Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কোঁচার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাছট, কাছটি, কাছুটি
(p. 178) kāchaṭa, kāchaṭi, kāchuṭi বি. 1 মালকোঁচা; 2 কৌপীন। [সং. কচ্ছোটিকা]। 11)
কোঁকড়া1
(p. 207) kōn̐kaḍ়ā1 বিণ. কুঞ্চিত, কোঁচকানো। [সং. কুঞ্চিত]।
কোঁচকা, কোঁচকানো
(p. 209) kōn̐cakā, kōn̐cakānō যথাক্রমে কুঁচকা ও কুঁচকানো -র চলিত রূপ। 6)
কোঁচড়
(p. 209) kōn̐caḍ় বি. পরিধেয় বস্ত্রের কোঁচা বা সামনের কোঁচকানো অংশ দিয়ে সাময়িক প্রয়োজনে থলের মতো আধার (কোঁচড়ে রয়েছে কিছুটা মুড়ি)। [দেশি-তু. সং. ক্রোড়]। 7)
কোঁচা1
(p. 209) kōn̐cā1 বি. (প্রধানত পুরুষের) পরিধেয় বস্ত্রের অর্থাত্ ধুতির পাট করা সম্মুখভাগ)। [বাং. কোঁচ3 + আ]। কোঁচা দুলিয়ে বেড়ানো ক্রি. বি. দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন (প্র.) ঘরে অভাবের জ্বালায় কষ্ট পাচ্ছে অথচ বাইরে লোক-দেখানো বাবুগিরি ও বড়লোকি করছে এমন অবস্হা। 8)
কোঁচা2, কোঁচানো
(p. 209) kōn̐cā2, kōn̐cānō যথাক্রমে কুঁচা2 ও কুঁচানো -র চলিত রূপ। 9)
কোঁচ৩
(p. 209) kōn̐ca3 বি. কোঁচকানো ভাব। [সং. কুঞ্চন]। 5)
খামটি
(p. 226) khāmaṭi বি. 1 মালকোঁচা; 2 রাগে বা আক্রোশে উপরের পাটির দাঁত দিয়ে নীচের ঠোঁট কামড়ে ধরা (মুখখামটি)। [দেশি]। 69)
চুড়ি
(p. 290) cuḍ়i বি. সরু বালার মতো গহনাবিশেষ। [হি. চুড়ী; তু. সং. চূড়া]। ̃ দার বিণ. 1 আগা কোঁচকানো বা সরু (চুড়িদার পাঞ্জাবি); 2 চুনট-করা। বি. মেয়েদের পরিধেয় পায়জামাবিশেষ, যার পায়ের দিক সরু ও আঁটসাট। 80)
চুনট
(p. 290) cunaṭa বি. 1 সংকোচন; 2 কোঁচানো; ধুতি চাদর ইত্যাদির প্রান্ত কোঁচানো (চুনট করা ধুতি)। বিণ. কোঁচকানো, কুঞ্চিত। [হি. চুনটি]। 84)
ছুঁচা, ছুঁচো
(p. 304) chun̐cā, chun̐cō বি. 1 ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ, গন্ধমূষিক; 2 (আল.) স্বভাবে নীচ, নোংরা বা ঘৃণ্য লোক। [সং. ছুছুন্দরী]। ̃ বাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ। ছুঁচোর কেত্তন ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ। ছুঁচো মেরে হাত গন্ধ করা ক্রি. বি. নীচ বা হীন ব্যক্তিকে শাস্তি দিয়ে লাভের বদলে বদনাম কুড়ানো। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন - কোঁচা দ্র। 92)
দুমড়ানো, দোমড়ানো
(p. 411) dumaḍ়ānō, dōmaḍ়ānō ক্রি. 1 মোচড়ানো; 2 বাঁকানো (শরীর দুমড়ানো); 3 কোঁচকানো (কাগজটাকে এভাবে দুমড়াল কে?)। বি. বিণ. উক্ত সব অর্থে। [দেশি]। 35)
নিপাট
(p. 461) nipāṭa বিণ. ভাঁজহীন, কোঁচকায়নি এমন (নিপাট জামাকাপড়)। বিণ-বিণ. নিছক, নিতান্ত, একেবারে (নিপাট ভালোমানুষ)। [বাং. নি + পাট (ভাঁজ)]। 47)
পত্তন
(p. 488) pattana বি. 1 নগর, পট্টন; 2 (বাং.) ভিত্তি; নির্মাণ; 3 প্রতিষ্ঠা (বাজার পত্তন, গোড়াপত্তন); 4 সন্নিবেশ (ভিত পত্তন); 5 সূত্রপাত, আরম্ভ (নবযুগের পত্তন); 6 দৈর্ঘ্য; 7 বহর (কোঁচার পত্তন); 8 জমিদারের কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত ভূমিস্বত্ব (পত্তন পাওয়া)। [সং. √ পত্ + তন]। 18)
ফুল2
(p. 567) phula2 বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ̃ কচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ̃ কপি দ্র কপি। ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ̃ কারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ̃ কোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ̃ খড়ি দ্র খড়ি। ̃ ঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। ̃ ঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়। ̃ টুসকি, ̃ টুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে। ̃ ডোর বি. ফুলের মালা। ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা। ̃ দানি, ̃ দান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ। ̃ দার বিণ. ফুলের নকশাযুক্ত। ̃ দোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা। ̃ ধনু, ̃ বাণ, ̃ শর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প। ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া। ̃ বাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা। ̃ বাবু বি. অত্যন্ত শৌখিন লোক। ̃ মালা বি. ফুল দিয়ে তৈরি মালা। ̃ শয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুলছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান। ̃ শেজ বি. ফুলশয্যা ('সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ̃ সজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ। ̃ সাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা। ̃ হার বি. ফুলের মালা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া। 20)
বলাক
(p. 580) balāka বি. ছোটো বকবিশেষ; কোঁচবক। [সং. √ বল্ + আক]। বলাকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-বক, বকাঙ্গনা; 2 বকের সারি বা শ্রেণি। 173)
বসন
(p. 580) basana বি. 1 বস্ত্র; 2 পরার কাপড় (বসনাঞ্চল); 3 আচ্ছাদন। [সং. √ বস্ + অন]। ̃ প্রান্ত বি. কাপড়ের খুঁট বা কোঁচড়। ̃ ভূষণ বি. পরিধেয় কাপড় এবং অলংকার। বসনাঞ্চল বি. কাপড়ের খুঁট বা কোল আঁচল। 214)
ভেড়া2
(p. 670) bhēḍ়ā2 বি. তৃণভোজী রোমন্হনকারী ও গায়ে পুরু কোঁচকানো লোমযুক্ত স্তন্যপায়ী প্রাণীবিশেষ, মেষ। [সং. ভেড়, ভেড়ক]। ̃ .কান্ত বি. 1 আস্ত বোকা, বোকার সেরা; 2 অতি নিরীহ ও অতিবোকা লোক। ভেড়ি বি. (স্ত্রী.)-ভেড়া। ভেড়ুয়া, ভেড়ো বিণ. বি. 1 ভেড়ার তুল্য কাপুরুষ; 2 স্ত্রৈণ। ভেড়ে বি. বিণ. অপদার্থ বা বোকা লোক; কাপুরুষ; স্ত্রৈণ। 30)
ভ্রু, ভ্রূ
(p. 674) bhru, bhrū বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু। [সং √ ভ্রম্ + উ + ঊ]। ̃ কুঞ্চন, ̃ কুটি, ̃ ভঙ্গ, ̃ ভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো। ̃ ক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)। ̃ বিলাস, ̃ বিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি। ̃ মধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা। ̃ লতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু। ̃ সংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা। 6)
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
মালকোঁচা
(p. 700) mālakōn̐cā দ্র. মাল3। 60)
মাল৩
(p. 700) māla3 বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]। ̃. কোঁচা বি. মল্লের মতো কোঁচাকে টেনে পিছনে গোঁজা। ̃. শাট, ̃.সাট বি. 1 মালকোঁচা; আস্ফালন, বাহ্বস্ফোট। 55)
লুঙ্গি, লুঙি
(p. 760) luṅgi, luṅi বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাইকরা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]। 70)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185657
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785747
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026898
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901146
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848134
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708615
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us