Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তদ্গত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-টিয়া2, -টে
(p. 343) -ṭiẏā2, -ṭē বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে। 76)
-বত্
(p. 575) -bat (শব্দের শেষে যুক্ত) অব্য. (তুল্য অর্থে তদ্ধিত প্রত্যয়) তুল্য, সদৃশ, মতো (পুত্রবত্ স্নেহ করেন, সন্তানবত্ পালন করেছেন)। [সং. বতি বত্]। 35)
-মন্ত
(p. 676) -manta বিণ. 1 বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থসূচক বাং. তদ্বিত প্রত্যয়বিশেষ (পয়মন্ত, লক্ষীমন্ত)। [ সং. মত্]। 174)
-মান1
(p. 698) -māna1 (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। 6)
অধ্যশন
(p. 20) adhyaśana বি. 1 অতিভোজন, গুরুভোজন; 2 ভুক্তদ্রব্য পরিপাক হওয়ার পূর্বেই পুনরায় ভোজন। [সং. অধি+অশন]। 26)
অর্ন্তদ্বার
(p. 34) arntadbāra বি. গোপন দরজা; খিড়কি। [সং. অন্তর্ + দ্বার]। 3)
আই1
(p. 77) āi1 তদ্ভাব, ক্রিয়া, সম্বন্ধ প্রভৃতির সূচক বাংলা প্রত্যয় (বড়াই, ঢাকাই, খাড়াই, খোদাই)। 5)
আবিষ্ট
(p. 99) ābiṣṭa বিণ. 1 আচ্ছন্ন, অভিভূত (মোহাবিষ্ট); 2 অধিকৃত (ভূতাবিষ্ট); 3 বিহ্বল; তদ্গত; 4 অভিনিবিষ্ট (অধ্যয়নে আবিষ্ট, আবিষ্টমনে অধ্যয়ন); 5 পরিব্যাপ্ত (মেঘাবিষ্ট আকাশ) [সং. আ + ̃ বিশ্ + তা]। বি. আবেশ। 21)
এতত্
(p. 146) ētat (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]। ̃ কালীন বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন। এতদতিরিক্ত বিণ. এর বেশি; এ ছাড়া। এতদবস্হা বি. এই অবস্হা। এতদর্থে ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে। এতদীয় বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত। এতদুদ্দেশ্যে ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে। এতদ্দেশ বি. এই দেশ। এতদ্দেশীয় বিণ. এই দেশের। এতদ্রূপ বিণ. এইরূপ, এইরকম। এতদ্ব্যতীত অব্য. এ ছাড়া। এতদ্ভিন্ন অব্য. এ ছাড়া। 41)
ওয়ালা1
(p. 153) ōẏālā1 (তদ্ধিত প্রত্যয়বিশেষ); 2 ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); 2 পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); 3 অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি। 36)
কপিশ
(p. 163) kapiśa বি. পাঁশুটে বা মেটে রং, নীল-পীতমিশ্রিত বর্ণ। বিণ. মেটে, পাঁশুটে। [সং. কপি (=বানর বা তদ্রূপ বর্ণ) + শ (অস্ত্যর্থে)। তু. লোমশ]। 23)
কল্প1
(p. 172) kalpa1 ঈষদূন বা তত্সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়বিশেষ (মৃতকল্প, অনুজকল্প, পিতৃকল্প)। 26)
কাস-কেট
(p. 188) kāsa-kēṭa বি. গহনা বা তদ্রূপ মূল্যবান বস্তু রাখার জন্য ব্যবহৃত ছোট বাক্স। [ইং. casket]। 38)
কুশ
(p. 201) kuśa বি. 1 তীক্ষ্ণাগ্র তৃণবিশেষ (কুশাসন, কুশপুত্তলিকা); 2 পৌরাণিক সপ্তদ্বীপের অন্যতম; 3 রামচন্দ্রের পুত্রবিশেষ। [সং. কু + √ শী + অ]। 5)
গদ
(p. 239) gada বি. 1 বিষ; 2 ব্যাধি; 3 (আঞ্চ.) অজীর্ণ ভুক্তদ্রব্যের ভার (পেটে গদ আছে, এখন আর খেতে পারব না)। [সং. √গদ্ + অ]। 20)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
চাকরি, চাকুরি
(p. 281) cākari, cākuri বি. (অফিস কারখানা প্রভৃতিতে) বেতন নিয়ে নিয়মিত কাজ করার দায়িত্ব। [ফা. চাকরি]। চাকরি-বাকরি বি. চাকরি ও তদ্রূপ জীবিকা। চাকরে, চাকুরে, চাকুরিয়া বিণ. বি. চাকরিজীবী। ̃ জীবী (-বিন্) বি. বিণ. অফিস কারখানা ইত্যাদিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি। 63)
জম্বু
(p. 312) jambu বি. 1 জাম বা জামগাছ ('জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত': রবীন্দ্র); 2 পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম, এশিয়া মহাদেশ; 3 সুমেরু পর্বতের নদীবিশেষ। [সং. √ জম্ + উ, ব্ আগম]। ̃ দ্বীপ বি. পৌরাণিক দ্বীপবিশেষ, পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। 118)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তদনু-যায়ী
(p. 365) tadanu-yāẏī (-য়িন্) বিণ. তদনুগামী, তদ্রূপ, সেইরকম। ক্রি-বিণ. তদনুসারে, সেইভাবে। [সং. তদ্ + অনুযায়িন্]। 19)
তদনুগ, তদনু-গামী (-মিন্) তদনুবর্তী (-র্তিন্), তদনু-সারী
(p. 365) tadanuga, tadanu-gāmī (-min) tadanubartī (-rtin), tadanu-sārī (-রিন্) বিণ. তদ্রূপ, সেইরকম; সেই পথ বা তার পথ অনুসরণকারী; সেই মতাবলম্বী। [সং. তদ্ + অনুগ, অনুগামী, অনুবর্তী, অনুসারী]। তদনু-সারে ক্রি-বিণ. সেই অনুসারে, সেই অনুযায়ী, সেইভাবে; তা মেনে নিয়ে। 18)
তদন্য
(p. 365) tadanya বিণ. তা থেকে পৃথক, তদ্ভিন্ন। [সং. তদ্ + অন্য]। 25)
তদবির
(p. 365) tadabira বি. 1 দেখাশুনা বা পরিচালনা; 2 প্রয়োজনীয় ব্যবস্হা অবলম্বন (মামলার তদরির করা); 3 উদ্দেশ্যসিদ্ধির চেষ্টা; জোগাড়যন্ত্র (চাকরির তদবির করা)। [আ. তদ্বীর]। ̃ তদারক বি. দেখাশুনা বা পরিচালনা, তত্ত্বাবধান। 28)
তদাত্মক
(p. 365) tadātmaka বিণ. তদ্গত, তদ্গতচিত্ত; নিবিষ্ট। [সং. তদ্ + আত্মন্ + ক]। 32)
তদ্-গত, তদ্গত
(p. 365) tad-gata, tadgata বিণ. 1 (তাতে) নিমগ্ন বা অভিনিবিষ্ট; 2 একাগ্র। [সং. তদ্ + গত]। ̃ চিত্ত বিণ. অনন্যমনা, তন্ময় (তদ্গতচিত্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন)। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535217
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140689
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730998
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883674
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us