Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তিথি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষয়
(p. 4) akṣaẏa বিণ. ক্ষয়হীন, অবিনশ্বর। [সং. ন+ক্ষয়]। ̃ কীর্তি বি. অবিনশ্বর যশ। বিণ. অবিনশ্বর যশসম্পন্ন। ̃ তূণ বি. যে তূণের বাণ কখনো ফুরায় না। ̃ তৃতীয়া বি. চান্দ্র বৈশাখের শুক্লতৃতীয়া (এই তিথিতে কর্মফলের ক্ষয় নেই)। ̃ বট বি. প্রয়াগ প্রভৃতি তীর্থক্ষেত্রের অতি প্রাচীন বটবৃক্ষ (প্রবাদ আছে যে এই বৃক্ষমূলে জল সেচন করলে অক্ষয় পুণ্য লাভ হয়)। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গ। ̃ স্বর্গ, ̃ স্বর্গ-লোক বি. নিত্য স্বর্গবাস ও তার অধিকার। 31)
অতিথি
(p. 14) atithi বি. কোনো গৃহস্হের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত। [সং. অত+ইথি]। ̃ .পরায়ণ, ̃ .বত্সল বিণ. অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব। ̃ .শালা বি. অতিথির থাকবার স্হান বা গৃহ। ̃ .শিল্পী বি. যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে। ̃ .সত্কার, ̃ .সেবা বি. অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্হা করা। 25)
অনু-ব্রজ, অনু-ব্রজন
(p. 29) anu-braja, anu-brajana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 প্রত্যুদ্গমন অর্থাত্ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। [সং. অনু + √ ব্রজ্ + অ, অন]। অনু-ব্রজা ক্রি. অনুগমন বা প্রত্যুদ্গমন করা। অনু-ব্রজী বি. বিণ. অনুগামী, অনুগমনকারী।
অবাঞ্ছিত
(p. 46) abāñchita বিণ. চাওয়া হয়নি এমন; অকাম্য, অনভিপ্রেত (অবাঞ্ছিত অতিথি)। [সং. ন + বাঞ্ছিত]। 53)
অভুক্ত
(p. 55) abhukta বিণ. 1 খায়নি এমন, অনাহারী, উপবাসে রয়েছে এমন (নিজে অভুক্ত থেকেও অতিথিকে আপ্যায়ন করা); 2 খাওয়া হয়নি এমন (অভুক্ত খাদ্য)। [সং. ন + ভুক্ত]। 5)
অভ্যর্থনা
(p. 55) abhyarthanā বি. 1 সংবর্ধনা; (অতিথিদের) আপ্যায়ন; সমাদরে ও সসম্মানে গ্রহণ ও আপ্যায়ন; 2 (বাংলায় অপ্র.) প্রার্থনা। [সং. অভি + √ অর্থ্ + অন + আ]। অভ্যর্থনা সভা, অভ্যর্থনা সমিতি বি. অভ্যর্থনা করার জন্য গঠিত সভা বা সমিতি, reception committee. অভ্যর্থিত বিণ. অভ্যর্থনা করা হয়েছে এমন, সাদরে ও সসম্মানে গৃহীত। 14)
অভ্যাগত
(p. 55) abhyāgata বিণ. অভিমুখে অর্থাত্ কোনো কিছুর দিকে এসেছে এমন; সমীপে আগত; অতিথিরূপে আগত। বি. অতিথি, নিমন্ত্রিত ব্যাক্তি (অতিথি-অভ্যাগতদের দেখাশুনা করা)। [সং অভি + আগত]। 18)
অমা, অমা-বস্যা, অমা-বাস্যা
(p. 57) amā, amā-basyā, amā-bāsyā বি. কৃষ্ণপক্ষের শেষ তিথি, যখন চাঁদকে একেবারেই দেখা যায় না। [সং. ন + √ মা + ক্কিপ্, অমা + √ বস্ + য + আ]। অমা-নিশা, (অশু. কিন্তু প্রচলিত) অমা-নিশি, অমা-রজনী বি. অমাবস্যার রাত্রি, ঘোর অন্ধকার রাত্রি ('দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে': রবীন্দ্র)। অমাবস্যার চাঁদ (আল.) যার দেখা পাওয়া ভার, যাকে সচরাচর দেখা যায় না। 14)
অম্বু
(p. 59) ambu বি. জল। [সং. অম্ব + উ]। ̃ জ বিণ. জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন। বি. পদ্ম; শঙ্খ। ̃ জা বি. স্ত্রী. 1 পদ্মিনী; 2 লক্ষ্মী। ̃ দ বিণ. জল দেয় এমন। বি. মেঘ। ̃ ধি, ̃ .নিধি বি. সমুদ্র। ̃ .বাচি, ̃ .বাচী বি. জ্যৈষ্ঠ সংক্রান্তির পর অর্থাত্ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে সূর্য যখন আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগ করে সেই তিথি (এইসময় হিন্দু বিধবারা অগ্নিপক্ক অর্থাত্ আগুনে পাক-করা কোনো খাদ্য গ্রহন করে না)। ̃ .বাসী (-সিন্) বিণ. জলে বাস করে এমন, জলচর। ̃ .বাহ, ̃ .বাহী (-হিন্) বিণ. জল বহন করে এমন। বি. মেঘ। ̃ .বিম্ব বি. জলের বুদবুদ। 8)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আগন্তুক
(p. 82) āgantuka বি. অতিথি; নবাগত বা অপরিচিত ব্যক্তি। বিণ. 1 নবাগত, সদ্য বা হঠাত্ এসেছে এমন; 2 হঠাত্ ঘটেছে এমন (আগন্তুক বিপদ)। [সং. আ + √ গম্ + তু + ক (স্বার্থে)]। 43)
আতিথেয়
(p. 89) ātithēẏa বিণ. অতিথিপরায়ণ, অতিথির সেবা করে এমন। [সং. অতিথি + এয়]। ̃ তা বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা। 8)
আতিথ্য
(p. 89) ātithya বি. 1 অতিথির সেবা, অতিথির সত্কার; 2 অতিথিসেবার উপকরণ। [সং. অতিথি + য]। ̃ গ্রহণ, ̃ স্বীকার বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)। 9)
আপ্যায়ন
(p. 97) āpyāẏana বি. সংবর্ধনা, অভ্যর্থনা; প্রীতি সম্পাদন; প্রীতি ও সৌজন্যসহকারে বন্ধু অতিথি ইত্যাদির অভ্যর্থনা। [সং. করেছে এমন, সংবর্ধিত, অভ্যর্থিত।] 20)
একাদশী
(p. 145) ēkādaśī বিণ. একাদশ অর্থাত্ এগারো বত্সর বয়স্কা। বি. তিথিবিশেষ (এই তিথিতে বিশেষত হিন্দু বিধবাদের উপবাস পালনীয়)। [সং. একাদশ + ঈ]। 3)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
কোজাগর
(p. 209) kōjāgara বি. আশ্বিন মাসের পূর্ণিমা তিথি (কোজাগর=পূর্ণিমা)। (তু. 'নিশীথে বরদা দেবী কো জাগর্তীতিবাদিনী')। [সং. কঃ + √ জাগৃ + অ]। কোজাগরী বিণ. কোজাগরসম্বন্ধীয় (কোজাগরী লক্ষ্মীপূজা, কোজাগরী পূর্ণিমা)। 28)
ক্ষণ
(p. 217) kṣaṇa বি. 1 কালের অংশবিশেষ, এক মুহূর্তের 12 ভাগের এক ভাগ, 4 মিনিট; 2 অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 3 সময় (বহুক্ষণ আগে); 4 বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]। ̃ কাল বি. অতি সামান্য সময়। ̃ চর বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী। ̃ জন্মা (-ন্মন্) বিণ. 1 শুভ মুহূর্তে জাত; 2 ভাগ্যবান; 3 অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)। ̃ দা বি. রাত্রি। ̃ দ্যুতি বি. বিদ্যুত্। ̃ পূর্বে ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে। ̃ প্রভা বি. বিদ্যুত্, বিজলি। ̃ ভঙ্গুর বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন। ক্ষণিক বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); বি. ক্ষণকাল ('ক্ষণিকের অতিথি': রবীন্দ্র)। ক্ষণে ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে ('ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ')। ক্ষণে ক্ষণে ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)। ক্ষণেক বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য ('দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও': রবীন্দ্র)। 8)
গৃহাগত
(p. 253) gṛhāgata বিণ. 1 গৃহে যে এসেছে; 2 (নিজ) গৃহে আগমনকারী বা প্রত্যাবর্তনকারী ; 3 অতিথি, অভ্যাগত। [সং. গৃহ + আগত]। 65)
গ্রহণ
(p. 261) grahaṇa বি. 1 প্রাপ্তি, আদান (ভিক্ষাগ্রহণ); 2 ধারণ (হস্তগ্রহণ) ; 3 স্বীকার (নিমন্ত্রণগ্রহণ); 4 অবলম্বন, আশ্রয় (সন্ন্যাসগ্রহণ); 5 বরণ (অতিথিকে সাদরে গ্রহণ); 6 মেনে নেওয়া (উপদেশগ্রহণ, পরামর্শগ্রহণ); 7 উপলব্ধি (অর্থগ্রহণ) ; 8 সমাদর (গুণগ্রহণ); 9 আহার, পান (অন্নগ্রহণ, জলগ্রহণ); 1 আকর্ষণ, টেনে নেওয়া (কেশগ্রহণ); 11 গ্রহাদির গ্রাস বা অদৃশ্য হওয়া (চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ)। [সং. √গ্রহ্ + অন]। গ্রহণীয় বিণ. গ্রহণযোগ্য, গ্রহণ করার মতো। গ্রহণেচ্ছা বি. গ্রহণের ইচ্ছা। গ্রহণেচ্ছু বিণ. গ্রহণ করতে ইচ্ছুক। 54)
চতুর্থ
(p. 277) caturtha বিণ. 4 সংখ্যক বা 4 সংখ্যার পূরক। [সং. চতুর্ + থ]। চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি। চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। বি. 1 (জ্যোতিষ.) তিথিবিশেষ; 2 সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; 3 বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; 4 মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ। 12)
চতুর্দশ
(p. 277) caturdaśa (-শন্) বি. বিণ. 14 সংখ্যা; 14 সংখ্যার পূরক। [সং. চতুর্ + দশন্]। চতুর্দশ পুরুষ পিতা পিতামহ ইত্যাদি ক্রমে ঊর্ধ্বতন চোদ্দো পুরুষ। চতুর্দশ বিদ্যা চার বেদ, ছয় বেদাঙ্গ এবং মীমাংসা ন্যায় ইতিহাস ও পুরাণ এই চোদ্দো বিদ্যা। চতুর্দশ ভূবন সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল। চতুর্দশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। চতুর্দশ-পদী বি. চোদ্দোটি চরণ বা পঙ্ক্তিযুক্ত কবিতাবিশেষ; সনেট। 13)
চান্দ্র
(p. 281) cāndra বিণ. 1 চাঁদসম্বন্ধীয়; 2 চাঁদের গতির দ্বারা নিয়ন্ত্রিত (চান্দমাস, চান্দ্রবত্সর)। [সং. চন্দ্র + অ]। ̃ মাস বি. চাঁদের গতির দ্বারা নিয়ন্ত্রিত মাস অর্থাত্ শুক্লপ্রতিপদ থেকে অমাবাস্যা পর্যন্ত ত্রিশ তিথিব্যাপী মাস। ̃ বত্সর বি. দ্বাদশ চান্দ্রমাস, বারোটি চান্দ্রমাসের সমষ্টি। 106)
জন্ম
(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ দ, ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534899
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140443
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730665
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942857
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883577
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us