Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘ্রাণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘ্রাণ এর বাংলা অর্থ হলো -

(p. 272) ghrāṇa বি. 1 গন্ধ (ঘ্রাণ নেওয়া); 2 গন্ধগ্রহণ (ঘ্রাণশক্তি); 3 ঘ্রাণেন্দ্রিয়, নাক।
[সং. √ঘ্রা + অন]।
জ বিণ. 1 ঘ্রাণেন্দ্রিয় বা নাক থেকে উত্পন্ন; 2 আঘ্রাণের বা গন্ধগ্রহণের ফলে উত্পন্ন।
তর্পণ
বি. 1 ঘ্রাণেন্দ্রিয়ের তৃপ্তিসাধন; 2 অতিশয় সুগন্ধ।
শক্তি
বি. গন্ধ উপলব্ধি করার ক্ষমতা, গন্ধ গ্রহণের ক্ষমতা।
ঘ্রাণেন্দ্রিয় বি. নাক।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
ঘণ্টা-ধ্বনি
ঘরনি
ঘাঁটা1
(p. 266) ghān̐ṭā1 ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ̃ ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ̃ নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। বিণ. উক্ত সব অর্থে। 46)
ঘণ্টা-পথ
(p. 266) ghaṇṭā-patha বি. বড় রাস্তা; রাজপথ। [সং. ঘণ্টা + পথ]। 9)
ঘূর্ঘুর
ঘটনা
(p. 265) ghaṭanā বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ̃ ক্রমে, ̃ চক্রে ক্রি-বিণ. দৈবাত্, ঘটনাগতিকে, accidentally. ̃ চক্র বি. ঘটনাপরম্পরা। ̃ ধীন বিণ. দৈবাধীন। ̃ পূর্ণ, ̃ বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ̃ বলি বি. ঘটনাসমূহ। ̃ স্হল বি. অকুস্হল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে। 9)
ঘূর্ণায়মান মঞ্চ
(p. 270) ghūrṇāẏamāna mañca বি. যে মঞ্চ ঘোরে, revolving stage. [সং. √ঘূর্ণ্ + ণিচ্ + শানচ্ = ঘূর্ণায়মান + মঞ্চ]। 22)
ঘৃতান্ন
(p. 270) ghṛtānna বি. ঘি-ভাত। [সং. ঘৃত + অন্ন]। 30)
ঘড়ি
(p. 265) ghaḍ়i বি. 1 সময়নিরূপক যন্ত্রবিশেষ (ঘড়ি ধরে কাজ করো); 2 ঘণ্টা, আড়াই দণ্ড (দু-ঘড়ি)। [সং. ঘটী]। ঘড়ি-ঘড়ি ক্রি-বিণ. 1 ঘণ্টায় ঘণ্টায়; 2 প্রতি মুহূর্তে; 3 বারংবার। ট্যাঁকঘড়ি, পকেট ঘড়ি বি. যে ঘড়ি ট্যাঁক বা পকেটে রাখা হয়। দেওয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি বি. যে-ঘড়ি দেওয়ালে আটকে রাখা হয়। পেটা ঘড়ি বি. যে ঘড়ি পিটিয়ে বাজাতে হয়-যে ঘড়ি আপনা-আপনি বাজে না। সূর্য ঘড়ি বি. যে ঘড়িতে দিনের বেলা রোদের ছায়া দেখে সময় নিরূপণ করা হয়। হাত-ঘড়ি বি. যে ঘড়ি কব্জিতে বাঁধা হয়।
ঘিচি-ঘিচি
ঘৃত-কুমারী
(p. 270) ghṛta-kumārī বি. ওষধিবিশেষ। [সং. ঘৃত + কুমারী -তু. হি. ঘিউকুআরি]। 26)
ঘৃষ্ট
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্নঅন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হবেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
ঘূর্ণ
(p. 270) ghūrṇa বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি। বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)। [সং. √ঘূর্ণ + অ]। ̃ ন বি. আবর্তন, ক্রমাগত ঘুরন ; 2 ভ্রমণ, পরিভ্রমণ। ̃ বাত, ̃ বায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone. ̃ মান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)। ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool. ঘূর্ণায়-মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)। ঘূর্ণি বি. 1 ঘূর্ণিবায়ু; 2 জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)। ঘূর্ণি-জল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিত বিণ. আবর্তিত। ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ. 1 চোখের তারা ঘুরছে এমনভাবে; 2 অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে। ঘূর্ণি-বাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে। ঘূর্ণি-বৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত। ঘূর্ণ্য-মান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন। 21)
ঘুঁটি
(p. 269) ghun̐ṭi বি. দাবা পাশা প্রভৃতি খেলার গুটিকা। [সং. গুটিকা]। ঘুঁটি চালা ক্রি. বি. দাবা পাশা প্রভৃতি খেলায় দান দেওয়া। 19)
ঘষটা, ঘষড়া
(p. 266) ghaṣaṭā, ghaṣaḍ়ā ক্রি. 1 ঘষে ঘষে টানা; 2 ক্রমাগত ঘষা; 3 হেঁচড়ানো ; 4 রগড়ানো; 5 (আল.) ক্রমাগত আবৃত্তি, অভ্যাস বা চেষ্টা করা। [সং. √ঘৃষ্ + বাং. টা, ড়া]। ̃ নো ক্রি. বি. ঘষটা, ঘষড়া। বিণ. উক্ত সমস্ত অর্থে। ঘষটানি, ঘষড়ানি বি. ঘর্ষণ; হেঁচড়ানি; রগড়ানি। 40)
ঘটক
ঘেঙানি
(p. 270) ghēṅāni বি. একঘেয়ে কাতরোক্তি। [ঘেঙা দ্র]। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614719
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us