Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গ্রামের) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তে-বাসী
(p. 34) antē-bāsī (-সিন্) বি. 1 গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; 2 গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন। [সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]। 33)
অভদ্রা
(p. 50) abhadrā বি. (আঞ্চ) বাধা, বিঘ্ন; অশুভ ব্যাপার (গ্রামে যেন অভদ্রা লেগেছে)। [দেশি]। 52)
উদ্বর্তন1
(p. 128) udbartana1 বি. 1 উন্নতি; 2 জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা, survival (যোগ্যতমের উদ্বর্তন); 3 সর্বাঙ্গীণ উন্নতি বা প্রসার, development. [সং. উত্ + √ বৃত্ + অন]। 11)
ঋ2
(p. 141) ṛ2 স্বরগ্রামের দ্বিতীয় স্বর ঋষভ এর সংক্ষিপ্ত রূপ। 3)
ঋষভ
(p. 141) ṛṣabha বি. 1 ষাঁড়; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ জন (পুরুষর্ষভ); 3 পৌরাণিক পর্বতবিশেষ; 4 সংগীতে স্বরগ্রামের দ্বিতীয় স্বর বা রে। [সং. √ ঋষ্ + অভ]। 17)
কপোতাক্ষ
(p. 163) kapōtākṣa বি. যশোর জেলার নদীবিশেষ, যার তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম হয়েছিল। [সং. কপোত (সদৃশ) + অক্ষি (যার)]। 25)
কমরেড
(p. 164) kamarēḍa বি. 1 বন্ধু; সহযোগী; 2 আন্দোলনের বা সংগ্রামের সাথি। [স্পে. comrada ইং. comrade]। 45)
কসবা
(p. 174) kasabā বি. 1 গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে ছোট বসতি; সমৃদ্ধ গ্রাম; 2 গণ্ডগ্রাম। [আ. কস্বাহ্]। 8)
কেষ্ট
(p. 207) kēṣṭa বি. অনাদরে, ব্যঙ্গে, আঞ্চ. এবং ব্যক্তিনামে) কৃষ্ণ। সং. কৃষ্ণ] ̃. বিষ্টু বিণ. গণ্যমান্য ব্যক্তি; হোমরাচোমরা লোক (আমাদের গ্রামে প্রায়ই কেষ্টবিষ্টুরা আসেন)। 34)
খরজ
(p. 224) kharaja বি. সংগীতের স্বরগ্রামের প্রথম সুর, ষ়ড়্জ; সা। [সং. ষড়্জ]। 15)
গণ-নাট্য
(p. 236) gaṇa-nāṭya বি. জনগণের বা সাধারণ মানুষের দুঃখ বেদনা ও সংগ্রামের কথাই যে নাটকে বলা হয়। [সং. গণ + নাট্য]। 48)
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গা2
(p. 245) gā2 বি. (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় সুর গান্ধারের সংক্ষিপ্ত রূপ বা সংকেত। 3)
গাঁ
(p. 245) gā বি. গ্রাম (গাঁয়ের লোক)। [সং. গ্রাম]। গাঁয়ে মানে না আপনি মোড়ল গ্রামের লোকেরা না মানলেও নিজেই নিজেকে গ্রামের কর্তা বলে জাহির করা; মূর্খ ও অযোগ্য ব্যক্তির হাস্যকর আত্মশ্লাঘা এবং উপর-পড়া হয়ে কর্তৃত্ব করা। 13)
গাঁতা
(p. 246) gān̐tā বি. গ্রামের কোনো নিঃস্ব বা বিপন্ন কৃষকের কাজ অন্য কৃষকদের দ্বারা দলবদ্ধভাবে ও বিনা পারিশ্রমিকে করার রীতি [গাঁতি1 দ্র]। 9)
গান্ধার
(p. 246) gāndhāra বি. 1 কান্দাহারের প্রাচীন নাম; 2 (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় স্বর, গা ; 3 সংগীতের রাগবিশেষ। বিণ. গান্ধারদেশীয়; গান্ধারদেশবাসী। গান্ধারী বি. (স্ত্রী.) গান্ধার রাজকন্যা, দুর্যোধনের জননী। 57)
গ্রাম1
(p. 261) grāma1 বি. ওজনের মাপবিশেষ, কিঞ্চিদধিক 7 1/2 রতি, এক কিলোগ্রামের এক হাজার ভাগের এক ভাগ, 1/1 কিলোগ্রাম। [ইং. gram(me), কিলো দ্র]। 62)
গ্রাম2
(p. 261) grāma2 বি. 1 পল্লি, পাড়াগাঁ; 2 ক্ষুদ্র জনবসতি; 3 সমূহ (গুণগ্রাম) ; 4 (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। ̃ জ বিণ. গ্রামে জাত বা উত্পন্ন (গ্রামজ সম্পদ)। ̃ ণী গ্রামের মণ্ডল বা নেতা। ̃ ধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। ̃ বাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। ̃ ভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। ̃ মৃগ বি. কুকুর। ̃ সম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্হাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)। গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা। গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)। গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক। গ্রামী (-মিন্) বিণ. 1 গ্রামের কর্তা ; 2 গ্রামবাসী; 3 গ্রাম্য; 4 গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত। গ্রামীণ বিণ. 1 গ্রামে উত্পন্ন; 2 গ্রাম্য; 3 গ্রামস্হ (গ্রামীণ শিল্প)। 63)
গ্রাম্য
(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)। [সং. গ্রাম + য]। ̃ তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা। ̃ ধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ। ̃ মৃগ বি. কুকুর। 65)
চক2
(p. 274) caka2 বি. 1 চতুষ্কোণ ক্ষেত্র, চৌকোনা ভূমি; 2 নগর বা গ্রামের কেন্দ্রস্হিত ভূমিখণ্ড বা ময়দান (মোল্লার চক); 3 চতুষ্কোণ উঠান ঘিরে অট্টালিকাশ্রেণি (চকমিলানো বাড়ি); 4 চতুষ্কোণাকৃতি বাজার (চাঁদনি চক); 5 জমিদারির অংশবিশেষ, তালুক বা তহসিল। [ সং. চতুষ্ক-তু. বাং. চৌক]। ̃ বন্দি বি. 1 জমির বা গ্রামের সীমা নির্ধারণ; 2 জমির ভাগ, লাট, তৌজি। বিণ. 1 চতুঃসীমাযুক্ত; চতুঃসীমা নির্ধারিত হয়েছে এমন (চকবন্দি জমি); 2 চকমিলানো। ̃ মিলানো বিণ. চতুষ্কোণ উঠানকে ঘিরে অট্টালিকাশ্রেণি উঠেছে এমন। 7)
চক্কর
(p. 274) cakkara বি. 1 চাকা, চক্র; 2 আবর্ত; 3 চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর); 4 দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর); 5 ঘুরপাক, ভ্রমণ (মাঠে একটা চক্কর দিয়ে আসি); 6 ঘূর্ণন (মাথাটা চক্কর দিয়ে উঠল); 7 কয়েকটি গ্রামের সমষ্টি। [সং. চক্র]। 17)
চট্টল, চট্টলা
(p. 276) caṭṭala, caṭṭalā বি. চট্টগ্রামের প্রাচীন নাম। 3)
চৌধুরি, চৌধুরী
(p. 299) caudhuri, caudhurī বি. 1 সামন্ত নেতা; 2 নগর বা গঞ্জের প্রধান ব্যবসায়ী; 3 গ্রামের প্রধান বা মোড়ল; 4 কুলিসর্দার; 5 পদবি বা উপাধিবিশেষ। [সং. চতুর্ধুরীণ]। বি. (স্ত্রী.) চৌধুরানি। 14)
ঝুমুর
(p. 339) jhumura বি. নৃত্যসংবলিত শৃঙ্গাররসাত্মক সংগীতবিশেষ (গ্রামে একটা ঝুমুরের দল এসেছে)। [সং. ঝুমরি]। ঝুমুর ঝুমুর বি. নূপুর ঘুঙুর ইত্যাদির মৃদুমধুর ধ্বনি। 11)
টিম-টিম
(p. 343) ṭima-ṭima বি. মিটমিট করার ভাব (আলোটা টিমটিম করছে)। [ধ্বন্যা. তু. হি. টিমটিমানা]। টিমটিম করা ক্রি. বি. 1 ক্ষীণভাবে জ্বলা; 2 অতিকষ্টে বা কোনোরকমে অস্তিত্ব বজায় রাখা (সারা গ্রামে একটা পাঠশালা টিমটিম করছে)। টিম-টিমে বিণ. টিমটিম করে এমন; ক্ষীণ, অনুজ্জ্বল। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856849
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us