Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাক2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাক2 এর বাংলা অর্থ হলো -

(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণশ্বাস নেওয়া হয়।
[সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]।
নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা।
কাটা
বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ।
̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ।
̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ।
নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা।
নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা।
নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া।
নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো।
নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা।
নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা।
নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না।
নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া।
নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্ভেজাল
নাওয়া, নাহা
(p. 451) nāōẏā, nāhā ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ ( সং √স্না) + আ]। ̃ নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। বি. বিণ. উক্ত অর্থে। 24)
নালিতা, (কথ্য) নালতে
(p. 454) nālitā, (kathya) nālatē বি. পাটশাক। [দেশি আঞ্চ.]। 85)
নিষিদ্ধ
(p. 473) niṣiddha বিণ. 1 নিষেধ বা বারণ করা হয়েছে এমন (এ পথে চলাচল করা নিষিদ্ধ); 2 নিবারিত; 3 অন্যায়, বেআইনি। [সং. নি + √ সিধ্ + ত]। 51)
নিশ্চল
(p. 473) niścala বিণ. 1 অচল, স্হির (নিশ্চল সংস্কার, নিশ্চল পর্বত); 2 স্তব্ধ, গতিহীন (গাড়িটা নিশ্চল হয়ে গেল)। [সং. নির্ + √ চল্ + অ]। বি. ̃ তা। নিশ্চলা বিণ. (স্ত্রী.) অচলা, স্হির (নিশ্চলা ভক্তি)। 36)
নরকান্তক
(p. 447) narakāntaka বি. নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ। [সং. নরক + অন্তক]। 66)
নোটিস
(p. 481) nōṭisa বি. বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন। [ইং. notice]। 9)
নির্বান্ধব
ন্যক্কার, ন্যাকার
(p. 481) nyakkāra, nyākāra বি. 1 বমন, বমি; 2 অত্যন্ত ঘৃণা। [সং. ন্যক্ + √ কৃ + অ]। ̃ জনক বিণ. 1 বমন উদ্রেক করে এমন; 2 অত্যন্ত ঘৃণাজনক। 24)
নব্য
(p. 447) nabya বিণ. 1 নতুন, আধুনিক, নবীন (নব্য যুগ, নব্য পন্হা); 2 তরুণ (নব্য যুবক)। [সং. নব + য]। বি. ̃ তা। স্ত্রী. নব্যা। 26)
নির্বপন
(p. 468) nirbapana বি. পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডদান। [সং. নির্ + √ বপ্ (উত্সর্গ করা) + অন]। 80)
নিরুদ্বিগ্ন
(p. 468) nirudbigna (অশু. কিন্তু প্রচ.) বিণ. উদ্বেগহীন, শান্ত (নিরুদ্বিগ্ন মন)। [সং. নিরুদ্বেগ]। 23)
নবান্ন
নেহাত
নেচে ওঠা
(p. 479) nēcē ōṭhā দ্র নাচা। 16)
নির্মোচন
(p. 468) nirmōcana বি. 1 নিঃশেষে মোচন, সম্পূর্ণ ত্যাগ করা; 2 পালক খোলস ইত্যাদি ছাড়া, moulting (বি. প.)। [সং. নির্ + √ মুচ্ + অন]।
নিশ্বসন, নিশ্বসিত, নিশ্বাস
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
নিরমা, নিরমান
(p. 461) niramā, niramāna যথাক্রমে নির্মানির্মাণ -এর কোমল রূপ।
নারসিংহী
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839842
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856851
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us