. √ বদ্ + ত]। 13)
উপ-ন্যস্ত
(p. 132) upa-nyasta বিণ. 1 প্রস্তাবের আকারে উল্লিখিত; উপস্হাপিত; 2 ন্যস্ত, গচ্ছিত। [সং. উপ + নি + √ অস্ (নিক্ষেপ করা) + ত]। 32)
উপর্যুক্ত
(p. 133) uparyukta বিণ. উপরে উক্ত বা উল্লিখিত হয়েছে এমন, পূর্বে উল্লিখিত (উপর্যুক্ত বিষয়গুলি)। [সং. উপরি + উক্ত]। 47)
উলটা, উলটো
(p. 133) ulaṭā, ulaṭō বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্হার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে। 156)
উলসা
(p. 133) ulasā ক্রি. উল্লসিত হওয়া ('উলসি উঠেছে প্রাণ')। [বাং. √ উলস্ (সং. উত্ + √ লস্) + আ]। উলসিত বিণ. (কাব্যে) উল্লসিত ('উলসিত তটিনী': রবীন্দ্র)। 158)
উল্বণ
(p. 133) ulbaṇa বিণ. 1 তীক্ষ্ণ; প্রচণ্ড ('নিষাদের উল্বণ উল্লাস': সু. দ.); 2 সুস্পষ্ট। বি. বায়ু পিত্ত ইত্যাদির প্রাবল্যজনিত রোগবিশেষ। [সং. উদ্ + √ লু + অন]। 168)
উল্লঙ্ঘন
(p. 133) ullaṅghana বি. 1 লাফিয়ে পার হওয়া, ডিঙানো, উল্লম্ফন; 2 লঙ্ঘন; বিরুদ্ধাচরণ। [সং. উদ্ + লঙ্ঘন]। উল্লঙ্ঘা ক্রি. উল্লঙ্ঘন করা। উল্লঙ্ঘনীয়, উল্লঙ্ঘ্য বিণ. লাফিয়ে পার হওয়া উচিত বা হওয়া যায় এমন। উল্লঙ্ঘিত বিণ. উল্লঙ্ঘন করা হয়েছে এমন। 170)
উল্লম্ফন, উল্লম্ফ
(p. 133) ullamphana, ullampha বি. 1 লাফ দিয়ে পার হওয়া, ডিঙানো, উল্লঙ্ঘন; 2 উপরের দিকে লাফানো। [সং. উদ্ + √ রম্ফ্ (র=ল) + অন, অ]। উল্লম্ফনীয় বিণ. লাফিয়ে পার হওয়া যায় বা উচিত এমন। 171)
উল্লম্ব
(p. 133) ullamba বিণ. খাড়া, খাড়াভাবে রয়েছে এমন, ঊর্ধ্বাধভাবে অবস্হিত, vertical. [সং. উদ্ + √ লম্ব্ + অ]। 172)
উল্লসিত
(p. 133) ullasita দ্র উল্লাস। 173)
উল্লাস
(p. 133) ullāsa বি. 1 পরমানন্দ; হর্ষ; আহ্লাদ; 2 গ্রন্হের অধ্যায় বা পরিচ্ছেদ (প্রথমোল্লাস)। [সং. উদ্ + √ লস্ + অ]। উল্লসা ক্রি. উল্লসিত হওয়া। ̃ ধ্বনি বি. আনন্দের চিত্কার। উল্লসিত, উল্লাসী (-সিন্) বিণ. উল্লাসযুক্ত, উত্ফুল্ল, আনন্দিত ('চন্দ্রকরে উল্লসিত ঝিল্লিবনে তন্দ্রা আনে: রবীন্দ্র)। স্ত্রী. উল্লসিতা, উল্লাসিনী। 174)
উল্লিখিত
(p. 133) ullikhita বিণ. 1 উল্লেখ করা হয়েছে এমন; 2 উপরে বা পূর্বে লেখা হয়েছে এমন, পূর্বোক্ত। [সং. উদ্ + লিখিত]।
ঐ2ওই
(p. 150) ai2ōi ওই, সেই, উল্লিখিত, সম্মুখস্হ (ঐ লোকটি ওই বিষয়)। অব্য. 1 অদূরে, সেখানে, দূরে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্যভাবে ('সখী, ওই বুঝি বাঁশি বাজে': রবীন্দ্র); 2 সম্বোধন স্মরণ খেদ ইত্যাদি সূচক ধ্বনি (ঐ দেখ, ভুলে গেছি; ঐ যা, বইটা আনিনি)। [সং. অদস্]। 3)
ওখান
(p. 152) ōkhāna বি. ওই স্হান, ওই জায়গা; অদূরবর্তী বা উল্লিখিত স্হান; সেখান। [বাং. ও (=ঐ) + খান (সং. স্হান]। ̃ কার বিণ. সেই জায়গায়, সেখানকার। 17)
ওলন2
(p. 153) ōlana2 বি. লম্বরেখা বা খাড়াই নির্ণয়ের জন্য নীচে তার-বাঁধা সুতো, খাড়াই পরীক্ষার জন্য রাজমিস্ত্রিদের ব্যবহৃত ওলনদাড়ি। বিণ. উল্লম্ব, vertical. [সং. অবলম্বন]। 54)
কুম্ভী-পাক
(p. 198) kumbhī-pāka বি. হিন্দু শাস্ত্রাদিতে উল্লিখিত নরকবিশেষ। [সং. কুম্ভী + √ পচ্ + অ]। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577692
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185378
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026283
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901060
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620044

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us