Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুট্টন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুট্টন এর বাংলা অর্থ হলো -

(p. 194) kuṭṭana বি. 1 ছেদন, কর্তন; 2 খনন, খোঁড়া; 3 নিষ্পেষণ; 4 নিন্দা করা, দোষারোপ।
[সং. √ কুট্ট্ + অন]।
কুট্টক বিণ. বি. পেষণকারী; ছেদক।
কুট্টনী বি. (স্ত্রী.) দূতী, কুটনি।
50)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কোমল
(p. 210) kōmala বিণ. 1 নরম (কোমল স্পর্শ, কোমল শয্যা); 2 মৃদু; ললিত (কোমল কলরব, কোমল কণ্ঠ); 3 সুকুমার, মধুর (কোমল স্বর, কোমল হৃদয়); 4 (সংগীতে) শুদ্ধ স্বরের চেয়ে নিচু পরদা (কোমল ধা, কোমল নি)। [সং. √ কম্ + অল]। বি. ̃ তা, ̃ ত্ব। বিণ. স্ত্রী. কোমলা। কোমলাঙ্গ বিণ. কোমল বা নরম দেহবিশিষ্ট। কোমলায়ন বি. প্রথমে তাপপ্রয়োগের দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন বা শক্ত করার প্রণালী annealing (বি.প.)। 27)
কাঁপন
(p. 177) kām̐pana দ্র কাঁপ। 4)
কবুল
(p. 164) kabula বি. স্বীকার (দোষ কবুল করা)। বিণ. 1 স্পষ্ট; 2 সত্য বলে স্বীকৃত; দায়িত্ব স্বীকারপূর্বক কৃত (কবুল জবাব); 3 স্বীকৃত (আল্লার কাছে প্রার্থনা কবুল হোক)। [আ. ক'বূল]। কবুল জমা বি. স্বীকৃত বা প্রতিশ্রুত কর বা খাজনা। 29)
কাম-দানি, (বর্জি.) কাম-দানী
কচাত্
(p. 156) kacāt অব্য. নরম জিনিস এক কোপে কাটবার শব্দবিশেষ। [ধ্বন্যা.]। 41)
কাউন, কাউনি
কপি1
(p. 163) kapi1 বি. বানর, বাঁদর। [সং. √ কপ্ + ই]। ̃ কেতন, ̃ ধ্বজ বি. 1 অর্জুন (কপি বা হনুমান কেতন বা ধ্বজা অর্থাত্ পতাকা যাঁর); 2 অর্জুনের রথ। 14)
কাঁকড়া
কুপোষ্য, (কথ্য) কুপুষ্যি
(p. 197) kupōṣya, (kathya) kupuṣyi বিণ. বি. ভরণপোষণ করা উচিত নয় বা ভরণপোষণ করার কথা নয় তবু যার ভরণপোষণ করতে হয় এমন; অবাঞ্ছিত পোষ্য বা পুষ্যি; গলগ্রহ (ব্যক্তি)। [সং. কু + পোষ্য]। 12)
কিস্তি2
(p. 191) kisti2 বি. 1 ঋণের পরিশোধযোগ্য অংশ; 2 আংশিক ঋণ শোধের সময়; 3 খাজনা আদান-প্রদানের সময়; 4 দফা, ক্ষেপ, খেপ, বার, instalment (আর এক কিস্তি মাল আসবে)। [ফা. কিস্ত]। ̃ বন্দি বি. দফায় দফায় ঋণপরিশোধের ব্যবস্হা। 18)
কেলে
(p. 207) kēlē বিণ. (অনাদরে বা ব্যঙ্গে) কালো, কালো রঙের। [বাং. কালিয়া ]। ̃ কার্তিক দ্র কার্তিক। ̃ ভূত বি. ভূতের মতো কালো ব্যক্তি। ̃ মানিক, ̃ সোনা (আদরে) বি. কালো ছেলে; কালাচাঁদ, শ্রীকৃষ্ণ। কেলে হাঁড়ি বি. বহুকাল ভাত রাঁধার ফলে যে (মাটির) হাঁড়ির তলদেশ কালো হয়ে গেছে। 21)
কটু
(p. 158) kaṭu বিণ. 1 তেতো; 2 ঝাল (কটু রস); 3 উগ্র, কঠোর (কটু বাক্য); 4 বিস্বাদ (মাখনটা কটু হয়ে গেছে)। [সং. √ কট্ + উ]। ̃ কাটব্য বি. গালমন্দ, কড়া কথা। &tilde ; তা, ̃ ত্ব বি. কটু ভাব। কটু তেল বি. সরষের তেল। কটুক্তি বি. দুর্বাক্য; গালিগালাজ। 10)
কটাহ
(p. 158) kaṭāha বি. কড়াই; রান্নার পাত্রবিশেষ। [সং. কট + আ + √ হন্ + অ]। 7)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
কুশলী1
(p. 201) kuśalī1 দ্র কুশল1। 12)
কাপুড়ে, কাপুড়িয়া
কোদলানো
(p. 210) kōdalānō দ্র কোদাল। 13)
কালীয়2, কালিয়
কুয়া, কুয়ো
(p. 198) kuẏā, kuẏō বি. মাটির তলা থেকে জল তেল প্রভৃতি তোলবার জন্য যে গর্ত খোঁড়া হয়, কূপ; পাতকুয়ো। [সং. কূপ]। কুয়োর ব্যাং বি. কূপমণ্ডূক; যে ব্যক্তির অভিজ্ঞতা সংকীর্ণ; যে জ্ঞানলাভে অনিচ্ছুক, কুনো লোক। 23)
ক্লিন্ন
(p. 215) klinna বিণ. 1 ক্লেদাক্ত, ক্লেদযুক্ত (ক্লিন্ন শরীর, ক্লিন্ন মন); 2 আর্দ্র, ভিজে; ঘামে ভেজা (ক্লিন্ন বস্ত্র)। [সং. √ ক্লিদ্ + ত]। বি. ̃ তা। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577666
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185345
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785406
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026209
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901045
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708542
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620020

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us