Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তত্ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তত্ এর বাংলা অর্থ হলো -

(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)।
[সং. √ তন্ + অদ্]।
কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)।
কালীন
বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)।
ক্ষণাত্
ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে।
পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর।
বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক।
পরতা
বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা।
পরায়ণ
বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত।
বি.পরায়ণতা।
পুরুষ
বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়।
যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা।
সংক্রান্ত
বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত।
সদৃশ
বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য।
সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)।
স্হলাভি-ষিক্ত
বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ।
স্বরূপ
বিণ. তত্সদৃশ -র অনুরূপ।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তারানাথ, তারাপতি
(p. 375) tārānātha, tārāpati দ্র তারা1। 73)
তেঁদড়, ত্যাঁদড়
তেঁতুল
তর৫
তেঁ2, তেঁই, তেঁউ, তেঁএ
(p. 375) tē2, n̐tēm̐i, tēm̐u, tēm̐ē অব্য. (প্রা. বাং.) তাই, সেইজন্য, তজ্জন্য ('অনেকের পতি তেঁই পতি মোর বাম': ভা. চ.)। [সং. তেন]। 264)
তেকাঠি
(p. 375) tēkāṭhi বি. (তিন কাঠি বা তিনটি দণ্ড থাকে বলে) ফুটবল খেলার গোলপোস্ট। [বাং. তে + কাঠি]। 267)
তাড়
তম্বুর, তম্বুরা
(p. 367) tambura, tamburā বি. তানপুরা। [আ. তম্বুর্]। 80)
তোমর
(p. 387) tōmara বি. প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্রবিশেষ, লোহার তৈরি বল্লমের মতো অস্ত্রবিশেষ। [সং. তু + বিচ্ + √ মৃ + অ]। 20)
ত্বর-মাণ
তেজ, (বর্জি.) তেজঃ
(p. 375) tēja, (barji.) tējḥ (-জস্) বি. 1 জ্যোতি, দীপ্তি, প্রভা, আলোক ও তাপ; 2 শক্তি, বিক্রম, প্রভাব; 3 রজোগুণ; 4 গর্ব, অহংকার, দেমাক (তেজ দেখিয়ে চলে গেল); 5 পৌরুষ; 6 রেতঃ, শুক্র। [সং. √ তিজ্ + অস্]। 268)
তিলোদক
(p. 375) tilōdaka বি. তিলমিশ্রিত জল, শ্রাদ্ধে বা তর্পণে যা প্রদান করা হয়। [সং. তিল + উদক (জল)]। 159)
তরিত্র
(p. 367) taritra বি. 1 যার সাহায্যে পার হওয়া যায়, অর্থাত্ নৌকা, ভেলা ইত্যাদি; 2 নৌরক্ষক। [সং. √ তৃ + ত্র]। 126)
তুলা৩
(p. 375) tulā3 বি. (কাব্যে) তুলনা, উপমা ('কে বলে শারদশশী সে মুখের তুলা': ভা. চ.)। [সং. √ তুল্ + অ + আ]। 225)
তাগাদা
তেড়চা, তেড়ছা
(p. 375) tēḍ়cā, tēḍ়chā দ্র তেরচা। 286)
তেলা-কুচা, (কথ্য) তেলা-কুচো
(p. 375) tēlā-kucā, (kathya) tēlā-kucō বি. পটোলের মতো ফলবিশেষ, বিম্বফল যা পাকলে রক্তবর্ণ হয়। [বাং. তেলা (তৈলবত্ মসৃণ) + কুচা (=কুঁচ ফলের মতো লাল)]। 312)
তেন
(p. 375) tēna অব্য. (প্রা. বাং.) 1 তেমন; 2 সেইজন্য, তাই। [সং. তদ্ + এন]। 294)
তোড়া2, তোড়ানো
(p. 387) tōḍ়ā2, tōḍ়ānō যথাক্রমে তুড়া1 2 ও তুড়ানো -র চলিত রূপ। 12)
তত্ত্ব
(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। ̃ চিন্তা বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। ̃ জিজ্ঞাসা বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন। ̃ জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ। ̃ জ্ঞান বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান। ̃ জ্ঞানী বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক। ̃ তল্লাস, ̃ তালাশ বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী। বি. ̃ দর্শিতা। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. তত্ত্বজ্ঞানী। তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা। তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু। তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)। তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী। তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ। তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন। তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140269
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730431
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942609
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us