Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাষ্ঠ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাষ্ঠ এর বাংলা অর্থ হলো -

(p. 188) kāṣṭha বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু।
[সং. √ কাশ্ + থ]।
কুট্ট
বি. কাঠঠোকরা পাখি।
পাদুকা
বি. খড়ম।
ফলক বি. কাঠের তক্তা।
বত্ বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক।
ভার বি. কাঠের বোঝা।
হাসি
বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠাপরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কীদৃশ, কীদৃক্
(p. 191) kīdṛśa, kīdṛk বিণ. কেমন, কীরকম। [সং. কিম্ + √ দৃশ্ + অ, ক্বিপ্]। বিণ. (স্ত্রী.) কীদৃশী (কীদৃশী ভাবনা)।
কল্কি, কল্কী
কয়েদ
(p. 166) kaẏēda বি. 1 জেল, ফাটক, হাজত (কয়েদে রাখা); 2 কারাদণ্ড (তিন মাস কয়েদ হল)। বিণ. কারারুদ্ধ (কয়েদ করা)। [আ. কইদ্, কয়েদ্]। কয়েদি, (বর্জি.) কয়েদী বিণ. কয়েদে আটক। বি. কয়েদে আটক ব্যক্তি। 16)
কার্কশ্য
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কুরুচি
কর্পদ
(p. 162) karpada বি. 1 শিবের জটা; 2 কড়ি। [সং. ক +√ পৃ + দ]।
কয়াল
কানুন1
(p. 181) kānuna1 বি. আইন, বিধান; বিধিব্যবস্হা। [আ. কা'নূন]। 39)
কমনে, কম্নে
(p. 164) kamanē, kamnē ক্রি-বিণ. (আঞ্চ.) 1 কোথায়; 2 কোন পথে; 3 কেমন করে ('খাঁচার মধ্যে অচিন পাখি কম্নে আসে যায়). [ বাং. কেমন]। 43)
ক্বাথ, ক্বথ
(p. 210) kbātha, kbatha বি. জলে সিদ্ধ করে প্রস্তুত ঘন নির্যাস বা সার অংশ। [সং. √ ক্বথ্ + অ]। 106)
কুন্তি, কুন্তী
(p. 196) kunti, kuntī বি. (মহাভারতে) পাণ্ডুর পত্নী এবং কর্ণ ও পঞ্চপাণ্ডবের মাতা। [সং. কুন্ত + ই, ঈ]। 28)
কালা-মুখ
কৌলীন্য
কুহু, কুহূ1
(p. 202) kuhu, kuhū1 বি. 1 কোকিলের রব; 2 কূজন; 3 নাড়ীবিশেষ। [সং. √ কুহ্ + উ, ঊ]। ̃ কণ্ঠ বি. কোকিল। ̃ তান বি. কোকিলের গান। ̃ রব বি. 1 কোকিলের ডাক; 2 কোকিল। 15)
কুপন
(p. 196) kupana বি. 1 মানি-অর্ডার বা ওইজাতীয় ফর্মের যে ছেদ্য অংশে প্রেরক প্রাপকের কাছে পত্রাদি লিখতে পারে; 2 টিকিট বা রসিদের যে অংশ দেখালে কিছু দাবি করা যেতে পারে, চেকমুড়ি। [ই. coupon]।
কার্ষাপণ
(p. 186) kārṣāpaṇa বি. ষোলো পণ বা এক কাহন। [সং. কর্ষ + অ=কার্ষ + আ + √ পণ্ + অ]। 20)
কুঞ্জ2
(p. 194) kuñja2 বি. বস্ত্রাদির কলকা বা নকশা; শাড়ি, জামা ইত্যাদিতে ফুলের নকশা। [ফা. কুঞ্জ্]। ̃ দার বিণ. কলকা-তোলা, নকশা-করা। 32)
ক্লিন্ন
(p. 215) klinna বিণ. 1 ক্লেদাক্ত, ক্লেদযুক্ত (ক্লিন্ন শরীর, ক্লিন্ন মন); 2 আর্দ্র, ভিজে; ঘামে ভেজা (ক্লিন্ন বস্ত্র)। [সং. √ ক্লিদ্ + ত]। বি. ̃ তা। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785273
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848076
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us