Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাজা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাজা এর বাংলা অর্থ হলো -

(p. 595) bājā ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো।
বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)।
[প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]।
নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)।
2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)।
বিণ. উক্ত সব অর্থে।
ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া।
নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা।
সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ব্রহ্মোপাসনা
বৌদ্ধ
বিনি-বর্তন
(p. 616) bini-bartana বি. 1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া; 2 বিরতি। [সং. বি + নি + √ বৃত্ + অন]; 3 ফেরানো। [সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]। বিনি-বর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন। বিনি-বৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।
বিমুক্ত
বিক্ষিপ্ত
বেতর
(p. 633) bētara বিণ. 1 অসুস্হ বা অপ্রকৃতিস্হ (বেতর আদমি); 2 বিসদৃশ, বেমানান; 3 বিপরীত। [ফা. বে + আ. তরহ্]। 168)
বিন্ধ্য
বাঁধ
(p. 591) bān̐dha বি. জলস্রোত ঠেকাবার বা আটকাবার জন্য আলি বা প্রাচীর (বাঁধ দিয়ে জল আটকানো), dam. [সং. বন্ধ]। 23)
বাস্তবায়ন
বৈদ্য
ব্যক্তি
(p. 648) byakti বি. 1 লোক, মানুষ; 2 প্রকাশ (অভিব্যক্তি, ভাবব্যক্তি); 3 (দর্শনে) বিশেষ, ব্যষ্টি, অ-সামান্য, individual (বি.প.) [.সং বি. + ̃ অন্জ্ + তি]। ̃ ক বিণ. 1 ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিক আচরণ); 2 ব্যক্তির স্বকীয় বিশেষত্বের মধ্যে প্রকাশিত, individual (বি. প.) কেন্দ্রিক বিণ. সমাজের বদলে ব্যক্তিই প্রাধান্য পায় এমন, individualistic. ̃ .গত বিণ. ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিগত সচিব)। ̃ .তন্ত্র ̃ .বাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়োএই মতবাদ বা নীতি। ̃ তা বি. ব্যক্তির বিশেষত্ব, individuality (বি. প.)। ̃ ত্ব বি. ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য, personality ̃ ত্ব-ব্যঞ্জক বিণ. ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্য-প্রকাশক। ̃ ত্ব-শালী, ̃ ত্ব-সম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন। ̃ .পূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার মতো ভক্তি, personality cult, hero worship. রূপ বি. ব্যক্তির বৈশিষ্টযুক্ত রূপ, ব্যক্তির স্বরূপ। ̃ .সত্তা বি. ব্যক্তির পারিপার্শ্বিক প্রভাবমুক্ত অস্তিত্ব, ব্যক্তির মূল বা বিশুদ্ধ অস্তিত্ব। ̃ .স্বাতন্ত্র্য বি 1 অন্য লোকের সঙ্গে পার্থক্যসূচক ব্যক্তিগত বৈশিষ্ট্য; 2 (বিরল) ব্যক্তির স্বেচ্ছাচারী আচরণের অধিকার। ̃ .স্বাধীনতা বি. ব্যক্তির স্বাধীন মতপ্রকাশআচরণের অধিকার। 4)
বাদী
বাঁট1
বাট্টা
(p. 596) bāṭṭā বি. ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে-অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, ধরাট, discount. [হি. বট্টা]। 17)
বয়ন1
(p. 580) baẏana1 বি. (বস্ত্রাদি) বুনন, বোনা (বয়নশিল্প, বয়নযন্ত্র)। [সং. √ বে + অন]। 6)
বেলদার2
(p. 642) bēladāra2 বি. খনক, যে বা যারা কোদাল দিয়ে মাটি কেটে রাস্তা তৈরি করে। [হি. বেল (=কোদাল) + ফা. দার]। স্ত্রী. ̃ নি। 16)
বাঁশ
(p. 591) bām̐śa বি. তৃণজাতীয় লম্বা গাছবিশেষ, বেণু। [সং. বংশ]। ̃ গাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা। বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া। ̃ পাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ। বাঁশবনে ডোম কানা বাঁশের কাজে অভ্যস্ত হয়েও ডোম যেমন বহু বাঁশের মধ্যে ভালো বাঁশ বেছে নিতে পারে না তেমনই, অসংখ্য ভালো জিনিসের মধ্যে উপযুক্ত একটি বেছে নিতে অক্ষম হওয়া; দিশাহারা। বাঁশের চেয়ে কঞ্চি দড় আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি। 29)
বাম2
(p. 600) bāma2 বি. 1 ডানদিকের বিপরীত, বাঁদিক; 2 শিব ('পতি মোর বাম': ভা. চ.)। বিণ. 1 বাঁ, দক্ষিণের; 2 প্রতিকূল, বিমুখ ('বিধি মোর বাম'); 3 সুন্দর, মনোহর (বামলোচনা)। [সং. √ বা + ম]। ̃ দেব বি. 1 শিব, মহাদেব; 2 মুনিবিশেষ। ̃ পন্হা বি. রাজনীতিতে প্রগতিবাদী মতবিশেষ। ̃ পন্হী বি. বিণ. উক্ত মতে বিশ্বাসী। 19)
ব্রাহ্ম
ব্যাখ্যা, ব্যাখ্যান
(p. 648) byākhyā, byākhyāna বি. 1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা); 2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক); 3 বিশদ বিবরণ দান। [সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]। ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন। ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী। ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন। 56)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2062151
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1764664
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361415
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719066
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695563
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593086
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন