Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গহনা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অলং-কার, (বর্জি.) অলঙ্কার
(p. 62) ala-ṅkāra, (barji.) alaṅkāra বি. 1 গয়না, গহনা, ভূষণ; 2 প্রসাধন, সজ্জা; শোভা; 3 গৌরব (বিদ্বান দেশের অলংকার); 4 ভাষার সৌন্দর্য বা উত্কর্ষ বাড়ায় এমন গুণাবলি: যেমন উপমা, রূপক, অনুগ্রাস ইত্যাদি। [সং. অলম্ + √ কৃ + অ]। ̃ শাস্ত্র বি. কাব্যের অলংকারবিষয়ক তত্ত্ব। অলং-করণ, অলং-কৃতি বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ। 34)
আকলন
(p. 81) ākalana বি. 1 গ্রহন; সংগ্রহ; 2 গহনা, হিসাব করা, 3 পরিধান; 4 আকাঙ্ক্ষা; 5 আকর্ষণ। [সং. আ + √ কলি + অন]। 5)
কাস-কেট
(p. 188) kāsa-kēṭa বি. গহনা বা তদ্রূপ মূল্যবান বস্তু রাখার জন্য ব্যবহৃত ছোট বাক্স। [ইং. casket]। 38)
কিঙ্কিণি, কিঙ্কিণী
(p. 188) kiṅkiṇi, kiṅkiṇī বি. 1 ক্ষুদ্র ঘণ্টাযুক্ত কটিভূষণবিশেষ; 2 ঘুঙুর বা পায়ের ওইরকম গহনাবিশেষ। [সং. কিম্ + √ কিণ্ + ই, ঈ (স্ত্রী.)]। 62)
গহন
(p. 244) gahana বিণ. 1 নিবিড়, গভীর (গহন অরণ্য); 2 দুর্গম ('গহনকুসুম কুঞ্জ মাঝে': রবীন্দ্র) ; 3 দুর্বোধ, দুরূহ। বি. দুর্গম স্হান (মনের গহনে)। [সং. √গহ্ + অন]। 20)
গহনা
(p. 244) gahanā বি. অলংকার। [তু. হি. গহ্না সং. গ্রহণ]। ̃ গাটি, ̃ পত্র বি. নানাবিধ অলংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী। 21)
গহনার নৌকা, গয়নার নৌকো
(p. 244) gahanāra naukā, gaẏanāra naukō বি. বহু যাত্রী নিয়ে চলাচলকারী বড় নৌকাবিশেষ। [দেশি]। 22)
গয়না, গয়নার নৌকা
(p. 241) gaẏanā, gaẏanāra naukā যথাক্রমে গহনা ও গহনার নৌকা -র চলতি রূপ।
চন্দ্রাবলী
(p. 278) candrābalī বি. 1 শ্রীরাধার প্রিয় সখী ('শ্রীরাধিকা চন্দ্রাবলী, কারে থুয়ে কারে বলি'); 2 কানের গহনাবিশেষ; 3 রাধিকা; 4 চন্দ্রকিরণ। 19)
চুড়ি
(p. 290) cuḍ়i বি. সরু বালার মতো গহনাবিশেষ। [হি. চুড়ী; তু. সং. চূড়া]। ̃ দার বিণ. 1 আগা কোঁচকানো বা সরু (চুড়িদার পাঞ্জাবি); 2 চুনট-করা। বি. মেয়েদের পরিধেয় পায়জামাবিশেষ, যার পায়ের দিক সরু ও আঁটসাট। 80)
জড়োয়া
(p. 312) jaḍ়ōẏā বি. হীরা-মণি-মুক্তাখচিত গহনা। বিণ. হীরা-মণি-মুক্তাখচিত (জড়োয়া গয়না)। [হি. জড়াবট, জড়াউ]। 38)
জশম
(p. 312) jaśama বি. (সচ.) লম্বা সোনার মাদুলির সঙ্গে পরিধেয় হাতের গহনাবিশেষ। [ফা. জউশন্]। 179)
জুয়েলার
(p. 327) juẏēlāra বি. স্বর্ণকার; মণিকার। [ইং. jeweller]। জুয়েলারি বি. সোনারূপার গহনার দোকান। 47)
ঝাঁপটা
(p. 336) jhām̐paṭā বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপা। [বাং. ঝাঁপ 1 + টা]। 15)
ঝাঁপা1
(p. 336) jhām̐pā1 বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপটা। [বাং. ঝাঁপ1 + আ]। 17)
ঝুমকা, (কথ্য) ঝুমকো
(p. 339) jhumakā, (kathya) jhumakō বি. 1 গোল থোলোর মতো ফুলবিশেষ বা তার লতা; 2 ঝুমকো ফুলের মতো আকারবিশিষ্ট মেয়েদের কানের গহনাবিশেষ। [হি. ঝুমকা]। 7)
টিকলি
(p. 343) ṭikali বি. 1 ছোট গোলাকার খণ্ড বা টুকরো (আখের টিকলি); 2 স্ত্রীলোকদের কপালের গহনাবিশেষ। [হি. টিক্লী]। 48)
টোপ1
(p. 348) ṭōpa1 বি. 1 স্তূপের মতো উন্নতগঠন বস্তু. গদি আঁটবার বোতাম বা কাপড়ের গুটি, গহনাদির উপর তোলা গুটির মতো নকশা (টোপ তোলা); 2 তরল পদার্থের ফোঁটা বা বিন্দু। [সং. স্তূপ]। 8)
দুল
(p. 416) dula বি. স্ত্রীলোকের কানের গহনাবিশেষ, ছোট ঝুলন্ত কর্ণভূষণবিশেষ। [বাং. দুল্ ( সং. দুল্) + অ]। 12)
ধুক-ধুকি
(p. 433) dhuka-dhuki বি. 1 ধুকধুকানি; 2 গলার হারের সঙ্গে সংলগ্ন হয়ে বুকের উপর ঝোলে এমন গহনাবিশেষ, হারের মধ্যমণি বা লকেট। [দেশি]। 112)
নথ
(p. 444) natha বি. নাকের এক পাশে পরবার গহনাবিশেষ। [হি. নথ]। 51)
পাশা1
(p. 518) pāśā1 বি. 1 অক্ষ; 2 অক্ষক্রীড়া; 3 কানের গহনাবিশেষ (কানপাশা)। [সং. পাশক]। 26)
পুষ্প
(p. 526) puṣpa বি. 1 ফুল, কুসুম (পুষ্পমালা); 2 স্ত্রীরজ; 3 চোখের রোগবিশেষ। [সং. √ পুষ্প্ + অ]। ̃ ক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ। ̃ কেতন, ̃ কেতু, ̃ ধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প। ̃ চাপ, ̃ ধনু (-নুস্) বি. 1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক; 2 কামদেব। ̃ জ বি. ফুলের রস বা সার; ফুলের মধু। ̃ জীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার। ̃ দ্রব বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ ধনু - পুষ্পাচাপ -এর অনুরূপ। ̃ ধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব। ̃ নির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু। ̃ পাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা। ̃ বতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী। ̃ বাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির। ̃ বৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ। ̃ ভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা। ̃ মধু বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ মাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু। ̃ রজ, ̃ রেণু বি. ফুলের রেণু বা পরাগ। ̃ রথ বি. পুষ্পক। ̃ রস বি. ফুলের মধু। ̃ রাগ, ̃ রাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি। ̃ শর বি. পুষ্পবাণ। ̃ সার বি. ফুলের রস। ̃ স্তবক বি. ফুলের তোড়া। পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার। পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল। পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি। পুষ্পাভরণ বি. ফুলের গহনা। পুষ্পাসব বি. ফুলের মধু। পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি। পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা। পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত। পুষ্পিতা বিণ. (স্ত্রী.) 1 কুসুমিতা (পুষ্পিতা লতা); 2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)। পুষ্পোদ্যান বি. ফুলের বাগান। 87)
বউলি, বৌলি
(p. 572) buli, bauli বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]। 12)
বাঘ
(p. 591) bāgha বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger. [সং. ব্যাঘ্র]। স্ত্রী. বাঘিনি। ̃ ছড়া, ̃ ছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম। ̃ নখ বি. 1 বাঘের নখ; 2 গলার গহনাবিশেষ; 3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ; 4 গন্ধদ্রব্যবিশেষ। ̃ বন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ। বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা। বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর ও অসুবিধাজনক। বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান। বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ। বাঘের মাসি বি. বিড়াল। 76)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614790
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227943
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839912
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098975
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916375
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856864
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719488
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us