Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জন্ম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জন্ম এর বাংলা অর্থ হলো -

(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)।
[সং. √ জন্ + মন্]।
জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা।
জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া।
কুণ্ডলী
বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র।
গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)।
গ্রহণ
বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি।
জন্ম
বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে।
জন্মান্তর
বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম।
জয়ন্তী
বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব।
তিথি
বি. জন্মকালীন তিথি।
দ,দাতা
(-তৃ) বি. পিতা, জনক।
স্ত্রী.দা,দাত্রি।
দান বি. উত্পাদন।
দুঃখী
বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন।
স্ত্রী.দুঃখিনী।
নক্ষত্র
বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক।
পত্র,পত্রিকা
বি. কোষ্ঠী।
বৃত্তান্ত
বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী।
ভূমি
বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি।
শাসন
বি. জন্মনিয়ন্ত্রণ, birth control.শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো।
জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)।
74)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জো
(p. 327) jō বি. সুযোগ, উপায় (পালাবার জো নেই)। [সং. যোগ]। 92)
জেঠি1, জেঠিমা
জরুর
(p. 312) jarura অব্য. ক্রি-বিণ. নিশ্চয়, অবশ্যই (জরুর হবে; কেন যাবে না, জরুর যাবে)। [আ. জরুর্]। ̃ ত বি. প্রয়োজন, দরকার। জরুরি বিণ. 1 অত্যন্ত দরকারি; আশু প্রয়োজনীয় (জরুরি কথা, জরুরি কাজ); 2 এই মুহুর্তে করণীয়, urgent (জরুরি তলব)। 148)
জোব্বা
জঞ্জাল
জওয়ান
জ1
জব-জব
(p. 312) jaba-jaba বি. তেল ঘি ইত্যাদি তরল পদার্থে সিক্ত হওয়ার ভাব (চুলে তেল একেবারে জবজব করছে)। [দেশি]। জব-জবে বিণ. জবজব করছে এমন। 90)
জোল, জোলা1
(p. 330) jōla, jōlā1 বি. সংকীর্ণ বা অপরিসর খাল, লম্বা কিন্তু সরু খাত। [জুলি দ্র]। 24)
জালিয়াত
(p. 324) jāliẏāta বি. বিণ. 1 যে অন্যের হস্তাক্ষর অসদুদ্দেশ্যে নকল করে; 2 মেকি জিনিস প্রস্তুতকারক। [আ. জাল1 + বাং. ইয়াত্ ( সং. বত্)-তু. চালিয়াত]। জালিয়াতি বি. জালিয়াতের কাজ; নকল বা মেকি জিনিস তৈরি করার অভ্যাস বা কাজ। 16)
জগ-ঝপ্প
জাজ্বল্য-মান
(p. 320) jājbalya-māna বিণ. অতিশয় উজ্জ্বল বা স্পষ্ট। [সং. √ জ্বল্ + যঙ্ + মান (শানচ্)]। 27)
জাড়ি2
(p. 321) jāḍ়i2 বি. 1 গুল্ম, ভেষজ গুল্ম; 2 জ্বরনাশক পাচন। [ সং. জ্বর]। 5)
জুড়া2, জোড়া
(p. 327) juḍ়ā2, jōḍ়ā ক্রি. 1 যুক্ত বা মিলিত করা (ভাঙতে পারি, জুড়তে পারি না); 2 কিছুর সঙ্গে এঁটে দেওয়া, জোতা (গাড়িতে বলদ জোড়া); 3 আরম্ভ করা (গল্প জুড়ে দিল); 4 ব্যাপ্ত করা ('আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে': রবীন্দ্র)। বি. উক্ত সব অর্থে।[প্রাকৃ. √জোড় সং. √ যোজি]। ̃ নো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। [জোড়া2 দ্র]। 31)
জরত্-কারু
জোড়া1
জড়1
(p. 312) jaḍ়1 বি. 1 শিকড়, মূল; 2 মূল কারণ (রোগের জ়ড় নির্ণয়)। [সং. জটা]। জড় মারা ক্রি. বি. শিকড় তুলে ফেলা; মূল কারণ নষ্ট করা। 25)
জনারণ্য
(p. 312) janāraṇya বি. বহু লোকের ভিড়। [সং. জন + অরণ্য]। 59)
জহর1
(p. 312) jahara1 বি. বিষ. গরল। [ফা. যহ্র্]। 180)
জোগাড়, (বর্জি.) যোগাড়
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us