Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কথ্যা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-নি1
(p. 458) -ni1 ক্রি. 1 নাই-এর কথ্য রূপ (চাইনি, হয়নি, যায়নি); 2 না-এর কথ্য রূপ (আর বলিসনি, ওখানে যাসনি)। 8)
অকথন
(p. 2) akathana বি. কুকথা। বিণ. অকথ্য, অবক্তব্য, প্রকাশ করা যায় না এমন। [সং. ন+কথন]। 5)
অকথ্য
(p. 2) akathya দ্র অকথনীয়। 8)
অঘ্রান,
(p. 8) aghrāna, (বর্জি.) অঘ্রাণ-অগ্রহায়ণ -এর কথ্য রূপ। 25)
অনটন,
(p. 21) anaṭana, (আঞ্চ. কথ্য) অনাটন বি. অভাব, টানাটানি (ঘোর অনটনের মধ্যে তার সংসার চলে)। [সং. ন+√ অট্+অন]। 20)
অনাছিষ্টি, অনাচ্ছিষ্ঠি-অনাসৃষ্টি
(p. 24) anāchiṣṭi, anācchiṣṭhi-anāsṛṣṭi র কথ্য রূপ। 10)
অনামুখ, অনামুখা, (কথ্য) অনামুখো
(p. 25) anāmukha, anāmukhā, (kathya) anāmukhō বিণ. মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। [বাং. অনা + মুখ]। 4)
অনুচ্চার
(p. 25) anuccāra বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। ̃ ণীয়, অনুচ্চার্য বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য। অনুচ্চারিত বিণ. উচ্চারণ করা হয়নি এমন; অকথিত। 88)
অন্দিসন্দি-অন্ধিসন্ধি
(p. 34) andisandi-andhisandhi র কথ্য রূপ। 40)
অবক্তব্য
(p. 43) abaktabya বিণ. বলার অযোগ্য, বলা যায় না বা উচিত নয় এমন, অকথ্য। [সং. ন + বক্তব্য]। অবক্তা বি. বিণ. যে বলতে বা বক্তৃতা করতে পারে না। 25)
অবদ্য
(p. 44) abadya বিণ. অকথ্য; নিন্দনীয়। [সং. ন + √ বদ্ + য]। তু. বিপ. অনবদ্য। অখদ্যে-অবদ্যে দ্র অখদ্যে। 21)
অবাচ্য
(p. 46) abācya বিণ. 1 অকথ্য, বলা উচিত নয় এমন; 2 দক্ষিণ দিক সম্পর্কিত। বি. কুবাক্য, বলা উচিত নয় এমন বাক্য; অশ্লীল বাক্য বা কথা। [সং. ন + বাচ্য]। 51)
অবুঝ,
(p. 50) abujha, (কথ্য) অবুজ বিণ. বোঝে না এমন, বোধশক্তি নেই বা বোঝানো যায় না এমন; নির্বোধ, অবোধ। [বাং. অ + বুঝ]। 4)
অভি-শ্রুতি
(p. 50) abhi-śruti বি. (ভাষাতত্ত্বে) যে নিয়মে অপিনিহিতি, স্বরলোপ ও স্বরসংগতির ফলে বহু বাংলা শব্দ পশ্চিমবঙ্গের কথ্য ভাষার সংক্ষিপ্ত রূপে পরিবর্তিত হয়-যেমন, রাখিয়া রাইখ্যা রেখে; umlaut. [সং. অভি + শ্রুতি]। 130)
আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আমাশয়, (কথ্য) আমাশা
(p. 101) āmāśaẏa, (kathya) āmāśā বি. 1 পেটে আমসঞ্চয়রোগ এবং তার ফলে উদরাময়; 2 পেটে আমসঞ্চয়ের স্হান, আমস্হলী। [সং. আম1 + আশয়]। 40)
আলসে2অলস
(p. 106) ālasē2alasa এর কথ্য রূপ। 13)
ইষ্টি-কুটুম-ইষ্টকুটুম্ব
(p. 116) iṣṭi-kuṭuma-iṣṭakuṭumba র কথ্যরূপ। 31)
উকো-উখা2
(p. 119) ukō-ukhā2 এর কথ্য রূপ। 15)
উচ্ছন্ন
(p. 119) ucchanna বি. উত্সন্ন -র কথ্যরূপ (ছেলেটা উচ্ছন্নে গেছে)। 47)
উচ্ছব-উত্সব
(p. 119) ucchaba-utsaba এর বিকৃত কথ্যরূপ। 48)
উঠন-উঠান
(p. 119) uṭhana-uṭhāna এর কথ্য রূপ। 81)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উঠান, (কথ্য) উঠোন
(p. 119) uṭhāna, (kathya) uṭhōna বি. বাড়ির বা ঘরের সামনের খোলা জায়গা, প্রাঙ্গণ, আঙিনা। [তু. হি. উঠ আঁগন -তু. প্রা. বাং. উঠাঅণ। প্রাকৃ. উট্ঠাণ]। 85)
উড়ানি, (কথ্য) উড়ুনি
(p. 119) uḍ়āni, (kathya) uḍ়uni বি. 1 উত্তরীয়, চাদর; 2 (সচ.) মেয়েদের সালোয়ার-কামিজের সঙ্গে পরিধেয় হালকা চাদরবিশেষ। [হি. ওঢ়নি]। 97)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535005
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730798
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942992
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696698
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us