Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চরাচর]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখিল
(p. 6) akhila বিণ. সমুদয়, সমস্ত, যাবতীয়, নিখিল, সমগ্র (অখিল ভারত)। বি. বিশ্ব, জগত্, চরাচর (সমগ্র অখিলে ব্যাপ্ত)। [সং. ন+খিল]। অখিল আত্মা বি. জগদীশ্বর; পরব্রহ্ম। ̃ খণ্ড বি. ভূখণ্ড। ̃ প্রিয় বিণ. সর্বজনপ্রিয়। 5)
অচর
(p. 8) acara বিণ. গতিহীন, স্হাবর (চরাচর)। [সং. ন+চর]। 56)
অদ্ভুত
(p. 17) adbhuta বিণ. বিস্ময়কর; অসাধারণ; সচরাচর ঘটে না এমন; আকস্মিক। বি. কাব্যরসবিশেষ। [সং. অত্+ √ ভূ + উত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. অসাধারণ কাজ করার ক্ষমতা আছে যার; অলৌকিক ক্ষমতাসম্পন্ন। ̃ .দর্শন বিণ. যার আকৃতি অদ্ভুত, যার চেহারা অস্বাভাবিক (এমন অদ্ভুতদর্শন লোক আমি আগে দেখিনি)। ̃ রস বি. কাব্যরসবিশেষ। 25)
অমা, অমা-বস্যা, অমা-বাস্যা
(p. 57) amā, amā-basyā, amā-bāsyā বি. কৃষ্ণপক্ষের শেষ তিথি, যখন চাঁদকে একেবারেই দেখা যায় না। [সং. ন + √ মা + ক্কিপ্, অমা + √ বস্ + য + আ]। অমা-নিশা, (অশু. কিন্তু প্রচলিত) অমা-নিশি, অমা-রজনী বি. অমাবস্যার রাত্রি, ঘোর অন্ধকার রাত্রি ('দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে': রবীন্দ্র)। অমাবস্যার চাঁদ (আল.) যার দেখা পাওয়া ভার, যাকে সচরাচর দেখা যায় না। 14)
অলোক-সাধারণ, অলোক-সামান্য
(p. 65) alōka-sādhāraṇa, alōka-sāmānya বিণ. মনুষ্যলোকে সচরাচর ঘটে না এমন, অসাধারণ; অলৌকিক। [সং. ন + লোক + সাধারণ, সামান্য]। 6)
অসাধারণ
(p. 70) asādhāraṇa বিণ. সাধারণ নয় এমন; সাধারণের মধ্যে সচরাচর হয় না বা ঘটে না এমন; অসামান্য; বিশিষ্ট। [সং. ন + সাধারণ]। ̃ তা, entilde; ত্ব বি. অসামান্যতা, বিশিষ্টতা; অনন্যতা। 51)
অসামান্য
(p. 70) asāmānya বিণ. অসাধারণ, সাধারণত বা সচরাচর ঘটে না বা হয় না এমন; অলৌকিক। [সং. ন + সামান্য]। ̃ তা বি. অসাধারণত্ব; বিশিষ্টতা; অলৌকিকতা।
অসীম
(p. 72) asīma বিণ. সীমাহীন; অনন্ত, অশেষ ('অসীম ধন তো আছে তোমার': রবীন্দ্র); প্রচুর। বি. বিশ্বচরাচরব্যাপী সত্তা ('তোমা মাঝে অসীমের চিরবিস্ময়': রবীন্দ্র)। [সং. ন + সীমা]। স্ত্রী. অসীমা। 12)
আক-ছার, আক-চার
(p. 80) āka-chāra, āka-cāra ক্রি-বিণ. হামেশা, প্রায়ই; সর্বদা; সচরাচর। [আ. অক্সর]। 21)
উপ-পথ
(p. 133) upa-patha বি. 1 সংকীর্ণ বা সরু পথ; 2 যে পথে সচরাচর লোকে চলাফেরা করে না; 3 অপথ। [সং. উপ + পথ]। 2)
কুঁদুলি
(p. 192) kun̐duli বিণ. (স্ত্রী.) ঝগড়াটে (তার মতো কুঁদুলি মেয়ে সচরাচর দেখা যায় না)। [বাং. কোঁদল ( সং. কন্দল) + ইয়া এ + ই]। বিণ. (পুং.) কুঁদুলে। 41)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গুপ্ত
(p. 253) gupta বিণ. 1 অপ্রকাশ্য, লুকানো (গুপ্তধন, গুপ্তব্যাধি); 2 অদৃশ্য, প্রচ্ছন্ন ('কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচরে': ঈ. গু.); 3 (প্রায় অপ্রচলিত) রক্ষিত; 4 বৈদ্য বা বৈশ্য জাতির পদবিবিশেষ। [সং. √গুপ্ + ত]। স্ত্রী. গুপ্তা। ̃ কথা বি. গোপন কথা; গোপনীয় কথা; অজ্ঞাত কাহিনী। ̃ ঘাতক বি. গোপনে হত্যাকারী (গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন)। ̃ চর বি. যে গোপনে সংবাদ সংগ্রহ করে; গোয়েন্দা। ̃ ধন বি. সবার অজ্ঞাতে ও অগোচরে লুকানো ধন। ̃ বেশ বি. ছদ্মবেশ। ̃ ভোট, গুপ্ত মত বি. ব্যালট ভোট, গোপন ভোট, secret ballot. গুপ্তি বি. 1 গোপনে রক্ষণ (মন্ত্রগুপ্তি); 2 ফাঁপা লাঠির মধ্যে লুকিয়ে রাখা সরু তরবারি। 5)
ঘুল-ঘুলি
(p. 270) ghula-ghuli বি. ঘরের দেওয়ালের বড় (সচরাচর) গোলাকার ছিদ্র। [দেশি]। 10)
ঘোমটা
(p. 272) ghōmaṭā বি. 1 অবগুণ্ঠন, স্ত্রীলোকের মুখাবরণ; 2 (সচরাচর বিবাহিতা) স্ত্রীলোকের পরিধেয় বস্ত্রের যে অংশ মাথার উপর থাকে। [তু. হি. ঘুঙট]। ঘোমটায় নীচে (ভিতরে) খেমটা নাচ কুলবধূর বেশে অসতীত্ব; বাইরে সাধুত্ব কিন্তু ভিতরে ভিতরে নষ্টামি। 14)
চরাচর
(p. 279) carācara বি. বিণ. 1 যা চলে এবং যা চলে না অর্থাত্ জঙ্গম ও স্হাবর সমস্ত কিছু; 2 সমস্ত পৃথিবী। [সং. √চর্ + অ + অচর]। 32)
চর৩
(p. 279) cara3 বিণ. 1 (উপপদের পর) বিচরণকারী (খেচর, জলচর); 2 জঙ্গম, গমনশীল (চরাচর)। [সং. √চর্ + অ]। 25)
ঝিল
(p. 338) jhila বি. বিলের মতো কিন্তু অপেক্ষাকৃত সরু ও লম্বা এবং সচরাচর স্বাভাবিক জলাশয়। [হি. ঝীল]। 20)
ডাক৩
(p. 355) ḍāka3 বি. 1 সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); 2 আহ্বান ('যদি তোর ডাক শুনে কেউ না আসে': রবীন্দ্র); 3 বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); 4 চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); 5 উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); 6 নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); 7 খ্যাতি (নামডাক)। বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা। 12)
ডোবা1
(p. 357) ḍōbā1 বি. জলপূর্ণ গর্ত; ছোট ও সচরাচর অব্যবহার্য জলাশয়। [দেশি]। 64)
তরাই
(p. 367) tarāi বি. পর্বতের নীচের বা পাদদেশের জঙ্গলপূর্ণ ও সচরাচর স্যাঁতসেঁতে অঞ্চল। [হি. তরাঈ]। 119)
দুর্ঘট
(p. 414) durghaṭa বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]। 19)
প্রায়1
(p. 554) prāẏa1 ক্রি-বিণ. 1 সাধারণত, সচরাচর (এমন তো প্রায় ঘটে); 2 (আঞ্চ.) ঘন ঘন, বারংবার (সে প্রায় এখানে আসে)। [সং. প্রায়স্]। ̃ ই ক্রি-বিণ. নিয়মিত; ঘনঘন। 70)
প্রায়শ, (বর্জি.) প্রায়শঃ
(p. 554) prāẏaśa, (barji.) prāẏaśḥ (-শস্) অব্য. ক্রি-বিণ. প্রায়ই, সচরাচর, খুব ঘন ঘন (এখানে প্রায়শ এমন ঘটে)। [সং. প্রায় + শস্]। 73)
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535153
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730941
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us