Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্যাঙারু, ক্যাঙ্গারু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ক্যাঙারু, ক্যাঙ্গারু এর বাংলা অর্থ হলো -

(p. 210) kyāṅāru, kyāṅgāru বু. অস্ট্রেলিয়ার উদ্ভিদভোজী চতুষ্পদ অঙ্কগর্ভ প্রাণিবিশেষ-এদের সামনের পা দুটি পিছনের পায়ের তুলনায় অস্বাভাবিকরকম ছোট বলে এরা প্রাগৈতিহাসিক জীবজগতের নমুনারূপে পরিগণিত।
[ইং. kangaroo]।
111)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কম2
(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ̃ জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ̃ জোরি বি. দুর্বলতা। ̃ তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ̃ পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ̃ বেশি অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ̃ সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। 38)
ক্যাম্প
কুমড়া, কুমড়ো
কংসক
(p. 156) kaṃsaka বি. হীরাকস। [সং. কংস + ক]। 16)
কলা2
(p. 169) kalā2 বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। 68)
ক্যামেরা
কাজল
(p. 178) kājala বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল প্রা. কজ্জল]। ̃ লতা বি. কাজল তৈরি করবাররাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ। 22)
কমলা-গুঁড়ি
কৃতিত্ব
কুবল
(p. 197) kubala বি. 1 পদ্মফুল; 2 ডালিম; 3 বদরীফল অর্থাত্ কুল; 4 মুক্তা। [সং. কু + √ বল্ + অ]। 18)
করেণু
(p. 167) karēṇu বি. 1 হাতি; 2 হাতির শাবক। [সং. √ কৃ + এণু]। ̃ কা বি. (স্ত্রী.) হস্তিনী। 43)
কুঁজ
(p. 192) kun̐ja বি. পিঠের উঁচু ও রাঁকা গড়নবিশেষ। [সং. কুব্জ; তু. ফা. কুজ্]। কুঁজা, (কথ্য) কুঁজো1 বিণ. কুঁজওয়ালা। বি. কুঁজওয়ালা লোক। বিণ. বি. (স্ত্রী.) কুঁজি। 23)
কুরনি, কুরুনি
(p. 198) kurani, kuruni দ্র কুরা।
কল্পিত
(p. 172) kalpita বিণ. 1 কল্পনা করা হয়েছে এমন; 2 রচিত; 3 সম্পাদিত; 4 আরোপিত; 5 মনগড়া; অবান্তর (এসব নিছকই কল্পিত গল্প); 6 অনুমিত। [সং. √ ক্9প্ + ণিচ্ + ত]। 37)
কর্ণ৪
(p. 167) karṇa4 বি. নৌকার হাল; অরিত্র। [সং. √ কৃ + ন]। ̃ ধার বি. 1 মাঝি, কাণ্ডারি; 2 (গৌণ অর্থে) কর্তা, পরিচালক। 55)
কার্ফু, কার-ফিউ
(p. 186) kārphu, kāra-phiu বি. সান্ধ্য আইন। [ইং. curfew]। 14)
কুলনো>
(p. 199) kulanō> দ্র কুলা2। 37)
কেওড়া
(p. 205) kēōḍ়ā বি. 1 কেয়াফুল বা তার গাছ; 2 কেয়াফুলের নির্যাস; 3 কেয়ার নির্যাস দিয়ে তৈরি সুবাসিত জল (কেওড়া দেওয়া সন্দেশ)।[তু. সং. কোতক, হি. কেবড়া]। 19)
কট-কবালা
(p. 156) kaṭa-kabālā বি. শর্তযুক্ত দলিল। [বাং. কট2 + আ. কবালা]। 64)
কোমল
(p. 210) kōmala বিণ. 1 নরম (কোমল স্পর্শ, কোমল শয্যা); 2 মৃদু; ললিত (কোমল কলরব, কোমল কণ্ঠ); 3 সুকুমার, মধুর (কোমল স্বর, কোমল হৃদয়); 4 (সংগীতে) শুদ্ধ স্বরের চেয়ে নিচু পরদা (কোমল ধা, কোমল নি)। [সং. √ কম্ + অল]। বি. ̃ তা, ̃ ত্ব। বিণ. স্ত্রী. কোমলা। কোমলাঙ্গ বিণ. কোমল বা নরম দেহবিশিষ্ট। কোমলায়ন বি. প্রথমে তাপপ্রয়োগের দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন বা শক্ত করার প্রণালী annealing (বি.প.)। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534882
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140420
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730642
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942831
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883573
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696648
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603079

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us