(p. 818) saru বি. 1 শীর্ণ, মোটার বিপরীত, কৃশ (সরু কোমর, সরু সুতো); 2 মিহি, সূক্ষ্ম (সরু চাল, সরু গলা); 3 অপ্রশস্ত, সংকীর্ণ (সরু গলি)। [দেশি]। ̃ ঙ্গে বিণ. 1 কিছুটা সরু; 2 সরু ও লম্বা। ̃ চাকলি বি. চালের গুঁড়ো ও কলাইয়ের ডাল-বাটা মিশিয়ে রুটির মতো তৈরি পিঠে। 14)