Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কল্পের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উষা, ঊষা
(p. 139) uṣā, ūṣā বি. রাত্রির অবসান; সূর্যোদয়ের অব্যবহিত পূর্বক্ষণ; ভোরবেলা। [সং. √ উষ্ + আ, (বিকল্পে) √ ঊষ্ + আ]। 11)
কর্বুর, কর্বূর
(p. 169) karbura, karbūra বি. 1 রাক্ষস; 2 পাপ। বিণ. নানা বর্ণযুক্ত; চিত্রবিচিত্র। [সং. √ কর্ + উর বিকল্পে ঊ]। ̃ পতি বি. রাক্ষসদের রাজা, রাবণ। কর্বুরিত বিণ. নানা বর্ণে রঞ্জিত। 19)
কল্প-ক্ষয়
(p. 172) kalpa-kṣaẏa বি. 1 কল্পের (অর্থাত্ ব্রহ্মার এক দিনের) অবসান; 2 প্রলয়। [সং. কল্প2 + ক্ষয়]। 29)
কল্প2
(p. 172) kalpa2 বি. 1 যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; 2 ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ 432 কোটি বত্সর (কল্পান্তে); 3 শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); 4 প্রলয়; 5 পূজার বিধি (কল্পারম্ভ); 6 অভিপ্রায় (রক্ষাকল্পে); 7 সংকল্প (দৃঢ়কল্প); 8 পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্9প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]। 27)
কল্পী
(p. 172) kalpī (-ল্পিন্) বিণ. কল্পনাকারী, কল্পক। [সং. কল্প + ইন্]। 38)
কল্প্য
(p. 172) kalpya বিণ. 1 কল্পনাযোগ্য; 2 বচনীয়; 3 বিধেয়। [সং. √ ক্9প্ + ণিচ্ + য]। 39)
কশেরু2
(p. 172) kaśēru2 মেরুদণ্ড, শিরদাঁড়া। [সং. ক + √ শৃ+ উ, বিকল্পে কসেরু]। 53)
কিংবা
(p. 188) kimbā অব্য. অথবা, বা, পক্ষান্তরে, বিকল্পে (সে কিংবা আমি, আমি যেতে পারি কিংবা তাকে পাঠাতে পারি)। [সং. কিম্ + বা]। 60)
দদ্রু
(p. 396) dadru বি. দাদ, চর্মরোগবিশেষ। [সং. √ দদ্ + রূ, বিকল্পে রু]। ̃ ঘ্ন বিণ. দাদনাশক। 39)
দধীচ, দধীচি
(p. 396) dadhīca, dadhīci বি. 1 পৌরাণিক মুনিবিশেষ-ইনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন; 2 (আল.) অন্যের মঙ্গলের জন্য আত্মদানকারী পুরুষ। [সং. √ দধ্ + ঈচ, ঈচি]। 41)
দৃঢ়
(p. 418) dṛḍh় বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্হির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ̃ তা। ̃ কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ̃ চেতা বিণ. সংকল্পে অটল, স্হিরচিত্ত। ̃ নিশ্চয় বিণ. স্হিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ̃ প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ̃ ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ̃ মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ̃ মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ̃ সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত। 5)
ধট, ধটক
(p. 430) dhaṭa, dhaṭaka বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র। [সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]। 5)
নিরুপাধি, নিরুপাধিক
(p. 468) nirupādhi, nirupādhika বিণ. 1 উপাধিহীন; 2 ভেদকারক-ধর্মশূন্য; 3 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিন গুণশূন্য; 4 গুণাতীত, নির্গুণ (নিরুপাধি ব্রহ্ম)। [সং. নির্ + উপাধি, বিকল্পে ক আগম]। 29)
নিশা
(p. 473) niśā বি. রজনী, রাত্রি ('নিশার স্বপন ছুটল রে': রবীন্দ্র)। [সং. নি + √ শো + অ + আ (স্ত্রী.) বিকল্পে √ নিশ্ + অ + আ]। ̃ কর, ̃ কান্ত বি. চন্দ্র, চাঁদ। ̃ গম বি. রাত্রির আগমন। ̃ চর বি. রাক্ষস প্যাঁচা চোর শ্বাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে। বিণ. রাত্রিতে বিচরণকারী (নিশাচর প্রাণী)। স্ত্রী. ̃ চরী।̃ ত্যয় বি. 1 রাত্রির অবসান; 2 প্রভাত। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ ন্ত, ̃ ব-সান বি. রাত্রির অবসান, প্রভাত। ̃ ন্ধ বিণ. রাতকানা। ̃ বিহার বি. রাতে বিচরণ। ̃ মুখ বি. সন্ধ্যাকাল। 23)
ন্যূন
(p. 481) nyūna বিণ. অপেক্ষাকৃত কম বা অল্প (কোনো অংশে ন্যূন নয়)। [সং. নি + √ ঊন্ + অ]। ̃ কল্পে, ̃ পক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও। ̃ তা বি. কমতি, কমসম, অভাব, ঘাটতি। ন্যূনাধিক বিণ. কমবেশি, কম বা বেশি (এ কাহিনি ন্যূনাধিক অতিরঞ্জিত)। ন্যূনাধিক্য বি. কমবেশির ভাব, তারতম্য।
প্রসর্পণ
(p. 552) prasarpaṇa বি. সঞ্চার, বিস্তার; সঞ্চারিত বা বিস্তৃত হওয়া ('জীবনের প্রসর্পণ হয়তো বা পথে বিকল্পের': সু. দ.)। [সং. প্র + √ সৃপ্ + অন]। প্রসর্পিত বিণ. সঞ্চারিত, বিস্তৃত। 3)
প্রায়2
(p. 554) prāẏa2 বিণ. 1 সদৃশ, তুল্য (মৃতপ্রায়, প্রায় অন্ধ); 2 কাছাকাছি, কিছু কম (প্রায় প্রতিদিন, প্রায় এক সের)। [সং. প্র + √ ই + অ; বিকল্পে প্র + √ অয়্ + অ]। 71)
বিকল্পে
(p. 605) bikalpē ক্রি-বিণ. 1 পক্ষান্তরে; 2 বদলি বা পরিবর্ত হিসাবে। [সং. বিকল্প + বাং. এ (7মী বিভক্তি)]। 90)
বিতংস, বীতংস
(p. 611) bitaṃsa, bītaṃsa বি. পাখি হরিণ প্রভৃতিকে বাঁধবার রজ্জু ফাঁদ বা জাল; ফাঁদ। [সং. বি + √ তন্স্ + অ, বিকল্পে বী]। 71)
বীথি, বীথিকা, বীথী
(p. 630) bīthi, bīthikā, bīthī বি. 1 সারি, পঙ্ক্তি (তরুবীথি, পণ্যবীথি); 2 দুই পাশে বৃক্ষশ্রেণিযুক্ত পথ (বনবীথিকা), avenue. [সং. √ বিথ্ + ই বিকল্পে ঈ, বীথি + ক + আ]। 71)
বৈকল্পিক
(p. 644) baikalpika বিণ. বিকল্পে গ্রহণীয়, বিকল্প হিসাবে বিবেচ্য (বৈকল্পিক প্রশ্ন, বৈকল্পিক নিয়ম)। [সং. বিকল্প + ইক]। 3)
ব্যত্যয়
(p. 648) byatyaẏa বি. ব্যতিক্রম, বৈপরীত্য, অন্যথা, বিপর্যাস (সংকল্পের ব্যত্যয়, নিয়মের ব্যত্যয়)। [সং বি. + অতি + √ ই + অ়]। 21)
মক্ষিকা, মক্ষী
(p. 675) makṣikā, makṣī বি. মাছি মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে মধু সং মশ্ + সিক সিকন্ + আ বিকল্পে ঈ মক্ষি-রাণী, মক্ষী-রানি বি 1 মাছিদের রানি 2 রানি-মৌমাছি। 28)
মতি2
(p. 676) mati2 বি. 1 বুদ্ধি (মতিভ্রম, হীনমতি); 2 জ্ঞান (কুমতি);। 3 স্মরণশক্তি (মতিভ্রংশ); 4 প্রবণতা, ইচ্ছা, অনুরক্তি ('ধর্মে যেন মতি থাকে': ব. চ.); 5 চিত্ত, মন ('হরষিত মতি': কাশী.)। ̃ .গতি বি মনের ভাব; অভিপ্রায় ও চেষ্টা। ̃ .চ্ছন্ন বিণ. নষ্টবুদ্ধি, দুমর্তি। বি বুদ্ধিনাশ। ̃ .ভ্রংশ, ̃ .ভ্রম, ̃ .হীনতা বি. স্মৃতি বা বুদ্ধিনাশ। ̃ .ভ্রষ্ট, ̃ .হীন বিণ. স্মৃতি বা বুদ্ধি নষ্ট হয়েছে এমন। ̃ .মন্ত, ̃ .মান বিণ বুদ্ধিমান, ধীসম্পন্ন। ̃ .স্হৈর্য বি. বুদ্ধি ইচ্ছা বা সংকল্পের দৃঢ়তা 69)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535217
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140689
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730998
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883674
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us