Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৃতাত্মা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কৃতাত্মা এর বাংলা অর্থ হলো -

(p. 204) kṛtātmā (-ত্মন্) বিণ. শুদ্ধিচিত্ত; শুদ্ধান্তঃকরণ; শিক্ষিতচিত্ত।
[সং. কৃত + আত্মন]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুল1
কিমিতি, কিমিয়া
(p. 190) kimiti, kimiẏā বি. রসায়নবিদ্যা। [ ইং. chemistry. তু. আ. অল্কিমিয়া; তু. ইং. alchemy]। 21)
কুচুটে, কুচুঢিয়া, কুচুণ্ডে
কৌলেয়, কৌলেয়ক
(p. 210) kaulēẏa, kaulēẏaka বি. সত্কুলজাত কুকুর। বিণ. সত্কুলজাত, কুলীন। [সং. কুল + এয়, ক]। 92)
করানো
(p. 167) karānō ক্রি. অপরকে দিয়ে করিয়ে নেওয়া। বি. উক্ত অর্থে (মাঝে মাঝে গোরুকে স্নান করানো ভালো)। বিণ. করিয়ে নেওয়া হয়েছে এমন (করানো অঙ্ক আবার করে কী লাভ?)। [বাং. √ কর্ + আনো]। 29)
কোয়ালিশন
কোষাগার
(p. 210) kōṣāgāra বি. ধনভাণ্ডার। [সং. কোষ + আগার]। 64)
কিরাত
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কশিদা
(p. 172) kaśidā বি. সূচ-সুতো দিয়ে কাপড়ে ফুল তোলার কাজ, embroidery. [ফা. কশীদাহ্]। 51)
কঠিন
(p. 158) kaṭhina বিণ. 1 শক্ত, দৃঢ় (কঠিন বাঁধন); 2 কঠোর, নিষ্ঠুর (কঠিন হৃদয়); 3 দুরূহ, দুর্বোধ্য (কঠিন প্রশ্ন); 4 ভীষণ (কঠিন বিপদ); 5 দুরারোগ্য (কঠিন রোগ); 6 সহজে সমাধান করা যায় না এমন (কঠিন সমস্যা, কঠিন মামলা)। [সং. √ কঠ্ + ইন]। বিণ. (স্ত্রী.) কঠিনা। বি. ̃ তা, ̃ ত্ব, কাঠিন্য। কঠিনী-কৃত বিণ. কঠিন করা হয়েছে এমন। কঠিনী-ভূত বিণ. কঠিন হয়েছে এমন। 13)
কর1
(p. 166) kara1 বিণ. 1 যে করে, কারক; 2 জনক, উত্পাদনকারী (সুখকর); 3 নির্মাতা (চিত্রকর)। [সং. √ কৃ + অ]। বিণ. (স্ত্রী.) -করী (অর্থকরী বিদ্যা)। 17)
কুবাক্য
(p. 197) kubākya বি. দুর্বাক্য, মন্দ কথা; কুত্সিত বা নিন্দনীয় কথা। [সং. কু + বাক্য]। 20)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কাঠে কাঠে
(p. 179) kāṭhē kāṭhē দ্র কাঠ। 39)
কৃষ্ট
(p. 205) kṛṣṭa বিণ. কর্ষিত; চষা হষেছে এমন (কৃষ্ট জমি)।[সং. √কৃষ্ + ত]। 9)
কিন্তু
কাল-বুদ
(p. 186) kāla-buda বি. 1 জুতো তৈরি করার কাঠের ফর্মা বা ছাঁচ; 2 খিলান-করা ছোট সাঁকো, culvert,; 3 খিলান গাঁথবার ফর্মা। [ফা. কাল্বুদ্]। 30)
কোলম্বক
(p. 210) kōlambaka বি. তস্ত্রী বা তার ভিন্ন বীণার বাকি সমুদয় অবয়ব। [সং. √ কুল্ + অম্ব + ক]। 54)
কুমার2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534929
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140467
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942886
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883582
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603084

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us