Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাড়া1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাড়া1 এর বাংলা অর্থ হলো -

(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)।
ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)।
[ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]।
চাড়া
বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)।
নাড়ি
বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা।
ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো।
বিণ. উক্ত সব অর্থে।
নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা।
বি. বিণ. উক্ত সব অর্থে।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নীলাম্বরি
(p. 475) nīlāmbari বি. নীল রঙের শাড়ি। [সং. নীল + বাং. অম্বরি]। 101)
নির্বিরোধ
নিকারি
নির্জলা1
(p. 468) nirjalā1 দ্র নির্জল। 52)
নির্বারিত
(p. 468) nirbārita বিণ. অবারিত, অবাধ ('নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়': রবীন্দ্র)। [সং. নির্ + বারিত]। 96)
নৈদান, নৈদানিক
নিমীলন
(p. 461) nimīlana বি. (মূলত চোখের পল্লব বা পাতা) মোদা, সংকোচন, বোজা; চোখ বোজা। [সং. নি + √ মীল্ + অন]। নিমীল-নয়নে ক্রি-বিণ. চোখ বুজে, মুদিত নয়নে ('তুমি ঘুমাইছ নিমীলনয়নে')। নিমীলিত বিণ. মুদ্রিত, মোদা রয়েছে এমন; সংকুচিত। 99)
নগদ
(p. 444) nagada বি. 1 ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি); 2 খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)। বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)। [আ. নক্দ্]। নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া। নগদা বিণ. 1 সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); 2 দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); 3 সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)। নগদা-নগদি বিণ. নগদে লেনদেন হয় এমন। ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)। নগদি বি. 1 পাইক, বরকন্দাজ; 2 জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী। 10)
-নিভ
নধর
(p. 444) nadhara বিণ. 1 সুপুষ্ট, গোলমাল, হৃষ্টপুষ্ট (নধর অঙ্গ, নধর পাঁঠা); 2 সরস; 3 কমনীয় (নধর কান্তি); 4 তাজা (নধর লতাপল্লব)। [সং. নবধর]। 57)
নিস্তনী
(p. 475) nistanī বিণ. স্তনহীনা; অপুষ্ট স্তনযুক্তা। [সং. নি + স্তন + ঈ]। 49)
নিখিল
(p. 460) nikhila বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত ('নিখিল ভুবন উঠবে জেগে': রবীন্দ্র)। বি. সমগ্র সৃষ্টি; সমগ্র ভুবন (নিখিলনাথ)। [সং. নি + খিল]। 2)
নিপীড়ন
নিরালা
নই1
(p. 443) ni1 ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]। 6)
নির্ধারক
(p. 468) nirdhāraka বিণ. নির্ধারণকারী, নিরূপণকারী (নীতিনির্ধারক)। [সং. নির্ + √ ধারি + অক]। 69)
নিষ্ক্রান্ত
(p. 475) niṣkrānta বিণ. বহির্গত, বেরিয়ে গেছে এমন (দ্রুতবেগে ঘর থেকে নিষ্ক্রান্ত হল)। [সং. নির্ + √ ক্রম্ + ত]। 14)
নিদিধ্যাস, নিদিধ্যাসন
(p. 461) nididhyāsa, nididhyāsana বি. 1 শ্রুত অর্থের মনন ও একতান মনে ধ্যান; 2 একান্ত মনে বা নিবিষ্টমনে দেহজ্ঞানরহিত হয়ে চিন্তা; 3 নিরন্তর অনুধ্যান বা বিচার। [সং. নি + √ ধ্যৈ + সন্ + অ, অন]। 24)
নীচ-কুলোদ্ভব
(p. 475) nīca-kulōdbhaba বিণ. নীচ বংশে অর্থাত্ অনভিজাত বা নিম্ন বংশে জন্ম হয়েছে এমন। [সং. নীচকুল + উদ্ভব]। 74)
নির্মেঘ
(p. 468) nirmēgha বিণ. মেঘহীন, মেঘমুক্ত (শরতের নির্মেঘ আকাশ)। [সং. নির্ + মেঘ]। 148)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577957
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185761
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785868
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027130
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901181
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848156
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708641
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620359

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us