Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঁক2। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কঙ্ক
(p. 156) kaṅka বি. 1 কাঁক পাখি; 2 (মহাভারতে) বিরাটনগরে অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠিরের ছদ্মনাম। [সং. √ কন্ক্ + অ]। 25)
কঙ্ক-রোল
(p. 156) kaṅka-rōla বি. কাঁকরোল গাছ বা তার ফল। [সং. কঙ্ক + লোল]। 29)
কঙ্কণ
(p. 156) kaṅkaṇa বি. 1 স্ত্রীলোকের হাতের অলংকারবিশেষ, কাঁকন; বলয়, খাড়ু; 2 (আল.) ভূষণ (কবিকঙ্কণ)। [সং. ধ্বন্যাত্মক কম্ + √ কণ্ + অ]। 26)
কঙ্কত
(p. 156) kaṅkata বি. 1 কাঁকুই, চিরুনি; 2 মাছের ফুলকো, grills (বি.প.)। [সং. √ কঙ্ক্ (কন্ক্) + অত]। কঙ্কতিকা, কঙ্কতী বি. চিরুনি, কাঁকুই। 27)
কঙ্কর
(p. 156) kaṅkara বি. কাঁকর। বিণ. কর্কশ। [সং. কং + √ কৃ + অ]। 28)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কর-কর
(p. 166) kara-kara অব্য. 1 কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; 2 কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; 3 অস্হিরতাবোধ; 4 জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)। [সং. কর্কর হি. কর্কর্]। কর-করা ক্রি. করকর করা। কর-করানো বি. ক্রি. করকর করা। কর-করে বিণ. 1 কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); 2 শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); 3 আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)। 24)
কর্কট, কর্কটক
(p. 167) karkaṭa, karkaṭaka বি. কাঁকড়া; (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির চতুর্থটি। [সং. √ কর্ক্ + অটন্]। কর্কট-ক্রান্তি বি. নিরক্ষরেখার 23° 27' অংশ উত্তরের অক্ষরেখা, Tropic of Cancer. ̃ রোগ বি. দুরারোগ্য দুষ্ট ক্ষতরোগবিশেষ, ক্যানসার। 47)
কর্কটি, কর্কটিকা
(p. 167) karkaṭi, karkaṭikā বি. কাঁকুড়; কাঁকুড়গাছ। [সং. √ কর্ক্ + অট্ + ই, + ক + আ (স্ত্রী.)]। 48)
কর্কোট, কর্কোটক
(p. 167) karkōṭa, karkōṭaka বি. 1 তীব্র বিষবিশেষ; 2 সাপবিশেষ; 3 কাকরোল এবং তার গাছ; 4 কাঁকুড়। [সং. কর্কোটক]। 50)
কাঁক-রোল
(p. 174) kān̐ka-rōla বি. গায়ে কাঁটাযুক্ত করলার আকৃতিবিশিষ্ট সবজিফলবিশেষ। [সং. কর্কোটক]। 47)
কাঁক-লাস, কাক-লাস
(p. 174) kān̐ka-lāsa, kāka-lāsa বি. 1 সরীসৃপবিশেষ, গিরগিটি; 2 (আল.) অত্যন্ত কৃশ ও কদাকার ব্যক্তি। [সং. কঙ্কাল]। 48)
কাঁক1
(p. 174) kān̐ka1 বি. বকজাতীয় পাখিবিশেষ। [সং. কঙ্ক]। 40)
কাঁক2, কাঁখ
(p. 174) kān̐ka2, kān̐kha বি. 1 কক্ষ, কাঁকাল (কলসি কাঁখে); 2 বগল। [সং. কক্ষ]। ̃ বিড়ালি, ̃ বেড়ালি বি. বগলের ফোঁড়া। 41)
কাঁকই
(p. 174) kān̐ki বি. বড় ও মোটা দাড়ার চিরুনি। [সং. কঙ্কতিকা]। 42)
কাঁকড়া
(p. 174) kān̐kaḍ়ā বি. কর্কট, শক্ত দেহাবরণ বিশিষ্ট এবং দশটি পা-বিশিষ্ট ভক্ষ্য জলজ প্রাণিবিশেষ। [সং. কর্কট]। ̃ বিছা, ̃ বিছে বি. বৃশ্চিক, কাঁকড়ার মতো বিষাক্ত বিছাবিশেষ, scorpion. 43)
কাঁকন
(p. 174) kān̐kana বি. কঙ্কণ, স্ত্রীলোকের হাতের অলংকারবিশেষ। [সং. কঙ্কণ]। 44)
কাঁকবিড়ালি
(p. 174) kān̐kabiḍ়āli দ্র কাঁক2। 45)
কাঁকর
(p. 174) kān̐kara বি. পাথরের ছোট কুঁচি। [সং. কর্কর, কঙ্কর]। কাঁকুরে বিণ. কাঁকরযুক্ত (কাঁকুরে মাটি)। 46)
কাঁকুড়
(p. 174) kān̐kuḍ় বি. 1 কাঁচা বা অপক্ব ফুটি; 2 শস্যজাতীয় সবুজ রঙের লম্বাটে ফলবিশেষ। [সং. কর্কটি]। 49)
কাঁকুরে
(p. 174) kān̐kurē দ্র কাঁকর। 50)
কাকলাস
(p. 177) kākalāsa দ্র কাঁকলাস। 12)
কিচ্-কিচ্
(p. 188) kic-kic বি. 1 বালি বা অতি ক্ষুদ্র কাঁকর দাঁতে পড়লে যে শব্দ হয়; 2 ঝগড়াঝাঁটি; 3 কোলাহল। [দেশি]। 63)
কুলির, কুলীর, কুলীরক
(p. 199) kulira, kulīra, kulīraka বি. 1 কাঁকড়া; 2 কর্কট রাশি। [সং. কুল + ইর, ঈর, + ক]। 52)
কৃক-লাস, কৃক-লাশ
(p. 202) kṛka-lāsa, kṛka-lāśa বি. কাঁকলাস, গিরগিটি, বহুরূপী। [সং. কৃক + √ লস্ + অ]। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140661
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us