Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কপটতা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকপট
(p. 2) akapaṭa বিণ. কপটতাহীন, ছলনাহীন, সরল (অকপট ভক্তি, অকপট স্বীকারোক্তি)। [সং. ন+কপট]। ̃ তা বি. সরলতা। ̃ চিত্ত বিণ. সরলমনা। অকপটে ক্রি-বিণ. সরলভাবে, ছলনা না করে (অকপটে মনের কথা বলল)। 9)
অব্যাজ
(p. 50) abyāja বি. ব্যাজ বা ছলের অভাব, অকপটতা, সরলতা। বি. অকপট; দ্রুত, অবিলম্ব। [সং. ন + ব্যাজ]। অব্যাজে ক্রি-বিণ. অবিলম্বে, শীঘ্র; অকপটে, সরলভাবে। 38)
আন্তরিক
(p. 95) āntarika বিণ. 1 অন্তরসম্পর্কিত, মনোগত, মানসিক (এটাই আমার আন্তরিক ইচ্ছা); 2 অকপট, অকৃত্রিম, হৃদ্য; 3 অভ্যন্তরীণ, দেহান্তর্গত। [সং. অন্তর্ + ইক]। ̃ .তা বি. অকপটতা, সারল্য; হৃদ্যতা। 23)
উপধি
(p. 132) upadhi বি. 1 ছল, চাতুরী, কপটতা; 2 রথের চাকা। [সং. উপ + √ ধা + ই]। 19)
কূট-নীতি
(p. 202) kūṭa-nīti বি. কুটিল নীতি; 2 কপটতা (কূটনীতির দ্বারা ক্ষমতা অর্জন করলেন); 3 (প্রধানত এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের) কৌশলপূর্ণ রাজনীতি, diplomacy. [সং. কূট + নীতি]। কূট-নীতিক, কূট-নৈতিক বিণ. কূটনীতিসম্পর্কিত (কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক আদান-প্রদান)। 23)
কূট-ভাষী
(p. 202) kūṭa-bhāṣī (-ষিন্) বিণ. কপটতা বা ছলনা করে কথা বলে এমন। [সং. কূট + ভাষিন্]। 26)
কৈতব
(p. 207) kaitaba বি. 1 কপটতা, ছল; 2 জুয়া খেলা। [সং. কিতব + অ]। ̃. বাদ বি. 1 মিথ্যা কথা, অমৃতবাদ; 2 চাটুবাদ, তোষামোদ ('কৈতববাদের এমনি মহিমা': শরত্)। ̃. বাদী (-দিন্) বিণ. মিথ্যাবাদী; চাটুকার। 43)
খোলা1, খুলা
(p. 235) khōlā1, khulā ক্রি. 1 উন্মুক্ত করা (দরজা খোলো); 2 বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; 3 শিথিল করা (খোঁপা খোলা); 4 খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা); 5 পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); 6 প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি); 7 আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); 8 বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; 9 আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো); 1 অকপট হওয়া (মন খুলে কথা বলা); 11 স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন); [বাং. √খুল্ সং. স্খল্ + বাং. আ]। &tilde ;খুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)। বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)। ̃ নো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া। 6)
ছলন, ছলনা
(p. 301) chalana, chalanā বি. 1 কপটতা, শঠতা, প্রতারণা ('আশার ছলনে ভূলি': মধু); 2 ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]। ছলিত বিণ. প্রতারিত। 53)
ব্যাজ2
(p. 648) byāja2 বি. 1 ছল ('কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি': মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ̃ স্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ': ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা। 62)
ভণ্ড2
(p. 655) bhaṇḍa2 বিণ. 1 কপট, ভানকারী, ছদ্ম (ভণ্ড সন্ন্যাসী); 2 শঠ, প্রতারক। বি. কপট বা ধূর্ত ব্যক্তি, প্রতারক (তুমি দেখছি একটা ভণ্ডের পাল্লায় পড়েছ)। [সং. √ ভণ্ড্ + অ]। ̃ ন বি. ভাঁড়ানো প্রতারণা। ভণ্ডানো ক্রি. বি. (কাব্যে) ঠকানো, প্রতারণা করা, ভাঁড়ানো। ভণ্ডামি বি. ভান, কপটতা; প্রতারণা। 42)
ভাবুনে
(p. 663) bhābunē বিণ. 1 বিলাস প্রিয়, প্রসাধনপ্রিয়; 2 রঙ্গরসপ্রিয়; 3 কপটতাপ্রিয়। [সং. ভাবন + বাং. ইয়া এ]। 16)
মিথ্যা
(p. 705) mithyā বিণ. 1 অসত্য (মিথ্যা কথা); 2 অযথার্থ, অমুলক, কল্পিত (মিথ্যা কাহিনি); 3 নিষ্ফল, অনর্থক (মিথ্যা চেষ্ঠা, মিথ্যা আশ্বাস)। বি. অসত্য কথা বা বিষয় (মিথ্যা বলব না)। ক্রি-বিণ. অকারণে, বৃথা, মিছিমিছি (মিথ্যা ভেবো না)। [সং. √ মিথ + য + আ]। চরণ, ̃চার বি. 1 মিথ্যা কথা বলা; 2 কপট ব্যবহার, কপটতা। ̃ চারী (-রিন্) বিণ. মিথ্যাবাদী; কপটস্বভাব। স্ত্রী. ̃ চারিণী। ̃ .বাদ, ̃ .ভাষণ বি. 1 মিথ্যা কথা; 2 মিথ্যা বলা। ̃ .বাদী (-দিন্), ̃ .ভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন। স্ত্রী. ̃ .বাদিনী, ̃.ভাষিনী। ̃ .সাক্ষী (-ক্ষিন্) বি. যে-সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষ্য বা বিবরণ দেয়, সাজস সাক্ষী। 16)
সব্যাজ
(p. 808) sabyāja বিণ. ব্যাজসহিত, ছলনাযুক্ত, কপটতাযুক্ত। [সং. সহ + ব্যাজ]। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614791
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227943
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839915
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098975
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916375
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856867
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719492
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us