Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঁকড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাঁকড়া এর বাংলা অর্থ হলো -

(p. 174) kān̐kaḍ়ā বি. কর্কট, শক্ত দেহাবরণ বিশিষ্ট এবং দশটি পা-বিশিষ্ট ভক্ষ্য জলজ প্রাণিবিশেষ।
[সং. কর্কট]।
বিছা,বিছে
বি. বৃশ্চিক, কাঁকড়ার মতো বিষাক্ত বিছাবিশেষ, scorpion. 43)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাজ
(p. 178) kāja বি. 1 কার্য (একটা কাজ করো); 2 প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); 3 কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); 4 চাকরি (তার কাজটা গেছে); 5 বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); 6 অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); 7 সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); 8 কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)। [সং. কার্য প্রা. কজ্জ]। কাজও নেই কামাইও নেই কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত। কাজ আদায় করা ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। কাজ চলা ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)। কাজ দেওয়া ক্রি. বি. 1 চাকরি দেওয়া; 2 কাজের ভার দেওয়া; 3 সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)। কাজ দেখা ক্রি. বি. 1 কাজ তদারক করা; 2 চাকরি খোঁজা। কাজ দেখানো ক্রি. বি. 1 কর্মব্যস্ততার ভান করা; 2 কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া। কাজের কাজি করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী। কাজের বার (বাহির) বিণ. অকর্মণ্য; অকেজো। কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি (উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। ̃ কর্ম বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার। ̃ পাগল, ̃ পাগলা বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত। 20)
কটক
(p. 156) kaṭaka বি. 1 ওড়িশার নগরবিশেষ; 2 পর্বতের সানুদেশ; 3 সৈন্যবাহিনী; 4 সৈন্যশিবির; 5 বলয়, বালা, bracelect [সং. √ কট্ + অক]। কটকি, (বর্জি.) কটকী বিণ. ওড়িশার কটক নগরে বা কটক জেলায় উত্পন্ন (কটকি শাড়ি, কটকি চাদর)। 63)
কাত, কাত্
(p. 179) kāta, kāt বি. পাশ, পার্শ্ব (কোন কাতে শুয়েছে?)। বিণ. 1 আড়, একপেশে (থালাটাকে কাত করে রাখো); 2 ভূপতিত, পর্যুদস্ত (এক চড়ে কাত, ভয়ে কাত)। [দেশি]। কেতিয়ে পড়া, কেতিয়ে যাওয়া ক্রি. বি. নেতিয়ে পড়া; পর্যুদস্ত হওয়া (যে ভয়েই কেতিয়ে পড়েছে)। 45)
কোষ্ঠ
কাম-দানি, (বর্জি.) কাম-দানী
কোক-নদ
(p. 209) kōka-nada বি. লাল পদ্ম; লাল শালুক ('মধুহীন কোর না গো তব মনঃ কোকনদে': মধু.)। [সং. কোক (চক্রবাক পাখি) + √ নাদি (শব্দ করানো) + অ]। 16)
কুসীদ
(p. 202) kusīda বি. 1 সুদ; 2 ঋণদান-ব্যবসায়; 3 সুদের কারবার, তেজারাতি। [সং. √ কুস্ (সংযোগ) + ঈদ]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদে টাকা ধার দিয়ে অর্থাত্ তেজারতি করে জীবিকার্জনকারী, সুদখোর। ̃ ব্যবহার বি. তেজরতি; সুদকষা। 2)
কোর্ফা
(p. 210) kōrphā বি. 1 জমির নিম্নতম স্বত্ব বা অধিকার; 2 যে প্রজা তার ঊর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে। [ফা. কোর্ফা]। কোর্ফা প্রজা বি. এক প্রজার অধীন অন্য প্রজা। 47)
কমি
(p. 164) kami বি. কমতি, অল্পতা, হ্রাস। [ফা. কম্ + বাং. ই]। ̃ বেশি বি. হ্রাস-বৃদ্ধি, তারতম্য (বয়সের কমিবেশি)। 57)
কৌপ
(p. 210) kaupa বিণ. কূপসম্বন্ধীয়; কূপ থেকে উত্পন্ন। বি. কুয়োর জল। [সং. কূপ + অ]। 80)
কুবাস
(p. 197) kubāsa বি. দুর্গন্ধ। [সং. কু + বাস]। 22)
করু
(p. 167) karu ক্রি. (ব্রজ.) করে; করুক; কোরো ('অসম মহিমা কো করু ওর': বা. ঘো.)। [বাং. √ কর্]। 40)
কমা1
(p. 164) kamā1 বি. বিরামচিহ্নবিশেষ, পাদচ্ছেদ (, )। [ইং. comma]। 54)
কুমোর
(p. 198) kumōra দ্র কুমার1। 12)
কামঠ
(p. 181) kāmaṭha বি. 1 কচ্ছপের মাংস; 2 (আঞ্চ.) কচ্ছপ। বিণ. কচ্ছপসম্বন্ধীয়। [সং. কমঠ + অ]। 84)
কিনার
(p. 190) kināra বি 1 ধার প্রান্ত (খাটের কিনার, ছাদের কিনার); 2 কূল, তীর ('আমি তরী নিয়ে বসে আছি নদী কিনারে' রবীন্দ্র)। [ফা. কিনারা]। 11)
কিনা1
(p. 190) kinā1 অব্য. যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে) [কি না দ্র]। 10)
কে2
কাঠা1
(p. 179) kāṭhā1 বি. 1 জমির পরিমাণবিশেষ, 72 বর্গফুট পরিমাণ; 2 ধান বা ওইজাতীয় শস্যের পরিমাপ করার পাত্র, রেক। [সং. কাষ্ঠা]। ̃ কালি বি. জমির আয়তন বা কাঠার পরিমাণ বিষয়ক হিসাব। ̃ কিয়া বি. একশত পর্যন্ত কাঠা গণনা। 32)
কণ্ব
(p. 159) kaṇba বি. মুনিবিশেষ, শকুন্তলা যাঁর পালিতা কন্যা। [সং. √ কণ্ + ব]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577987
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185820
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785972
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027221
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901197
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848173
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708655
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620390

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us