Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুটুম দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্কুট
(p. 8) aṅkuṭa বি. চাবি; যা দিয়ে তালা ইত্যাদি খোলা যায় ('সিদ্ধির অঙ্কুটে সোনার স্বর্গের দ্বার খুলিত না তবু': সু. দ.)। [সং. অন্ক্+উট]। 31)
অমনি, অম্নি
(p. 55) amani, amni বিণ. ক্রি-বিণ. 1 ওইরকম (অমনি গুছিয়ে রাখো, অমনি সুন্দর); 2 অকারণে (ওখানে অমনি যাচ্ছি); 3 (শুধু হাতে (কুটুমবাড়ি অমনি যেয়ো না); 4 খালি গায়ে (অমনি গায়ে থেকো না); 5 শুধু, কেবল (অমনি ভাত খাওয়া যায়?); 6 অবলম্বনহীন (খুঁটি ছাড়া চালাখানা কি অমনি থাকতে পারে ?); 7 বিনামূল্যে ('অমনি নেব কিনে': রবীন্দ্র); 8 তত্ক্ষণাত্ (অমনি আমি উঠে বসলাম বিছানায়; 'অমনি চারিধারে নয়ন উঁকি মারে': রবিন্দ্র); 9 বিনা আয়াসে, পরিশ্রম ছাড়াই (পরীক্ষায় অমনি পাশ হয় না)। [তু. অমন]। অমনি অমনি ক্রি-বিণ. বিনা করণে (অমনি অমনি তোমায় মারল? অমনি অমনি কেউ শাস্তি পায় না) অমনি একরকম বিশেষ ভালোও নয় মন্দও নয়, মাঝামাঝিরকম। 44)
আক-কুটে, আক-খুটে
(p. 80) āka-kuṭē, āka-khuṭē বিণ. 1 জিনিসপত্র সম্পর্কে যত্নহীন; অগোছালো; 2 উড়নচণ্ডী; অমিতব্যয়ী। [দেশি]। 19)
আতিক্ত
(p. 89) ātikta বিণ. ঈষত্ তিক্ত, কিছুটা তেতো, তিতকুটে। [বাং. আ+ সং. তিক্ত]। 7)
আত্মীয়
(p. 89) ātmīẏa বিণ. স্বকীয়, স্বীয়, নিজের। বি স্বজন, কুটুম্ব, জ্ঞাতি; বন্ধুবান্ধব। [সং. আত্মন্ + ঈয়] স্ত্রী. আত্মীয়া। ̃ তা বি. হৃদ্যতা; কুটুম্বিতা, জ্ঞাতিত্ব; বন্ধুত্ব। ̃ বন্ধু, ̃ স্বজন বি. বন্ধুবান্ধব, নিজের লোকজন। 35)
ইষ্ট2
(p. 116) iṣṭa2 বিণ. 1 বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); 2 কল্যাণকর (ইষ্টচিন্তা); 3 গুরুদত্ত (ইষ্টমন্ত্র); 4 উপাস্য (ইষ্টদেবতা); 5 আত্মীয় (ইষ্টকুটুম্ব); 6 প্রিয় (ইষ্টজন)। বি. 1 অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); 2 প্রিয়জন (ইষ্টবিয়োগ)। [সং. √ ইষ্ + ত]। ̃ কর্ম বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ। ̃ কুটুম্ব বি. আত্মীয়স্বজন। ̃ দেব বি. উপাস্য দেবতা। ̃ নাম বি. উপাস্য দেবতার নাম। ̃ মন্ত্র বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র। ̃ সাধন, ̃ সিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া। 26)
ইষ্টি-কুটুম-ইষ্টকুটুম্ব
(p. 116) iṣṭi-kuṭuma-iṣṭakuṭumba র কথ্যরূপ। 31)
কাটুর-কুটুর
(p. 179) kāṭura-kuṭura বি. অব্য. কাটবার বা কাটাকাটি করার মৃদু, অনুচ্চ শব্দ। 28)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কাষ্ঠ
(p. 188) kāṣṭha বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু। [সং. √ কাশ্ + থ]। ̃ কুট্ট বি. কাঠঠোকরা পাখি। ̃ পাদুকা বি. খড়ম। ̃ ফলক বি. কাঠের তক্তা। ̃ বত্ বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক। ̃ ভার বি. কাঠের বোঝা। ̃ হাসি বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি। 34)
কুঁড়ি
(p. 192) kun̐ḍ়i বি. মুকুল, কোরক, কলিকা ('সকাল বেলার কুঁড়ি আমার': রবীন্দ্র)। [সং. কুড্মল কুট্মল]। 30)
কুক্কুট
(p. 192) kukkuṭa বি. মোরগ বা মুরগি। [সং. কু (পৃথিবী) + √ কুট্ + অ]। বি. (স্ত্রী.) কুক্কুটী। কুক্কুটাণ্ড বি. মুরগির ডিম। কুক্কুটাসন বি. যৌগিক আসন বা ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। 50)
কুট1
(p. 194) kuṭa1 বি. 1 দুর্গ, গড়; 2 পর্বত; 3 পর্বতশৃঙ্গ; 4 গাছ। [সং. √ কুট্ + অ]। ̃ জ বি. 1 গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি; 2 দ্রোণাচার্য; 3 অগস্ত্য। 35)
কুট2
(p. 194) kuṭa2 অব্য. বি. ক্ষুদ্র কামড়ের শব্দ। [ধ্বন্যা.]। ̃ কুট অব্য. বি. চুলকানির ভাব বোধ (মুখ কুটকুট করছে)। ̃ কুটানি, (কথ্য) ̃ কুটুনি বি. চুলকানোর ইচ্ছা বা প্রবণতা; চুলকানির ভাব। ̃ কুটে বিণ. কুটকুট করে বা চুলকায় এমন, চুলকানির প্রবৃত্তি জন্মায় এমন (কুটকুটে কচু)। 36)
কুটনি
(p. 194) kuṭani বি. (স্ত্রী.) নায়ক-নায়িকার বা স্ত্রী-পুরুষের অবৈধ মিলন সংঘটনকারিণী; দূতী। [সং. কুট্টনী]। বি. (পুং.) কোটনা। 39)
কুটা1, কুটো
(p. 194) kuṭā1, kuṭō বি. কাঠ খড় বা তৃণের টুকরো (কুঠকুটো, খড়কুটো)। [দেশি; তু. হি. কুট্টী]। 40)
কুটা2, কোটা
(p. 194) kuṭā2, kōṭā ক্রি. 1 কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); 2 চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); 3 ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন বি. কোটার কাজ। কুটানো, কোটানো ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। 41)
কুটি2
(p. 194) kuṭi2 বি. ছোট ছোট খণ্ডে কাটা খড় বা তৃণ; খড়কুটো। [হিং. কুট্টী]। ̃ কুটি বিণ. 1 খুব ছোট ছোট কুচি বা টুকরো করা হয়েছে এমন (আলুগুলোকে অত কুটিকুটি করেছ কেন?); 2 (আল. যেন টুকরো টুকরো হয়ে যাবে এমন, আকুল (হেসে কুটিকুটি হওয়া)। কুটিকুটি করা ক্রি. কেটে বা ছিঁড়ে খুব ছোট করা। 43)
কুটির, (বর্জি.) কুটীর
(p. 194) kuṭira, (barji.) kuṭīra বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। ̃ শিল্প বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প। 45)
কুটুম্ব (কথ্য) কুটুম
(p. 194) kuṭumba (kathya) kuṭuma বি. 1 আত্মীয়; 2 পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন; 3 বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)। [সং. √ কুটুম্ব্ + অ]। নতুন কুটুম বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে। বড় কুটুম বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী। কুটুম্বী (-ম্বিন্) বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা। বি. 1 পতিপুত্রযুক্তা স্ত্রী; 2 গৃহিণী; 3 মেয়েকুটুম। কুটুম্বিতা বি. 1 আত্মীয়তা; 2 বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা। 47)
কুটুর
(p. 194) kuṭura অব্য. বি. ছোট ও সূক্ষ্ম দাঁত বা অস্ত্র দিয়ে কাঠজাতীয় দ্রব্য কাটার লঘু শব্দ। কুটুর কুটুর, কুটুর কাটুর অব্য. বি. ক্রমাগত ওই শব্দ (ইঁদুরের কুটুর কুটুর)। 48)
কুটো-কাটা
(p. 194) kuṭō-kāṭā বি. 1 খুব ছোটখাটো জিনিসপত্র; 2 অকিঞ্চিত্কর বা তুচ্ছ জিনিসপত্র। [দেশি]। 49)
কুট্টন
(p. 194) kuṭṭana বি. 1 ছেদন, কর্তন; 2 খনন, খোঁড়া; 3 নিষ্পেষণ; 4 নিন্দা করা, দোষারোপ। [সং. √ কুট্ট্ + অন]। কুট্টক বিণ. বি. পেষণকারী; ছেদক। কুট্টনী বি. (স্ত্রী.) দূতী, কুটনি। 50)
কুট্টিত
(p. 194) kuṭṭita বিণ. 1 খণ্ডিত, ছেদিত, কর্তিত; 2 পেষণ বা চূর্ণ করা হয়েছে এমন। [সং. √ কুট্ট্ + ত]। 51)
কুট্টিম
(p. 194) kuṭṭima বি. 1 চাতাল; 2 পাকা মেঝে (গৃহকুট্টিম); 3 রত্নের খনি। [সং. কুট্ট + ইম]। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534529
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140046
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730174
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942339
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883437
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838410
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696573
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603033

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us