Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুলীন)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকুল
(p. 3) akula বি. 1 মর্যাদাহীন অকুলীন বা নীচ বংশ; 2 অঘর, যে বংশের সঙ্গে উচ্চবংশীয়দের বিবাহাদি সামাজিক ক্রিয়াকলাপ অচল। [সং. ন+কুল]। 17)
অকুলীন
(p. 3) akulīna বিণ. 1 কুলীন বংশজাত নয় এমন; 2 বংশমর্যাদাহীন। [সং. ন+কুলীন]। 19)
অঘর
(p. 8) aghara বি. অকুলীন বা হীন বংশ, বৈবাহিক সম্পর্ক স্হাপনের অযোগ্য বংশ। [সং. ন (অপ্রশস্ত অর্থে) + বাং. ঘর়]। 17)
অনভি-জাত
(p. 23) anabhi-jāta বিণ. অভিজাত বা উচ্চবংশীয় নয় এমন; অকুলীন; নীচবংশীয়। [সং. ন+অভিজাত]। 9)
উপাধ্যায়
(p. 133) upādhyāẏa বি. 1 আচার্যের সহকারী অধ্যাপক, শিক্ষক; উপদেষ্টা; 2 যিনি বেদ শিক্ষা দিয়ে জীবিকা অর্জন করেন; 3 রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের পদবিবিশেষ, যেমন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। [সং. উপ + অধি + √ ই + অ]। উপাধ্যায়া, উপাধ্যায়ী (-য়িন্) বি. (স্ত্রী.) মহিলা-উপাধ্যায়। উপাধ্যায়ী, উপধ্যায়ানী বি. (স্ত্রী.) উপাধ্যায়ের পত্নী। 99)
কাপ2
(p. 181) kāpa2 বি. 1 বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; 2 ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী ('ঐ এল শিব বুড়া কাপ': ভা. চ.)। [সং. কপট]। 55)
কুলীন
(p. 199) kulīna বিণ. বি. উচ্চবংশজাত, সত্কুলজাত, (সম্ভবত) বল্লালসেন প্রদত্ত কুলমর্যাদাবিশিষ্ট ব্যক্তিগণের বংশধর। [সং. কুল + ঈন]। বি. কুলীনত্ত্ব। 54)
কুলোদ্ভব
(p. 201) kulōdbhaba বিণ. কুলে বা বংশে জাত (কুলীন কুলোদ্ভব)। [সং. কুল 3 + উদ্ভব]। কুলোদ্ভূত বিণ. কুলে বা বংশে জাত। 3)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
কৌল
(p. 210) kaula বিণ. 1 কুলক্রমাগত, কুলপরম্পরায় আগত; 2 সদ্বংশজাত, কুলীন। বি. 1 বামাচারী তান্ত্রিক (কৌলধর্ম); 2 (তন্ত্রমতে) শিব ও শক্তির একাত্মতা। [সং. কুল + অ]। 89)
কৌলীন্য
(p. 210) kaulīnya বি. 1 কুলমর্যাদা, কুলীনত্ব; আভিজাত্য; 2 কুলীন প্রথা। [সং. কুলীন + য]। 91)
কৌলেয়, কৌলেয়ক
(p. 210) kaulēẏa, kaulēẏaka বি. সত্কুলজাত কুকুর। বিণ. সত্কুলজাত, কুলীন। [সং. কুল + এয়, ক]। 92)
জাত্য
(p. 321) jātya বিণ. 1 কুলীন; সদ্বংশজাত; 2 শ্রেষ্ঠ। [সং. জাতি + য]। 18)
নব2
(p. 447) naba2 (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ̃ গুণ দ্র নবলক্ষণ। ̃ গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ̃ দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ̃ দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্হ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ̃ ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ̃ পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ̃ রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচিরাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ̃ রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভত্স অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ̃ রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ̃ ল বিণ. নবীন, নতুন। ̃ লক্ষণ, ̃ গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ̃ শায়ক, (কথ্য) ̃ শাক, (কথ্য) ̃ শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। 3)
নাগ
(p. 452) nāga বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর। [সং. √ নগ্ + অ]। স্ত্রী. নাগী, (বাং) নাগিনী। ̃ কেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃ গর্ভ বি. সিঁদূর। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা। ̃ পঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়। ̃ পাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)। ̃ পুষ্প বি. নাগকেশর ফুল। ̃ ফণী বি. ফণীমনসার গাছ, cactus. ̃ মাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী। ̃ রাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত। ̃ লোক বি. নাগদের বাসভূমি পাতাল। অষ্ট-নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ। 16)
নৈকষ্য
(p. 480) naikaṣya বিণ. 1 নিকষে পরীক্ষিত; 2 বিশুদ্ধ, খাঁটি (নৈকষ্য কুলীন)। [সং. নিকষ + য]। 21)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
ভঙ্গ
(p. 655) bhaṅga বি. 1 ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); 2 রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); 3 লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); 4 নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ); 5 সমাপ্তি (সভাভঙ্গ); 6 বক্রতা (ত্রিভঙ্গ); 7 ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); 8 পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); 9 বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); 1 বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ̃ .কুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ̃ .পয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ̃ .প্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো। 20)
মর্যাদা
(p. 687) maryādā বি. 1 গৌরব গরিমা (বংশমর্যাদা); 2 সম্মান, সম্ভ্রম, খাতির (অকারণেই লোকে তাকে মর্যাদা দেয়, মর্যাদাহানি); 3 ন্যায়সংগত ও শালীনতাসম্মত নিয়ম (মর্যাদাপূর্ণ আচরণ); 4 মূল্য, দক্ষিণা, পণ (কুলীনভোজনের মর্যাদা); 5 সীমা (মর্যাদা-লঙ্ঘন); 6 সেলামি, নজর বা নজরানা (জমিদারের মর্যাদা) [সং. মর্যা (সীমাসূচক) + √ দা + অ + আ]। ̃ .বান. বিণ. সম্মানবিশিষ্ট, সম্মানিত। ̃ .হানি বি. গৌরবহানি; সম্মানহানি, অসম্মান (আপনার মর্যাদাহানি হতে পারে এমন কাজ করব না)। 11)
মুখটি2
(p. 708) mukhaṭi2 বি. মুখোপাধ্যায় বংশ, কুলীন ব্রাহ্মণের অন্যতম উপাধি। [সং. মুখপট্টি]। 8)
মেল2
(p. 717) mēla2 বিণ. 1 মিলন, ঐক্য (স্বামীস্ত্রীতে তেমন মেল হয়নি); 2 জনতা, উত্সবাদিতে জনসমাবেশ (বহুলোকের মেল); 3 (বাং.) কুলীনদের বিভাগবিশেষ (ফুলিয়া মেল)। [সং. √ মিল্ + অ]। ̃ ক বিণ. মিলনজনক। বি. 1 সঙ্গ, 2 সহবাস; 3 সমূহ। ̃ ন বি. মিলন। ̃ .বন্ধন বি. মিলন বা মিশ্রণ। 6)
মৌলিক
(p. 721) maulika বিণ. 1 মৌল; 2 মূলসম্বন্ধীয়; 3 জন্মগত (মৌলিক অধিকার); 4 আদিম; 5 অবিভাজ্য (মৌলিক স্বরধ্বনি); 6 প্রথম উদ্ভাবিত, নিজস্ব (মৌলিক রচনা); 7 স্বাধীন (মৌলিক চিন্তা); 8 বংশজ, অকুলীন (মৌলিক বংশ); 9 (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে উত্পন্ন, elementary (বি. প.); 1 যে পদার্থে কোনোরকম মিশেল নেই। [সং. মূল + ইক]। ̃ তা, ̃ ত্ব বি. স্বকীয়তা, নিজস্বতা। 6)
শ্রোত্রিয়
(p. 789) śrōtriẏa বি. 1 বেদজ্ঞ ব্রাহ্মণ; 2 অকুলীন ব্রাহ্মণের শাখাবিশেষ। [সং. শ্রোত্র + ইয়]। 13)
সম্ভ্রান্ত
(p. 816) sambhrānta বিণ. 1 মর্যাদাশালী; 2 কুলীন, অভিজাত। [সং. সম্ + √ ভ্রম্ + ত]। ̃ তন্ত্র বি. অভিজাত-সম্প্রদায় কর্তৃক রাষ্ট্রশাসন-ব্যবস্হা। 15)
স্বকৃত
(p. 849) sbakṛta বিণ. নিজের দ্বারা কৃত। [সং. স্ব + কৃত]। স্বকৃত-ভঙ্গ বিণ. কুলীনবংশে বিবাহ-ব্যাপারে প্রথমবার কৌলীন্যপ্রথা-লঙ্ঘনকারী। 58)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535027
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730818
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883618
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us