Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চতুষ্পদী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
ক্যাঙারু, ক্যাঙ্গারু
(p. 210) kyāṅāru, kyāṅgāru বু. অস্ট্রেলিয়ার উদ্ভিদভোজী চতুষ্পদ অঙ্কগর্ভ প্রাণিবিশেষ-এদের সামনের পা দুটি পিছনের পায়ের তুলনায় অস্বাভাবিকরকম ছোট বলে এরা প্রাগৈতিহাসিক জীবজগতের নমুনারূপে পরিগণিত। [ইং. kangaroo]। 111)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
চতুষ্পথ
(p. 277) catuṣpatha বি. চারটি রাস্তার সংযোগস্হল, চৌরাস্তা, চৌমাথা। [সং. চতুঃ + পথিন্ (দ্বিগু)]। 30)
চতুষ্পদ
(p. 277) catuṣpada বি. 1 চারটি পা-বিশিষ্ট প্রাণী; 2 জন্তু, পশু। বিণ. 1 চারপেয়ে; 2 (আল.) পশুর মতো নির্বোধ বা মূর্খ। [সং. চতুঃ + পদ]। চতুষ্পদী বি. (স্ত্রী.) চৌপদী কবিতা। 31)
চতুষ্পাঠী
(p. 277) catuṣpāṭhī বি. 1 যে বিদ্যালয়ে চার বেদ বা ব্যাকরণ কাব্য স্মৃতি ও দর্শন এই চার শাস্ত্র কিংবা নানা শাস্ত্র পড়ানো হয়; 2 টোল। [সং. চতুঃ + পাঠ + ঈ]। 32)
চতুষ্পাদ
(p. 277) catuṣpāda বিণ. 1 চার চরণবিশিষ্ট (চতুষ্পাদ শ্লোক); 2 সর্বাঙ্গবিশিষ্ট, পূর্ণাঙ্গ (চতুষ্পাদ ধর্ম)। বি. চতুষ্পদ প্রাণী। [সং. চতুঃ + পাদ]। 33)
চতুষ্পার্শ্ব, চতুঃপার্শ্ব
(p. 277) catuṣpārśba, catuḥpārśba বি. চারপাশ, চারদিক। [সং. চতুঃ + পার্শ্ব]।
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চৌপাড়ি, চৌপাঠি
(p. 299) caupāḍ়i, caupāṭhi বি. টৌল, সংস্কৃত পাঠশালা। [সং. চতুষ্পাঠী]। 17)
টোল1
(p. 348) ṭōla1 বি. চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। [হি. টোল]। 16)
থাবা
(p. 392) thābā বি. 1 চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা); 2 (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)। বিণ. করতলে যতটা ধরে। থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো। ̃ নো বি. ক্রি. 1 থাবার সাহায্যে আঘাত করা; 2 থাবা দিয়ে নেওয়া। বিণ. উক্ত অর্থে। 34)
বিড়াল
(p. 611) biḍ়āla বি. ইঁদুর-শিকারে দক্ষ গৃহপালিত নরম লোকে সারা শরীর ঢাকা চতুষ্পদ প্রাণীবিশেষ, মার্জার। [সং. √ বিড়্ + আল]। স্ত্রী. বিড়ালী।̃ তপস্বী (আল.)বি. সাধুর ছদ্মবেশে শয়তান, ভণ্ড ব্যক্তি। বিড়ালাক্ষী বিণ. (স্ত্রী.) বিড়ালের মতো যার কটা চোখ। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ক্রি. বি. (আল.) কোনো প্রয়োজনীয় কিন্তু আপাত-অসম্ভব বা বিপজ্জনক কাজের গোড়াপত্তন করা। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া ক্রি. বি. (আল.) ভাগ্যক্রমে ঈপ্সিত সুযোগ মেলা। 67)
মহাকাশ
(p. 688) mahākāśa বি. পৃথিবীর চতুষ্পার্শ্বস্হ আকাশ ছড়িয়ে বিদ্যমান আকাশ; সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্র ও ছায়াপথ-যুক্ত অনন্ত আকাশ। [সং মহত্ + আকাশ]। ̃ .চারী (-রিন্) বি. বিণ. রকেট দ্বারা মহাকাশে নিক্ষিপ্ত যানে বিচরণকারী মানুষ, astronaut ̃ .বিজ্ঞান বি. মহাকাশসম্বন্ধীয় গবেষণা যে-বিজ্ঞানের বিষয়, space science ̃ .যান বি. মহাকাশচারী যে-যানে মহাশূন্যে পাড়ি দেয়, spacecraft 60)
মাল2
(p. 700) māla2 বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]।̃. ভূমি বি. চতুষ্পার্শ্বস্হ ভূভাগের চেয়ে উঁচু বিশাল সমতল প্রদেশ, plateau. 54)
রুবাই-য়াত
(p. 747) rubāi-ẏāta বি. আরবি বা ফারসি ভাষায় রচিত চতুষ্পদী কবিতা বা কবিতাসমূহ। [আ. রুবাঈআত্]। 2)
স্বস্তিক
(p. 853) sbastika বি. 1 মাঙ্গলিক বজ্রচিহ্নবিশেষ; 2 পিটুলিনির্মিত মাঙ্গল্য দ্রব্যবিশেষ, শ্রী; 2 যোগের আসনবিশেষ; 3 সামনে বারন্দাযুক্ত বা চাঁদনিযুক্ত প্রাসাদ; 4 চতুষ্পথ, চৌরাস্তা; 5 চারটি চতুষ্পথযুক্ত নগরবিশেষ। [সং. স্বস্তি + ক]। স্বস্তিকা বি. মঙ্গলের প্রতীক প্রায় ক্রুশাকার চিহ্নবিশেষ। স্বস্তিকাসন বি. যোগসাধনের আসনবিশেষ। 29)
হরি ঘোষের গোয়াল
(p. 860) hari ghōṣēra gōẏāla (নদিয়ার হরি ঘোষ নামক জনৈক গোপের দান-করা গোশালায় প্রতিষ্ঠিত রঘুনাথ শিরোমণির চতুষ্পাঠীতে সমবেত বহুসংখ্যক ছাত্রের কোলাহল থেকে, মতান্তরে কলকাতার দানবীর হরি ঘোষের অতিথিশালার বহুসংখ্যক নিষ্কর্মা অতিথির কোলাহল থেকে) (আল.) অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা। 29)
হাতি2, (বর্জি.) হাতী2
(p. 865) hāti2, (barji.) hātī2 বি. 1 শুঁড়বিশিষ্ট বৃহদাকার স্তন্যপায়ী ও তৃণভোজী চতুষ্পদ জন্তুবিশেষ; 2 (আল.) অতিশয় স্থূলকায় ব্যক্তি। [সং. হস্তী]। হাতি পোষা ক্রি. বি. (আল.) অতি ব্যয়সাধ্য কাজের দায়িত্ব বহন করা। হাতির খোরাক (আল.) বিপুল-পরিমাণ খাদ্য। ̃ শাল বি. হাতির আস্তাবল। &tilde ; শুঁড়, ̃ শুঁড়া বি. লম্বা ও বাঁকা পাতাযুক্ত বনৌষধিবিশেষ। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535218
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140689
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730998
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us