Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাত্ব দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-প্রায়
(p. 50) abhi-prāẏa বি. 1 ইচ্ছা; উদ্দেশ্য; মতলব, অভিসন্ধি; 2 অর্থ, তাত্পর্য। [সং. অভি + প্র + √ ই + অ]। অভি-প্রেত বিণ. চাওয়া হয়েছে এমন, উদ্দিষ্ট (তাঁর অসম্মান আমার অভিপ্রেত নয়)। 98)
অর্থ2
(p. 62) artha2 বি. তাত্পর্য; মানে (কথার অর্থ, শব্দের অর্থ)। [সং. √ + অ]। ̃ .গৌরব বি. তাত্পর্য বা ভাবের উত্কর্ষ। ̃ .গ্রহ বি. অর্থবোধ, মানে বোঝা। ̃ .বহ বিণ. যার মধ্যে বিশেষ মানে বা তাত্পর্য নিহিত আছে। ̃ .বিত্, ̃ বিদ বিণ. শব্দার্থ সম্বন্ধে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞ। ̃ .ভেদ। বি. মানে বা তাত্পর্যের পার্থক্য বা ভিন্নতা। ̃ .ময়, ̃ .যুক্ত বিণ. মানে বা তাত্পর্য আছে এমন। ̃ .শূন্য, ̃ .হীন বিণ. মানে বা তাত্পর্য নেই এমন। 8)
অর্থান্তর
(p. 62) arthāntara বি. অর্থের বা মানের পার্থক্য; ভিন্ন অর্থ বা তাত্পর্য। [সং. অর্থ + অন্তর]। ̃ .ন্যাস বি. অর্থালংকারবিশেষ; বিশেষের দ্বারা সামান্যকে কিংবা সামান্যের দ্বারা বিশেষকে সমর্থন; কারণের দ্বারা কার্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে সমর্থন। 10)
অর্থে
(p. 62) arthē অব্য. জন্য, কারণে। বি. (7মী বিভক্তি) যুক্তিতে, মানতে, তাত্পর্যে (একে ভালো বলছ কী অর্থে?)। [সং. অর্থ + বাং. এ]। 15)
অশরীরী
(p. 65) aśarīrī (-রিন্) বিণ. শরীর নেই এমন, দেহহীন। বি. প্রেতাত্মা; ভূত। [সং. ন + শরীরী]। স্ত্রী. অশরীরিণী। 18)
অয়েল
(p. 60) aẏēla বি. তেল। [ইং. oil]। অয়েল করা ক্রি. বি. 1 যন্ত্রাদি সচল রাখার জন্য তাতে তেল দেওয়া; 2 (ব্যঙ্গে) স্তাবকতা করা। ̃ .ক্লথ বি. (সেচ. শিশুদের বিছানায় পাতা হয় এমন) তেলা কাপড়বিশেষ, oil cloth. ̃ .পেপার বি. তেলা কাগজবিশেষ, oil paper. ̃ .পেইন্টিং বি. তৈলচিত্র, oil painting, অয়েলিং বি. (ব্যঙ্গে) তোয়াজ। 8)
আবদার1
(p. 98) ābadāra1 বি. বায়না; অন্যায় যুক্তিহীন বা উত্কট দাবি (ছেলের সব আবদার মেনে নিলে তাতে ছেলেরই ক্ষতি হবে)। আবদেরে বিণ. আবদার করে এমন, বায়না করে এমন (বড়ই আবদেরে ছেলে)। [হি. আব্দা]। 14)
কপাল
(p. 163) kapāla বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ̃ পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ̃ ভৃত্, ̃ মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য। 8)
কুঁতা, কুঁথা, কোঁতা, কোঁথা
(p. 192) kun̐tā, kun̐thā, kōn̐tā, kōn̐thā ক্রি. 1 মলত্যাগের জন্য বেগ দেওয়া; 2 কষ্টকর কাজ করার সময় বা শারীরিক কষ্ট পেলে একটু একটু করে দম ফেলার ধ্বনি করা। বি. উক্ত সব অর্থে। [সং. √ কুন্থ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 কোঁতা, কোঁত পাড়া; কোঁতাতে বাধ্য করা; 2 (আল.) কষ্ট বা বেগ দেওয়া। বি. উক্ত সমস্ত অর্থে। 34)
কৃতাত্মা
(p. 204) kṛtātmā (-ত্মন্) বিণ. শুদ্ধিচিত্ত; শুদ্ধান্তঃকরণ; শিক্ষিতচিত্ত।[সং. কৃত + আত্মন]। 3)
গুমর
(p. 253) gumara বি. অহংকার, গর্ব, দেমাক (না হয় ভালো চাকরিই করে, তাতেই এত গুমর?)। [ফা. গুমান্]। 16)
চালা2
(p. 281) cālā2 বিণ. তৃণাদির দ্বারা নির্মিত চাল বা ছাদবিশিষ্ট (চালাঘর)। বি. 1 চালবিশিষ্ট ঘর (আটচালা); 2 কুঁড়ে (কোনোমতে একটি চালা তৈরি করে তাতেই বাস করছে)। [বাং. চাল + আ]। 173)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
জলাঞ্জলি
(p. 312) jalāñjali বি. 1 শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; 2 (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); 3 অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]। 160)
তঁহি
(p. 363) tam̐hi (অব্য.) (ব্রজ. ও প্রা. বাং) 1 সেখানে; 2 সে; 3 তা, তাহা; 4 তাতে, তাহাতে। [সং. তস্মিন্]। 8)
তত2
(p. 365) tata2 অব্য. বিণ. 1 সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); 2 তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ̃ ক্ষণ ক্রি-বিণ. 1 ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); 2 সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ̃ হি, ̃ হিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে ('ততহি বয়ান পুছন্দ': বিদ্যা)। 2)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তথি
(p. 365) tathi অব্য. (প্রা. বাং.) 1 সেখানে; 2 তাতে; 3 ও, অপিচ ('গোবিন্দদাস তথি পূরল ইহ রস ওর': গো. দা.). [সং. তথা + বাং. ই]। 11)
তদ্-গত, তদ্গত
(p. 365) tad-gata, tadgata বিণ. 1 (তাতে) নিমগ্ন বা অভিনিবিষ্ট; 2 একাগ্র। [সং. তদ্ + গত]। ̃ চিত্ত বিণ. অনন্যমনা, তন্ময় (তদ্গতচিত্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন)। 15)
তহু, তহুঁ
(p. 372) tahu, tahu সর্ব. (ব্রজ. ও প্রা. বাং.) 1 তাতে; 2 সেখানে, ওখানে। [মৈ. তহি]। 20)
তাত্-কালিক
(p. 375) tāt-kālika বিণ. 1 সেই সময়ের, তত্কালীন (তাত্কালিক অবস্হা); 2 সমসাময়িক। [সং. তত্কাল + ইক]। 3)
তাত্-ক্ষণিক
(p. 375) tāt-kṣaṇika বিণ. 1 সেই সময়ের, তত্কালীন; 2 (নতুন অর্থ) পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন, offhand, extempore (তাত্ক্ষণিক বক্তৃতা)। [সং. তত্ক্ষণ + ইক]। 4)
তাত্-পর্য
(p. 375) tāt-parya বি. 1 মর্ম, আসল অর্থ (কথাটির তাত্পর্য বুঝেছ?); 2 গুরুত্ব; 3 অভিপ্রায়, উদ্দেশ্য; 4 মনোগত ভাব; 5 (বিরল) তত্পরতা। [সং. তত্পর + য]। 5)
তাত্ত্বিক
(p. 375) tāttbika বিণ. 1 তত্ত্বসম্বন্ধীয় (তাত্ত্বিক জ্ঞান); 2 সত্য, বাস্তবানুগ (তাত্ত্বিক প্রভেদ); 3 তত্ত্বীয়, theoretical (তাত্ত্বিক জ্ঞান, তাত্ত্বিক আলোচনা)। বি. তত্ত্বজ্ঞ ব্যক্তি (ভাষাতাত্ত্বিক)। [সং. তত্ত্ব + ইক]। 11)
তাহে
(p. 375) tāhē সমু. অব্য. (ব্রজ.) অধিকন্তু, তাতে আবার ('একে কুহু যামিনী, তাহে কুলকামিনী)। সর্ব. (কাব্যে) 1 তাকে; 2 তাতে (তাহে ক্ষতি নাই)। [বাং. তাহা ( সং. তদ্) + এ]। 112)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535006
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730798
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942993
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696701
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us