Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কল্প-ক্ষয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কল্প-ক্ষয় এর বাংলা অর্থ হলো -

(p. 172) kalpa-kṣaẏa বি. 1 কল্পের (অর্থাত্ ব্রহ্মার এক দিনের) অবসান; 2 প্রলয়।
[সং. কল্প2 + ক্ষয়]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুরীতি
(p. 199) kurīti বি. মন্দ ব্যবহার বা ধারা। [সং. কু + রীতি]। 12)
কুলানো
(p. 199) kulānō দ্র কুলা2। 46)
কটি2, কটী
(p. 158) kaṭi2, kaṭī বি. কোমর, মাজা; মানবদেহের মধ্যদেশ। [সং. √ কট্ + ই]। ̃ তট, ̃ দেশ বি. কোমর। ̃ ত্র, ̃ বন্ধ বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt, ̃ বসন, ̃ বাস বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাত্ শাড়ি ধুতি ইত্যাদি)। ̃ বাত, ̃ শূল বি. কোমরের বাত বা বেদনা। ̃ ভূষণ বি. চন্দ্রহার, মেখলা। ̃ সূত্র বি. ঘুনসি। 9)
কুরুশকাঠি
কারেণ্ট1
(p. 186) kārēṇṭa1 বি. 1 জলস্রোত; 2 বিদ্যুত্প্রবাহ। [ইং. current]। 2)
কাট-মোল্লা
কুক্কুভ
(p. 192) kukkubha বি. 1 মোরগ; 2 বনমোরগ; 3 চক্রবাক পাখি, কুক পাখি। [সং. কুক্ + √ কু + ভ]। 51)
কেয়াস
(p. 207) kēẏāsa বি. অনুমান, আন্দাজ (এ ব্যাপারে তোমার কেয়াস কেমন দেখি; সঠিক বলা যায় না, তবে কেয়াস করে বলতে পারি)। [আ. কি'য়াস]। 10)
করনা
(p. 167) karanā দ্র কন্না। 13)
কসম
(p. 174) kasama বি. শপথ, দিব্যি (কসম খেয়ে বলছি, আমি এ কাজ করিনি)। [আ. কসম্]। কসম খাওয়া ক্রি. বি. শপথ করা, দিব্যি গালা। 10)
কাসার
(p. 188) kāsāra বি. সরোবর; পুষ্করিণী। [সং. ক + অসার]। 40)
কদাপি
(p. 160) kadāpi অব্য. 1 কখনো (একথা কদাপি ঠিক নয়; কদাপি এ কাজ কোরো না); 2 কোনো-এক সময়ে (যদি কদাপি সে একথা বলেও থাকে)। [সং. কদা + অপি]। 33)
কাত, কাত্
(p. 179) kāta, kāt বি. পাশ, পার্শ্ব (কোন কাতে শুয়েছে?)। বিণ. 1 আড়, একপেশে (থালাটাকে কাত করে রাখো); 2 ভূপতিত, পর্যুদস্ত (এক চড়ে কাত, ভয়ে কাত)। [দেশি]। কেতিয়ে পড়া, কেতিয়ে যাওয়া ক্রি. বি. নেতিয়ে পড়া; পর্যুদস্ত হওয়া (যে ভয়েই কেতিয়ে পড়েছে)। 45)
কৌশেয়
(p. 210) kauśēẏa দ্র কৌশিক2। 101)
কবিলা
(p. 164) kabilā বিণ. (বিরল) স্ত্রী, পত্নী। [আ. ক'বীলা]। 27)
কুনজর
কুস্বভাব
(p. 202) kusbabhāba বি. অসত্ চরিত্র; মন্দ প্রকৃতি। বিণ. দুশ্চরিত্র। [সং. কু + স্বভাব]। বিণ. স্ত্রী. কুস্বভাবা। 10)
কালিক
(p. 188) kālika বিণ. 1 সময়সম্পর্কিত, সাময়িক; 2 কালে উত্পন্ন; 3 সময়োপযোগী। [সং. কাল2 + ইক]। 5)
কুল-কুচা (কথ্য) কুল-কুচো
(p. 199) kula-kucā (kathya) kula-kucō বি. মুখের মধ্যে জল বা অন্য তরল পুরে কুলকুল শব্দে আলোড়িত করা, কুল্লি বা কিল। [দেশি-তু. হি. কুলকুলানা]। 28)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227914
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839813
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us