Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কম্পন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকম্প, অকম্পিত, অকম্প্র
(p. 2) akampa, akampita, akampra বিণ. 1 কম্পনহীন, স্হির, নিশ্চল (অকম্প প্রদীপশিখা); 2 অবিচলিত (অকম্পিত হৃদয়ে)। [সং, ন+কম্প, ন+কম্পিত, ন+কম্প্র]। 10)
অভি-কম্পন
(p. 50) abhi-kampana বি. 1 প্রবল কম্পন; 2 কম্পন। [সং. অভি + কম্পন]। 67)
আকম্প, আকম্পন
(p. 80) ākampa, ākampana বি. সামান্য কম্পন, অল্প কম্পন। [সং. আ + কম্প, কম্পন]। 31)
আন্দোলন
(p. 95) āndōlana বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। 29)
কম্প, কম্পন
(p. 164) kampa, kampana বি. কাঁপুনি; শিহরন; স্পন্দন। [সং. √ কম্প্ + অ, অন], কম্প-মান বিণ. কাঁপছে এমন (কম্পমান প্রদীপশিখা)। 62)
কাঁপ, কাঁপন, কাঁপুনি
(p. 177) kām̐pa, kām̐pana, kām̐puni বি. 1 কম্পন; কেঁপে ওঠা; 2 স্পন্দন। [সং. কম্প]। 2)
কাঁপা
(p. 177) kām̐pā ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ̃ নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 5)
গমক
(p. 241) gamaka বি. সংগীতের অলংকারবিশেষ; সংগীতের স্বরকম্পনবিশেষ। [সং. √গম্ + ণিচ্ + অক]। 22)
ঝিন-ঝিন
(p. 338) jhina-jhina বি. রক্তচলাচল বন্ধ হওয়ার জন্য শরীরের কোনো স্হানে অসাড়তা বা ঈষত্ যন্ত্রণা ও কম্পনের অনভূতি (হাত-পা ঝিনঝিন করা)। [ধ্বন্যা.]। 7)
তরফ2, তড়প
(p. 367) tarapha2, taḍ়pa বি. 1 কম্পন, vibration; 2 অনুরণন, অনুবাদ, resonance (তরফের তার)। তরফের তার এসরাজ সেতার প্রভৃতির পার্শ্বস্হ যে-তারে কম্পন ও অনুরণন হয়। [হি. তড়প]। 106)
থর-থর
(p. 392) thara-thara অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)। বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)। ক্রি-বিণ. থরথর করে ('রাই কাঁপে থরথর': চণ্ডী)। [দেশী]। থর-থরানি বি. থরথর করে কাঁপুনি। থর-থরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে। 14)
থির-থিরানি
(p. 392) thira-thirāni বি. মৃদু কম্পন, থিরথির করে কাঁপা (ঝাউপাতার থিরথিরানি)। [দেশি থিরথির-ধ্বন্যা.]। 47)
থুড়-থুড়, থুত্থুড়
(p. 394) thuḍ়-thuḍ়, thutthuḍ় অব্য. 1 (দুর্বলতা, রোগ, বার্ধক্য প্রভৃতির দরুন) মৃদু অথচ ক্রমাগত কম্পনসূচক; 2 অত্যধিক বার্ধক্যের জন্য স্হবিরতাসূচক (থুড়থুড় করছে)। [দেশি]। থুড়., থুড়ে, থুত্থুড়ে বিণ. অতি বৃদ্ধ; থুড়থুড় করছে এমন (থুড়থুড়ে বুড়ো)। 5)
দুড়-দাড়, দুড়-দুড়
(p. 411) duḍ়-dāḍ়, duḍ়-duḍ় ক্রি-বিণ. অব্য. অতি দ্রুত ও জোর পদশব্দ, মেঘগর্জন, ক্রমাগত প্রহারের শব্দ, ভয়াদি হেতু বুকের মধ্যে অব্যক্ত কম্পনের ধ্বনি ইত্যাদি ব্যঞ্জক (দুড়দাড় করে দরজা বন্ধ করা, বুকের মধ্যে দুড়দুড় করা)। [ধ্বন্যা.]। 16)
দুর-দুর
(p. 413) dura-dura বি. অব্য. ভয়, উদ্বেগ ইত্যাদির জন্য বুকের মধ্যে অব্যক্ত কম্পনধ্বনি (ভয়ে বুক দুরদুর করছে)। [ধ্বন্যা.]। দুরুদুরু বি. অব্য. (প্রধানত কাব্যে) দুরদুর আওয়াজ। ক্রি-বিণ. দুরদুর শব্দে ('হিয়া দুরুদুরু দুলিছে': রবীন্দ্র)। 3)
ধড়-ফড়
(p. 430) dhaḍ়-phaḍ় বি. অব্য. 1 অস্হিরতা বা হৃত্পিণ্ডের দ্রুত কম্পন (বুক ধড়ফড় করছে); 2 ছটফট (কাটা পাঁঠার মতো ধড়ফড় করছে)। [দেশি]। ধড়-ফড়ানি বি. চঞ্চলতা, ছটফটানি। 8)
ধুনন, ধুনন
(p. 433) dhunana, dhunana বি. কম্পন, চালন (তু. বিধূনন)। [সং. √ ধু (বা √ ধূ) + ণিচ্ + অন]। 124)
নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
নিষ্কম্প, নিষ্কম্প্র
(p. 473) niṣkampa, niṣkampra বিণ. কম্পনহীন, স্হির, নিশ্চল (নিষ্কম্প প্রদীপালোক); 2 অটল, দৃঢ়, অচঞ্চল (নিষ্কম্প হৃদয়ে)। [সং. নির্ + কম্প, কম্প্র]। 58)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
পরি-স্পন্দ
(p. 499) pari-spanda বি. কম্পন, vibration. [সং. পরি +√ স্পন্দ্ + অ]। 88)
প্রকম্প, প্রকম্পন
(p. 534) prakampa, prakampana বি. খুব কাঁপুনি, অতিশয় কম্পন। [সং. প্র + √ কম্প্ + অ, অন]। প্রকম্পিত বিণ. প্রকম্পযুক্ত। 94)
প্রস্ফুরণ
(p. 552) prasphuraṇa বি. ঈষত্ স্পন্দন বা কম্পন, মৃদু কম্পন। [সং. প্র + √ স্ফুর্ + অন]। প্রস্ফুরিত বিণ. ঈষত্ স্পন্দিত বা কম্পিত, প্রস্ফুরণযুক্ত (প্রস্ফুরিত অধর)। 31)
বিকম্পন
(p. 605) bikampana বি. অতিশয় কম্পন, খুব কাঁপুনি। [সং. বি + √ কম্প্ + অন]। 79)
বিধুনন, বিধূনন
(p. 616) bidhunana, bidhūnana বি. কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। [সং. বি + √ ধু, ধূ + ণিচ্ + অন]। বিধুনিত, বিধূনিত বিণ. কম্পিত। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577776
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185503
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785563
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026504
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901092
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708591
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620143

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us