Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিলোল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিলোল এর বাংলা অর্থ হলো -

(p. 626) bilōla বিণ. 1 চপল, চঞ্চল (বিলোল কটাক্ষ); 2 অত্যন্ত লুব্ধ (বিলোল জিহ্বা, বিলোল রসনা); 3 লাস্যযুক্ত; 4 এলোমেলো, অসম্বদ্ধ (বিলোল বেশবাস)।
[সং. বি + √ লুল্ + অ]।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বহির্গত
(p. 580) bahirgata বিণ. 1 বাইরে গেছে বা বার হয়েছে এমন (দ্রুত গৃহ থেকে বহির্গত হল); 2 নির্গত (রক্তস্রোত বহির্গত হল); 3 উদ্গত। [সং. বহিস্ + গত]। 248)
বেমানান
(p. 641) bēmānāna বিণ. 1 মানায় না এমন (বেমানান আচরণ); 2 অশোভন; 3 বেখাপ্পা (বেমানান পোশাক)। [ফা. বে + বাং. মানান]। 23)
বনানী
(p. 575) banānī বি. মহাবন, বিশাল বা সুবিস্তৃত অরণ্য। [সং. অরণ্যানীর অনুকরণে বন শব্দ থেকে গঠিত বাং. শব্দ]। 70)
বোতাম
(p. 646) bōtāma বি. জামা পোশাক ব্যাগ প্রভৃতির দুই ভাগ বা প্রান্ত একত্র বন্ধ করার ঘুণ্টি বা গুটিকাবিশেষ। [পো. botao, ইং. button]। 31)
বর্তনী
(p. 580) bartanī বি. 1 বর্ত্ম, পথ; 2 বেষ্টিত বা পরিবৃত স্হান বা আয়তন, circuit; 3 তুলোর পাঁজ। [সং. বর্তন1 + ঈ]। 114)
বেলা৪
(p. 642) bēlā4 ক্রি. বি. বেলুন দিয়ে চাকির উপর চেপে আটা ময়দার পিণ্ড পাতলা করা। বিণ. উক্ত অর্থে (কালকের বেলা রুটি)। [সং. √ বেল্ল্ + বাং. আ]। 24)
বড়াই2, (বর্জি.) বড়ায়ি
(p. 575) baḍ়āi2, (barji.) baḍ়āẏi বি. 1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; 2 অতি বৃদ্ধা নারী; 3 মাতামহী; 4 আই। [সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)। ̃ বুড়ি বি. বৃদ্ধা বড়াই। 26)
বেতর
(p. 633) bētara বিণ. 1 অসুস্হ বা অপ্রকৃতিস্হ (বেতর আদমি); 2 বিসদৃশ, বেমানান; 3 বিপরীত। [ফা. বে + আ. তরহ্]। 168)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হসন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বিবেক
বেলেল্লা
বিজারণ
(p. 611) bijāraṇa বি. লঘূকরণ, রিডাকশন, reduction (বি.প.)। [সং. বি + জারণ]। 40)
বিষ্কম্ভ, বিষ্কম্ভক
(p. 627) biṣkambha, biṣkambhaka বি. সংস্কৃত নাটকের কোনো অঙ্কের প্রারম্ভে যে-অংশে অতীত ও আগামী ঘটনা বর্ণিত হয়। [সং. বি + √ স্কন্ভ্ + অ, ক (স্বার্থে)]। 48)
বঁটি
বিনিদ্র
ব্যাক-টি-রিয়া
(p. 648) byāka-ṭi-riẏā বি. অতি ক্ষুদ্র রোগজীবাণু। [ইং. bacteria]। 52)
বার-বেলা
(p. 602) bāra-bēlā বি. রবি সোম ইত্যাদি বারের বা দিনের সমার্ধপরিমিত যে অংশে জ্যোতিষমতে যাত্রা বা শুভকাজ নিষিদ্ধ। [সং. বার7 + বাং. বেলা]। 14)
বাতি-স্তম্ভ
(p. 596) bāti-stambha বি. যে স্তম্ভের উপর আলো জ্বলে। [বাং. বাতি + সং. স্তম্ভ]। 56)
বাগ্-দণ্ড
(p. 591) bāg-daṇḍa বি. তিরস্কার, গালিগালাজ। [সং. বাচ্ + দণ়্ড]। 47)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিকমানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614749
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227930
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839858
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098925
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856861
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649153

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us