Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গোছার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগোছালো
(p. 7) agōchālō বিণ. বিশৃঙ্খল, বেহিসাবি (অগোছালো সংসার, অগোছালো স্বভাব)। [বাং. অ+গোছালো়]। 4)
অনিয়ন্ত্রিত
(p. 25) aniẏantrita বিণ. নিয়ন্ত্রিত বা সংযত করা হয়নি এমন, অনিরূপিত; অগোছালো, উচ্ছৃঙ্খল। [সং. ন + নিয়ন্ত্রিত]। 43)
অপরি-পাটি
(p. 34) apari-pāṭi বিণ. সাজানো-গোছানো নয় এমন, আগোছালো। [সং. ন + পরিপাটি]। 145)
অবিন্যস্ত
(p. 48) abinyasta বিণ. বিন্যস্ত বা সাজানো নয় এমন, অগোছালো, এলোমেলো (অবিন্যস্ত চুল, অবিন্যস্ত ঘর)। [সং. ন + বিন্যস্ত]। বি. ̃ তা, অবিন্যাস।
অলক্ষ্মী
(p. 64) alakṣmī বি. 1 দুর্ভাগ্যের দুষ্ট লক্ষ্মী দেবী, যে দেবী দুর্ভাগ্যের অধিষ্ঠাত্রী; 2 দুর্ভাগ্যের জন্য দায়ী নারী; 3 গৃহকর্মে অনিপুণা ও স্বভাবে অগোছালো স্ত্রীলোক। [সং. ন + লক্ষ্মী]। অলক্ষ্মীতে পাওয়া ক্রমাগত দুর্দশাগ্রস্ত হওয়া (গোটা পরিবারটাকেই যেন অলক্ষ্মীতে পেয়েছে)। অলক্ষ্মীর দশা বি. শ্রীহীনতা; দারিদ্র। অলক্ষ্মীর দৃষ্টি বি. অভাব-অনটন, দারিদ্র; দুর্ভাগ্য। 3)
অলবড্ডে, অলবড্যে
(p. 64) alabaḍḍē, alabaḍyē বিণ. 1 অগোছালো, শৃঙ্খলাহীন; 2 নিটপিটে; 3 বুদ্ধিহীন, হাবাগোবা। [দেশি]। 13)
অসৌষ্ঠব
(p. 73) asauṣṭhaba বি. পারিপাট্যের অভাব, গঠনগত সৌন্দর্যের অভাব; শ্রীহীনতা; অগোছালো ভাব। [সং. ন + সৌষ্ঠব]। 2)
আঁটি1, আটি
(p. 79) ān̐ṭi1, āṭi বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)। [দেশি]। বোঝার উপর শাকের আঁটি প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়। আঁটিসাঁটি দ্র আঁট। 19)
আঁবাধা
(p. 99) ām̐bādhā বিণ. 1 বাঁধা নয় এমন, আবদ্ধ (আবাঁধা চুল); 2 বাঁধানো নয় এমন (আবাঁধা ঘাট); 3 আগোছালো (আবাঁধা সংসার)। [সং. আ + বাঁধা]। 2)
আক-কুটে, আক-খুটে
(p. 80) āka-kuṭē, āka-khuṭē বিণ. 1 জিনিসপত্র সম্পর্কে যত্নহীন; অগোছালো; 2 উড়নচণ্ডী; অমিতব্যয়ী। [দেশি]। 19)
আছ়ড়া
(p. 85) āch়ḍ়ā বি. 1 ছ়ড়া, পশলা, ছিটে বা ছিটা (এক আছড়া জল, জলের আছড়া); 2 গোছা। [তু. বাং. ছড়া1; সং. ছটা] 19)
এলো2
(p. 149) ēlō2 বিণ. এলানো; আলুলায়িত (এলো চুল); শিথিল (এলো খোঁপা); অসংযত, অসম্বন্ধ, এলোমেলো (এলো কথা); অবাধ, বিশৃঙ্খল (এলো বাতাস)। [সং. আকুল]। ̃ পাথাড়ি, ̃ ধাবাড়ি বিণ. ক্রি-বিণ. এলোমেলো, বিশৃঙ্খল; ক্রমাগত (এলোপাথাড়ি ছোটা)। ̃ মেলো বিণ. অগোছালো, অসম্বদ্ধ। 22)
কিতা, কেতা
(p. 190) kitā, kētā বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ̃ দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। 6)
কেশ
(p. 207) kēśa বি. চুল। [সং. কে (মস্তকে) + √ শী + অ]। ̃ কর্ম (-র্মন্) বি. চুল বাঁধা; কবরী রচনা। ̃ কলাপ, ̃ গুচ্ছ, ̃ দাম, ̃ পাশ বি. চুলের গোছা। ̃ কীট বি. চুলের পোকা, উকুন। ̃ গ্রহণ বি. চুল ধরা। ̃ ঘ্ন বি. টাক। ̃ তৈল বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল। ̃ প্রসাধন বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন। ̃. বতী বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর। ̃. বিন্যাস বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার। ̃. মুণ্ডন বি. মাথা মুড়িয়ে ফেলা, নেড়া হওয়া। 24)
গুচ্ছ
(p. 250) guccha বি. গোছা, থোলো; আঁটি, স্তবক (গোলাপগুচ্ছ, কেশগুচ্ছ)। [সং. √গু + ছ]। 34)
গুছা, গোছা
(p. 250) guchā, gōchā ক্রি. 1 সাজানো, সুবিন্যস্ত করা (জিনিসপত্র গোছাও, সব কথা গুছিয়ে বলা যাবে না); 2 সংস্হান করা, সংগ্রহ করা, ব্যবস্হা করা (ঘর গুছিয়ে নিয়েছে); 3 হাসিল করা (কাজ গুছিয়ে নিয়েছে)। ̃ নো ক্রি. গুছা, গোছা। বি. উক্ত অর্থে। বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত। ̃ নে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত। 36)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গোছা1
(p. 256) gōchā1 বি. 1 গুচ্ছ (এক গোছা চুল, চাবির গোছা); 2 থোকা, থোলো, তাড়া (গোছা গোছা কাগজ); 3 পায়ের গোছ। [বাং. গোছ + আ (স্বার্থে)]। 64)
গোছা2, গোছানো
(p. 256) gōchā2, gōchānō যথাক্রমে গুছা ও গুছানো -র চলিত রূপ। 65)
গোছালো
(p. 256) gōchālō বিণ. 1 সুবিন্যস্ত, সুশৃঙ্খলভাবে স্হাপিত (গোছালো সংসার); 2 শৃঙ্খলার সঙ্গে বা পরিপাটিভাবে কাজ করে এমন (গোছালো স্বভাবের মানুষ)। [বাং. গোছ + আলো (যুক্তার্থে)]। 66)
চিকুর
(p. 288) cikura বি. 1 কেশ, চুল ('বাঁধিতেছিল বা দীর্ঘ চিকুর': রবীন্দ্র); 2 বিদ্যুত্। বিণ. চপল, চঞ্চল, অস্হির। [সং. চি + √কুর্ + অ]। ̃ জাল বি. কেশগুচ্ছ, কেশদাম, চুলের গোছা। 3)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
জুলপি, জুলফি
(p. 327) julapi, julaphi বি. 1 কানের পাশে নেমে আসা চুলের গোছা; 2 কানের পাশ থেকে গালের কিছুদূর পর্যন্ত রাখা দাড়ি। [হি. জুল্ফী ফা. জুল্ফ্]। 50)
ঝাঁকড়া
(p. 334) jhān̐kaḍ়ā বিণ. রুক্ষ ও উসকোখুসকো; লম্বা গোছা গোছা (ঝাঁকড়া চুল)। [বাং. ঝাঁক + ড়া]। 55)
ঝুঁট, ঝুঁটি
(p. 338) jhun̐ṭa, jhun̐ṭi বি. 1 চূড়া-বাঁধা চুল; 2 খোঁপা; 3 টিকি বা টিকির গোছা; 4 ঝোটন, চুল লোম বা পালকের মোটা গুচ্ছ ('কাকাতুয়ার মাথায় ঝুঁটি'); 5 মাংসপিণ্ড (ষাঁড়ের ঝুঁটি)। [সং. জুটিকা]। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577682
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185364
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026266
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901057
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708550
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620040

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us