Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঁক2, কাঁখ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাঁক2, কাঁখ এর বাংলা অর্থ হলো -

(p. 174) kān̐ka2, kān̐kha বি. 1 কক্ষ, কাঁকাল (কলসি কাঁখে); 2 বগল।
[সং. কক্ষ]।
বিড়ালি,বেড়ালি
বি. বগলের ফোঁড়া।
41)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাঁই-মাই
(p. 174) kām̐i-māi বি. নাকি সুরে কাতর অনুনয়বিনয় (অন্যায় করে এখন কাঁইমাই করলে চলবে না)। [ধ্বন্যা.]। 38)
কেতু
(p. 206) kētu বি. 1 (জ্যোতিষ.) নবমগ্রহ; 2 পতাকা, নিশান (ধূমকেতু)। [সং. √ চায়্ (=কে, পূজা করা) + তু]। 16)
কুসীদ
(p. 202) kusīda বি. 1 সুদ; 2 ঋণদান-ব্যবসায়; 3 সুদের কারবার, তেজারাতি। [সং. √ কুস্ (সংযোগ) + ঈদ]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদে টাকা ধার দিয়ে অর্থাত্ তেজারতি করে জীবিকার্জনকারী, সুদখোর। ̃ ব্যবহার বি. তেজরতি; সুদকষা। 2)
কোনাচ
(p. 210) kōnāca বি. 1 কোণের দিকের অংশ; 2 বাক্স সিন্ধুক ইত্যাদির কোণে যে ধাতুর পাত আঁটা হয়। [সং. কোণ + বাং. আচ]। কোনাচে বিণ. টেড়া, কোণাভিমুখী, কোনাকুনি। 18)
কীর্ণ
কবুলতি, কবুলিয়ত
কোল1
(p. 210) kōla1 বি. ভারতের আদিম জাতিবিশেষ। [দেশি]। 49)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কেটলি, কেতলি
(p. 206) kēṭali, kētali বি. (প্রধানত চায়ের) জল গরম করার নলওয়ালা পাত্রবিশেষ। [ইং. kettle]। 6)
ক্রুশ-কাঠি, ক্রুশ-কাটি, ক্রুশ-কাঁটা
(p. 215) kruśa-kāṭhi, kruśa-kāṭi, kruśa-kān̐ṭā বি. সুতো বা পশম বোনার শলাকা বা কাঁটাবিশেষ। [ইং. crochet]। 20)
কূটস্হ
কড়তা, করতা
(p. 158) kaḍ়tā, karatā বি. জিনিসপত্র বিক্রয়ের সময় পাত্রের ওজন (তেলের বোতলের করতা বাদ দিয়েছ তো?), tare [দেশি]। 23)
কম্বল
(p. 166) kambala বি. মোটা পশমি চাদরবিশেষ; মূলত ভেড়ার লোমে প্রস্তুত বিছানায় পাতার বা গায়ে দেওয়ার মোটা চাদরবিশেষ। [সং. √ কম্ (ব্ আগম) + অল]। ̃ সম্বল 1 বি. অতি দরিদ্র অবস্হা; 2 সন্ন্যাসজীবন। বিণ. কম্বলই একমাত্র সম্বল এমন অবস্হাবিশিষ্ট, অতি দরিদ্র। 6)
কুবাস
(p. 197) kubāsa বি. দুর্গন্ধ। [সং. কু + বাস]। 22)
কুমারিকা
কংস2, কংশ2
কব্জা, কব্জি
(p. 164) kabjā, kabji যথাক্রমে কবজা ও কবজি -এর রূপভেদ। 34)
কপিঞ্জল
(p. 163) kapiñjala বি. 1 চাতক পাখি; 2 গৌরবর্ণ তিতির পাখি; 3 মুনিবিশেষ। [সং. কপিঃ (ইব) + পিঙ্গল]। 19)
কুষ্ঠী
(p. 201) kuṣṭhī (-ষ্ঠিন্) বিণ. বি. কুষ্ঠরোগী। [সং. কুষ্ঠ + ইন্]। 30)
কুনিকা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577527
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185207
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785275
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025945
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619858

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us