Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাক2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাক2 এর বাংলা অর্থ হলো -

(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণশ্বাস নেওয়া হয়।
[সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]।
নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা।
কাটা
বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ।
̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ।
̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ।
নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা।
নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা।
নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া।
নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো।
নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা।
নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা।
নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না।
নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া।
নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নির্যাতক
(p. 473) niryātaka বিণ. নির্যাতনকারী, পীড়ন করে এমন (নির্যাতক জমিদার)। [সং. নির্ + √ যত্ + ণিচ্ + অক]। 5)
নিন্দনীয়
নিরাহার
(p. 468) nirāhāra বি. অনাহার, উপবাস। বিণ. অনাহারী, উপবাসী। [সং. নির্ + আহার]। 3)
নিগাবান, নিগামান
নোদন
(p. 481) nōdana বি. 1 প্রেরণ; 2 নিবারণ; 3 অপসারণ (তু. বিনোদন, অপনোদন)। [সং. √ নুদ্ + অন]। 12)
নির্দোষ
নুলো
(p. 475) nulō বিণ. যার হাত কাটা বা বিকল। বি. 1 হাত-কাটা লোক; 2 বিড়ালের থাবা। [হি. লুলা (=পঙ্গু)]। 118)
নিরীহ
নকড়াছকড়া
(p. 443) nakaḍ়āchakaḍ়ā বি. অবহেলা, তাচ্ছিল্য (তাকে এভাবে নকড়াছকড়া করা উচিত হয়নি)। [বাং. নয় কড়া + ছয় কড়া]। 16)
নবতি
(p. 447) nabati বি. নব্বই সংখ্যা। [সং. নবন্ + অতি]। ̃ তম বিণ. নব্বইসংখ্যক। স্ত্রী. ̃ তমী। নব-নবতি বি. 99 সংখ্যা। ̃ তম বিণ. 99 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 4)
নেয়া, নেয়ানো
(p. 480) nēẏā, nēẏānō যথাক্রমে নেওয়ানেওয়ানো -র কথ্য রূপ। 4)
নিরক্ষর
নালিক
(p. 454) nālika বি. 1 (কামান বা বন্দুকের মতো) নলযুক্ত প্রাচীন অস্ত্রবিশেষ; 2 পদ্মের ডাঁটা বা নাল। [সং. নাল + ইক]। নালিকা বি. পদ্মের ডাঁটা বা নাল। 84)
নিশ্চিন্ত
(p. 473) niścinta বিণ. চিন্তাহীন; নিরুদ্বেগ (নিশ্চিন্ত মনে)। [সং. নির্ + চিন্তা]। বি. ̃ তা। 37)
নিস্বন, নিস্বান
(p. 475) nisbana, nisbāna বি. শব্দ, ধ্বনি, রব (নূপুরনিস্বন)। [সং. নি + √ স্বন্ + অ]। 64)
নিরুদ্বেগ
(p. 468) nirudbēga বিণ. উদ্বেগহীন, শান্ত। বি. উদ্বেগহীনতা। [সং. নির্ + উদ্বেগ]। 24)
নিশিপালন, নিশিযাপন
(p. 473) niśipālana, niśiyāpana দ্র নিশি। 31)
নিপীড়ক
(p. 461) nipīḍ়ka বিণ. নিপীড়নকারী। [সং. নি + √ পীড়্ + অক]। 52)
নাখোশ, নাখুশ
(p. 452) nākhōśa, nākhuśa বিণ. অখুশি, অপ্রসন্ন, অসন্তুষ্ট (নাখোশ লোক)। [ফা. নাখুশ্]। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2064451
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765405
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362194
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719440
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696052
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593294
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541517
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 540156

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন