Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গহনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গহনা এর বাংলা অর্থ হলো -

(p. 244) gahanā বি. অলংকার।
[তু. হি. গহ্না সং. গ্রহণ]।
গাটি,পত্র
বি. নানাবিধ অলংকারঅন্যান্য মূল্যবান সামগ্রী।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গালিত
(p. 246) gālita বিণ. 1 গালানো হয়েছে এমন (গালিত সোনা); 2 ছাঁকা বা চোয়ানো হয়েছে এমন। [সং. √গল্ + ণিচ্ + ত]। 103)
গাঁতা
(p. 246) gān̐tā বি. গ্রামের কোনো নিঃস্ব বা বিপন্ন কৃষকের কাজ অন্য কৃষকদের দ্বারা দলবদ্ধভাবে ও বিনা পারিশ্রমিকে করার রীতি [গাঁতি1 দ্র]। 9)
গুঞ্জিত
(p. 250) guñjita বিণ. গুঞ্জনপূর্ণ; ঝংকৃত। বি. গুঞ্জন। [সং. √গুঞ্জ্ + ত]। 51)
গতানু-গতিক
গালা1
(p. 246) gālā1 বি. লাক্ষা, লা, জতু। [দেশি]। 97)
গরমা
(p. 242) garamā ক্রি. 1 গরম হওয়া; 2 গর্বিত বা ক্রুদ্ধ হওয়া। [গরম দ্র]। ̃ নো ক্রি. গরম বা ক্রুদ্ধ হওয়া। বি. উক্ত অর্থে। 22)
গুজরি, গুজরি-পঞ্চম
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকাবৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণবলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গণ্ডার
গত্
(p. 239) gat বি. 1 যন্ত্রসংগীতের বোল (গত্ বাজাচ্ছে); 2 গানের সুর ; 3 গতি, ধারা, নিয়ম (বাঁধা গত্)। [সং. গতি? হি. গত্]। বাঁধা গত্ বি. গতানুগতিক ধারা। 5)
গুঁড়া, গুঁড়ো
(p. 250) gun̐ḍ়ā, gun̐ḍ়ō বি. চূর্ণ, রেণু (লঙ্কার গুঁড়ো)। বিণ. চূর্ণীকৃত, গুঁড়ানো (গুঁড়ো মশলা)। ক্রি. চূর্ণ করা (হাড় গুঁড়িয়ে দেব)। [সং. √গুণ্ড্ (চূর্ণকরণ)]। ̃ নো ক্রি. চূর্ণ করা। বি. চূর্ণন। বিণ. চূর্ণিত। 26)
গোবিন্দ
(p. 256) gōbinda বি. 1 বিষ্ণু, শ্রীকৃষ্ণ; 2 গোরু সম্বন্ধে যে জানে; 3 বেদজ্ঞ। [সং. গো + √বিদ্ + অ (ন্ আগম)]। 114)
গর্জক
(p. 243) garjaka বিণ. গর্জনকারী। [সং. √গর্জ্ + অক]। 6)
গবেষণা, গবেষণ
(p. 241) gabēṣaṇā, gabēṣaṇa বি. তত্ত্বানুসন্ধান, research. [সং. √গবেষ্ (অন্বেষণ করা) + অন + আ]। গবেষক বিণ. বি. গবেষণাকারী। গবেষিত বিণ. গবেষণা করা হয়েছে এমন। গবেষণাগার বি. যেখানে গবেষণা করা হয়, laboratory. গবেষণা-লব্ধ বিণ. গবেষণা করে জানা গেছে এমন (গবেষণালব্ধ জ্ঞান)। 14)
গরল
(p. 242) garala বি. 1 বিষ; 2 সাপের বিষ; 3 (আঞ্চ.) বিষাক্ত ঘা। [সং. গর + ল (স্বার্থে)]। 26)
গুঁজা, গোঁজা
(p. 250) gun̐jā, gōn̐jā ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্হাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ̃ মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া। 24)
গাজন
(p. 246) gājana বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]। অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়। 25)
গৃহাশ্রম
গব-চন্দ্র
(p. 241) gaba-candra বি. বিণ. নিরেট বোকা; গোরুর মতো বোধশক্তিহীন (কী হবে তোমার মতো গবচন্দ্রকে দিয়ে?)। [গবা দ্র]। 6)
গ্রন্হী
(p. 261) granhī (স্হিন্) বি. 1 বহু গ্রন্হের মালিক; 2 বহু গ্রন্হের পাঠক; 3 বহু গ্রন্হের রচয়িতা। [সং. গ্রন্হ + ইন্]। 49)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577804
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185534
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785623
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026581
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901102
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us