Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কটাক্ষ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপাঙ্গ
(p. 40) apāṅga বি. চোখের কোণ; আড়চোখ, কটাক্ষ। [সং. অপ + অঙ্গ]। ̃ দৃষ্টি বি. চোরা চাহানি; কটাক্ষ। অপাঙ্গে দেখা ক্রি. বি. আড়চোখে দেখা। 5)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আষ্টে-পৃষ্ঠে
(p. 108) āṣṭē-pṛṣṭhē ক্রি-বিণ. সারা গায়ে, সর্বাঙ্গে (লোকটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হল)। [অষ্টেপৃষ্ঠে দ্র]। 43)
কটাক্ষ
(p. 158) kaṭākṣa বি. 1 অপাঙ্গদৃষ্টি অর্থাত্ দেখার সময় চোখের তারা কোণের দিকে চালনা করা; আড়দৃষ্টি, বাঁকা বা চোরা চাহনি; 2 পরোক্ষভাবে বিরুদ্ধ সমালোচনা বা শ্লেষ (কারও প্রতি কটাক্ষ করা)। [সং. কট + অক্ষি সমাসান্ত]। ̃ পাত বি. বক্রদৃষ্টি; অপাঙ্গদর্শন; শ্লেষ বা বক্রোক্তি; বিন্দুমাত্র নজর। কটাক্ষে ক্রি-বিণ. নিমেষে, অবিলম্বে। 3)
কবজা, কব্জা
(p. 164) kabajā, kabjā বি. 1 কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge; 2 (আল.) অবাঞ্ছিত প্রভাব। [আ. ক'ব্জ্]। কবজা করা ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)। 9)
কুটিল
(p. 194) kuṭila বিণ. 1 বাঁকা (কুটিল কটাক্ষ); অসরল (কুটিল রেখা); 2 খল, শঠ, কপট (কুটিল স্বভাব); 3 জটিল (কুটিল প্রশ্ন)। [সং. কুটি + ল]। কুটিলা1 বিণ. (স্ত্রী.) কুটিল -এর সব অর্থে। কুটিলা2 বি. 1 সরস্বতী নদী; 2 আয়ানের ভগিনী ও রাধিকার নন্দিনী। বি. ̃ তা। 46)
কোপ2
(p. 210) kōpa2 বি. 1 ক্রোধ, রাগ, রোষ (কোপানল); 2 অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। ̃ কটাক্ষ বি. ক্রুদ্ধদৃষ্টি। ̃ ন বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনা। কোপন-প্রকৃতি, কোপন-স্বভাব বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। 21)
ক্রূর
(p. 215) krūra বিণ. 1 নির্দয়; 2 হিংস্র (ক্রূর কটাক্ষ); 3 খল; 4 অশুভকর। [সং. √ কৃত্ + র]। বি. ̃ তা। ̃ কর্মা (-র্মন্) বিণ. নিষ্ঠুর কাজ করে এমন; নিষ্ঠুর। ̃ মতি বিণ. নিষ্ঠুর মন যার, নিষ্ঠুর; খল। ̃ লোচন বি. শনিগ্রহ। ক্রূরাত্মা (-ত্মন্) বিণ. নির্দয়; হিংস্র; খলস্বভাব। 22)
চাবকা
(p. 281) cābakā ক্রি. চাবুক দিয়ে মারা (লোকটাকে নিষ্ঠুরভাবে চাবকাচ্ছে)। [ফা. চাবুক + বাং. আ]। ̃ নো ক্রি. চাবুক দিয়ে মারা (তাকে আচ্ছা করে চাবকে দিল)। বি. বিণ. উক্ত অর্থে। ̃ নি বি. চাবুকের প্রহার। 123)
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
ঠেস
(p. 350) ṭhēsa বি. 1 হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); 2 যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); 3 ঠেকনা; 4 আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); 5 খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]। 63)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
নির্বিষ
(p. 468) nirbiṣa বিণ. 1 বিষহীন, বিষ নেই এমন (নির্বিষ সাপ); 2 (আল.) ক্ষতি করে না এমন (নির্বিষ লোক); 3 (আল.) দুর্বল (পারিবারিক বিপর্যয় লোকটাকে নির্বিষ করে ফেলেছে)। [সং. নির্ + বিষ]। 111)
নয়না1
(p. 447) naẏanā1 (সচ. কাব্যে) বি. 1 চোখ; 2 কটাক্ষ, অপাঙ্গদৃষ্টি (নয়না হানা)। [হি. নয়না]। 57)
প্রতি
(p. 538) prati (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1 অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]। 62)
ফাঁদ
(p. 563) phān̐da বি. 1 পশুপাখি ধরবার যন্ত্র (খরগোশ ধরতে ফাঁদ পেতেছে); 2 (আল.) কূটকৌশল, চক্রান্ত (লোকটাকে ফাঁদে ফেলার জন্যই এই ব্যবস্হা); 3 (চুড়ি নথ প্রভৃতির) ব্যাস (বালার ফাঁদের মাপ)। [তু. ফা. ফন্দ্]। ফাঁদ পাতা ক্রি. বি. (আল.) কারও অনিষ্ট করার জন্য কৌশলজাল বিস্তার করা বা চক্রান্ত করা। 14)
বক্র
(p. 573) bakra বিণ. 1 বাঁকা, সোজা বা সরল নয় এমন (বক্রপথ, বক্রগতি); 2 কুটিল (বক্র ইঙ্গিত, বক্রকটাক্ষ)। বি. 1 বাঁক, মোড়; 2 (বিরল) মঙ্গলগ্রহ। [সং. √ বঙ্ক্ + র]। ̃ গামী (-মিন্) বিণ. বাঁকা পথে চলে এমন। ̃ গ্রীব বিণ. যার বাঁকা গলা। ̃ ণ বি. বক্রীকরণ। ̃ তা বি. বাঁকাভাব, অসরলতা; বাঁক। ̃ দংষ্ট্র বিণ. বাঁকা দাঁতযুক্ত। ̃ দৃষ্টি বি. বাঁকা চাহনি বা কুটিল চাহনি; কটাক্ষ। বিণ. বাঁকা চাহনিযুক্ত। ̃ নাস বিণ. (টিয়া প্রভৃতি পাখির মতো) বাঁকা নাকওয়ালা। ̃ রেখা বি. বাঁকা রেখা, যে রেখা সরল বা সোজা নয়। বক্রাক্ষ বিণ. টেরা, বাঁকা দৃষ্টিযুক্ত। বক্রিমা (-মন্) বি. বক্রতা। 29)
বাঁকা
(p. 591) bān̐kā ক্রি. 1 বক্রহওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা': রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক বাং. বাঁক + আ]। ̃ চোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। ̃ নো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)। বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্হাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)। 6)
বাজা
(p. 595) bājā ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ̃ নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা। 17)
বিদ্যুত্
(p. 614) bidyut বি. (সাধারণত) মেঘে মেঘে ঘর্ষণের ফলে উত্পন্ন আলোকশক্তি; বিজলি, তড়িত্, ক্ষমপ্রভা। [সং. বি + দ্যুত্ + ক্বিপ্]। ̃ কটাক্ষ বি. বিদ্যুতের মতো তীব্র অর্থাত্ মর্মস্পর্শী চাহনি। ̃ প্রভ বিণ. বিদ্যুতের মতো চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যযুক্ত। স্ত্রী. ̃ প্রভা। ̃ স্পন্দন, ̃ স্ফুরণ বি. বিদ্যুতের চমক। ̃ স্পৃষ্ট বিণ. বিদ্যুতের আকস্মিক আঘাত বা স্পর্শ পেয়েছে এমন; তড়িত্-আহত, electrocuted. ̃ স্ফুলিঙ্গ বি. বিদ্যুতের কণা। বিদ্যুদ্-গর্ভ বিণ. বিদ্যুত্পূর্ণ। বিদ্যুদ্-বেগে ক্রি-বিণ. অতি দ্রুত বেগে। বিদ্যুদ্দাম, বিদ্যুন্মালা বি. বিদ্যুতের মালার মতো রেখাসমূহ; বিদ্যুতের স্ফুরণ; বিদ্যুত্। বিদ্যুদ্দীপ্তি বি. বিদ্যুতের আলো। বিদ্যুদ্দীপ্ত বিণ. বিদ্যুতের আলোকে উদ্ভাসিতা। বিদ্যুদ্বিকাশ বিণ. বিদ্যুতের স্ফুরণ। ̃ বিদ্যুল্লতা, ̃ লতা, বিদ্যুল্লেখা, বিদ্যুত্-লেখা বি. লতার মতো সরু বিদ্যুতের রেখা; বিদ্যুত্স্ফুরণ। বিদ্যুত্বান্ (-ত্বত্) বি. মেঘ।
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
বিলোল
(p. 626) bilōla বিণ. 1 চপল, চঞ্চল (বিলোল কটাক্ষ); 2 অত্যন্ত লুব্ধ (বিলোল জিহ্বা, বিলোল রসনা); 3 লাস্যযুক্ত; 4 এলোমেলো, অসম্বদ্ধ (বিলোল বেশবাস)। [সং. বি + √ লুল্ + অ]। 19)
বেচাল
(p. 633) bēcāla বিণ. 1 মন্দ চালচলনবিশিষ্ট; 2 বেয়াড়া; 3 অসচ্চরিত্র। বি. 1 মন্দ বা বেয়াড়া চালচলন (কোনো বেচাল দেখলেই লোকটাকে ছাড়িয়ে দেব); 2 মন্দ বা বেয়াড়া চরিত্র। [ফা. বে + বাং. চাল3]। 134)
বৈদ্যুত, বৈদ্যুতিক
(p. 644) baidyuta, baidyutika বিণ. 1 বিদ্যুত্-সংক্রান্ত (বৈদ্যুতিক তার); 2 বিদ্যুত্পূর্ণ (বৈদ্যুত্কটাক্ষ)। [সং. বিদ্যুত্ + অ, ইক]। 36)
ভুগা, ভোগা
(p. 667) bhugā, bhōgā ক্রি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (অসুখে ভুগছে)। [বাং. √ ভুগা। ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534884
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140425
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730643
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942833
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883573
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696651
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603079

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us