Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘ্রাতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঘ্রাত
(p. 8) aghrāta বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন, অনাঘ্রাত। [সং. ন+ঘ্রাত]। 24)
অঘ্রান,
(p. 8) aghrāna, (বর্জি.) অঘ্রাণ-অগ্রহায়ণ -এর কথ্য রূপ। 25)
অনাঘ্রাত
(p. 24) anāghrāta বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন; যার সুঘ্রাণ ভোগ করা হয়নি (অনাঘ্রাত পুষ্প)। [সং. ন+আঘ্রাত]। স্ত্রী. অনাঘ্রাতা। 7)
আঘ্রাণ
(p. 82) āghrāṇa বি. 1 গন্ধ গ্রহণ, গন্ধ নেওয়া বা শোঁকা; 2 গন্ধ (আমের আঘ্রাণ)। [সং. আ + √ ঘ্রা + অন]। আঘ্রাত বিণ. শোঁকা হয়েছে এমন। 74)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গন্ধেন্দ্রিয়
(p. 240) gandhēndriẏa বি. ঘ্রাণেন্দ্রিয়, নাক। [সং. গন্ধ + ইন্দ্রিয়]। 23)
ঘ্রাণ
(p. 272) ghrāṇa বি. 1 গন্ধ (ঘ্রাণ নেওয়া); 2 গন্ধগ্রহণ (ঘ্রাণশক্তি); 3 ঘ্রাণেন্দ্রিয়, নাক। [সং. √ঘ্রা + অন]। ̃ জ বিণ. 1 ঘ্রাণেন্দ্রিয় বা নাক থেকে উত্পন্ন; 2 আঘ্রাণের বা গন্ধগ্রহণের ফলে উত্পন্ন। ̃ তর্পণ বি. 1 ঘ্রাণেন্দ্রিয়ের তৃপ্তিসাধন; 2 অতিশয় সুগন্ধ। ̃ শক্তি বি. গন্ধ উপলব্ধি করার ক্ষমতা, গন্ধ গ্রহণের ক্ষমতা। ঘ্রাণেন্দ্রিয় বি. নাক। 32)
ঘ্রাত
(p. 272) ghrāta বিণ. ঘ্রাণ নেওয়া হয়েছে এমন, (গন্ধ) শোঁকা হয়েছে এমন। [তু. বিপ. অনাঘ্রাত)। [সং. √ঘ্রা + ত]। ঘ্রাতব্য বিণ. শোঁকবার যোগ্য। ঘ্রাতা (-তৃ) বি. বিণ. ঘ্রাণগ্রহণকারী, যে শোঁকে। 33)
ঘ্রেয়
(p. 272) ghrēẏa বিণ. শোঁকবার বা ঘ্রাণ নেবার যোগ্য। [সং. √ঘ্রা + য]। 34)
ছোঁক-ছোঁক
(p. 304) chōn̐ka-chōn̐ka অব্য. বি. 1 ঘ্রাণ নেওয়ার সময় নাকের শব্দ; 2 লোভসূচক চাঞ্চল্য (খাওয়ার জন্যে ছোঁকছোঁক করে)। [ধ্বন্যা.]। 147)
নাক2
(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণ ও শ্বাস নেওয়া হয়। [সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]। নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। ̃ কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ। ̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ। ̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ। নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা। নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা। নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া। নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো। নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা। নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না। নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা। 27)
বাঘাম্বর
(p. 591) bāghāmbara বি. বাঘছালের বস্ত্র। [সং. ব্যাঘ্রাম্বর]। 79)
শুঁকা, শোঁকা
(p. 781) śun̐kā, śōn̐kā ক্রি. ঘ্রাণ নেওয়া, গন্ধ নেওয়া (গন্ধ শুঁকছে)। বি. উক্ত অর্থে। [সং. √ শিঙঘ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. ঘ্রাণ বা গন্ধ নেওয়ানো। বিণ. উক্ত অর্থে। 9)
সমা-ঘ্রাত
(p. 808) samā-ghrāta বিণ. বিশেষভাবে ঘ্রাণ নেওয়া হয়েছে এমন (সমাঘ্রাত পুষ্প)। [সং. সম্ + আঘ্রাত]। 86)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577804
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185532
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785623
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026581
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901102
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us