Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

থুড়-থুড়, থুত্থুড় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  থুড়-থুড়, থুত্থুড় এর বাংলা অর্থ হলো -

(p. 394) thuḍ়-thuḍ়, thutthuḍ় অব্য. 1 (দুর্বলতা, রোগ, বার্ধক্য প্রভৃতির দরুন) মৃদু অথচ ক্রমাগত কম্পনসূচক; 2 অত্যধিক বার্ধক্যের জন্য স্হবিরতাসূচক (থুড়থুড় করছে)।
[দেশি]।
থুড়., থুড়ে, থুত্থুড়ে বিণ. অতি বৃদ্ধ; থুড়থুড় করছে এমন (থুড়থুড়ে বুড়ো)।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


থাক-বস্ত, থাক-বস্তি
(p. 392) thāka-basta, thāka-basti বি. জমির জরিপ ও সীমা নির্ধারণ। cadastral survey. [হি. থোক্ ফা. বস্ত]। 25)
থোঁতা2
(p. 394) thōn̐tā2 বি. স্হূল বা মোটা চিবুক (থোঁতা ভেঙে দেওয়া)। বিণ. 1 থুঁতনিযুক্ত; 2 ভারী বা মোটা থুঁতনিযুক্ত; 3 বড় ও ভারী অর্থাত্ অহংকারী (থোঁতা মুখ ভেঙে দেব)। [বাং. থুঁতি + আ]। থোঁতা মুখ ভোঁতা হওয়া ক্রি. বি. (আল.) দর্প চূর্ণ হওয়া, বড় মুখ ছোট হওয়া। 26)
থুড়-থুড়, থুত্থুড়
থস-থস
(p. 392) thasa-thasa বি. অব্য. আর্দ্রতাশিথিলতার ভাব (আমগুলো পেকে একেবারে থসথস করছে)। থস-থসে বিণ. আর্দ্রশিথিল। 19)
থিসিস
(p. 392) thisisa বি. 1 গবেষণাপত্র (তিনি এখন থিসিস লেখায় ব্যস্ত); 2 তত্ত্ব (তাঁর ওই থিসিস এখন আর কেউ মানে না)। [ইং. thesis]। 48)
থুবড়া2, থুবড়ো1
থুপ1
(p. 394) thupa1 বি. (আঞ্চ.) স্তূপ, রাশি (টাকার থুপ, খড়ের থুপ, থুপ করে রাখা)। [সং. স্তূপ]। 12)
থাক
থলি, (কথ্য) থলে
(p. 392) thali, (kathya) thalē বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]। 17)
থাকা
(p. 392) thākā ক্রি. 1 বাস করা (সে কাশীতে থাকে); 2 অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); 3 রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); 4 দিন যাপন করা (অতি কষ্টে থাকি); 5 টেকা (ঘরে মন থাকে না); 6 জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); 7 উপস্হিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); 8 রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); 9 সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); 1 স্হায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে না); 11 রক্ষা পাওয়া, বেঁচে যাওয়া (বুড়িযাত্রা থাকবে বলে তো মনে হয় না); 12 সংস্রব রাখা, সংশ্লিষ্ট বা জড়িত থাকা (সে কারও কথায় থাকে না); 13 জাগরূক হওয়া (কথা মনে থাকবে তো?); 14 বজায় রওয়া (মান থাকবে না, জাত ধর্ম থাকবে না); 15 পিছনে পড়ে রওয়া (সবাই চলে গেল, আমিই বা থাকি কেন?); 16 স্হানত্যাগ না করা (সে কাশীতেই থেকে গেল); 17 সহযোগী হওয়া (আমার সঙ্গে থাকো); 18 নিবৃত্ত বা নিরস্ত হওয়া, বাদ দেওয়া (ওকথা থাক)। বি. উক্ত সমস্ত অর্থে। অব্য. 'থেকে' অর্থে (আগে থাকতেই বলে রেখেছি)। [প্রাকৃ. √ থক্ক + বাং. আ]। ̃ থাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)। থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)। থাকা-খাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হানখাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)। থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)। 26)
থামাল
(p. 392) thāmāla বি. খাড়া গাঁথনি। [বাং. থাম + আল]। 37)
থেঁতলানো
(p. 394) thēn̐talānō ক্রি. 1 পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে); 2 শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)। বি. বিণ. উক্ত দুই অর্থে। [দেশি]। থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা। থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা। 19)
থ2
থেকে
(p. 394) thēkē অব্য. (বিভক্তি বা অনুসর্গ) 1 হইতে (ঘর থেকে, গাছ থেকে, কোথা থেকে); 2 চেয়ে, অপেক্ষা (সবার থেকে বড়)। [বাং. থাকিয়া]। 20)
থপ
(p. 392) thapa অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)। [ধ্বন্যা.]। থপ থপ অব্য. 2 ক্রমাগত থপ আওয়াজ; 2 স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)। থপ-থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)। 9)
থুত্থুড়, থুত্থুড়ে
(p. 394) thutthuḍ়, thutthuḍ়ē দ্র থুড়থুড়। 11)
থেবড়া
(p. 394) thēbaḍ়ā বিণ. চ্যাপটা, ভোঁতা (থেবড়া নাক)। [দেশি]। ̃ নো ক্রি. চ্যাপটা করা। বিণ. উক্ত অর্থ। 22)
থত-মত
(p. 392) thata-mata অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা। 8)
থুয়া, থোয়া
(p. 394) thuẏā, thōẏā ক্রি. (আঞ্চ. ও পদ্যে) রাখা, স্হাপন করা ('ঘুমাইনু মুখ থুয়ে জননীর বুকে': নজরুল; দেওয়া থোয়া)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √থু + আ সং. √ স্হা + ণিচ্]। 18)
থই-থই
(p. 392) thi-thi বি. অব্য. 1 জলরাশির ভরপুর ভাবসূচক (জল থইথই করছে); 2 প্রাচুর্যসূচক (লোক থইথই করছে)। [দেশি]। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577656
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185340
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785396
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026188
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901041
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708538
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620011

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us