Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তুরা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষৌহিণী
(p. 4) akṣauhiṇī বি. পুরাণ অনুসারে 1935 পদাতি, 6561 অশ্ব, 2187 হস্তী এবং 2187 রথ নিয়ে মোট 2187 চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী (কোনো কোনো প্রাচীন সাহিত্যে অক্ষৌহিণী বলতে কোনো বিশেষ সংখ্যা না বুঝিয়ে সাধারণভাবে উচ্চ সংখ্যা বোঝানো হয়েছে)। [সং. অক্ষ (রথগজাদি অর্থে) + ঊহিনী (সমূহবিশিষ্ট)]। 41)
আতুর
(p. 89) ātura বিণ. 1 রুগণ্, রোগগ্রস্ত (অন্ধ-ধাতুর জন); 2 আর্ত, কাতর (শোকাতুর)। [সং. আ + √ তুর্ + অ]। বিণ. স্ত্রী. আতুরা (শোকাতুর জননী)। আতুরাশ্রম বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্হান। 13)
আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
আশ্রম
(p. 108) āśrama বি. 1 সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; 2 তপোবন (আশ্রমবালক); 3 শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); 4 আশ্রয়স্হান (অনাথাশ্রম)। [সং. আ + √ শ্রম্ + অ]। ̃ ধর্ম বি. আশ্রমবাসীদের কর্তব্য। আশ্রমিক, আশ্রমী বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী। 37)
উপরি2
(p. 133) upari2 বিণ. নিয়মিত বা আশা অনুযায়ী যা প্রাপ্য তার অতিরিক্ত, বাড়তি (উপরি আয়, উপরি লাভ)। বি. বকশিশ; ঘুষ; দস্তুরি; নিয়মবহির্ভূত আয়। [বাং. উপর + ই]। 43)
কমিশন
(p. 164) kamiśana বি. 1 ক্রয়-বিক্রয়র উপর দস্তুরি, দালালি; 2 অনুসন্ধান সমিতি, তদন্ত কমিটি, আয়োগ। [ইং. commission]। 60)
কল্লা
(p. 172) kallā বিণ. (স্ত্রী.) 1 মুখরা, ঝগড়াটে; 2 অতি চতুরা; 3 দুষ্টা। বি. ছলা; ঠাট। [হি. কল্লা]। 45)
কস্তুরী, কস্তূরী, কস্তুরিকা
(p. 174) kasturī, kastūrī, kasturikā বি. 1 কস্তূরী মৃগ; 2 মৃগনাভি। [সং. কস্তুরী]। 17)
কাতুরি
(p. 181) kāturi বি. ধাতুর পাত কাটার অস্ত্রবিশেষ; কাতি। [সং. কর্তরী]। 9)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
ক্ষুধা
(p. 217) kṣudhā বি. 1 খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, বুভুক্ষা; 2 ইচ্ছা, বাসনা ('জাগো নূতনের ক্ষুধা': স. দ.)। [সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]। ̃ তুর, ক্ষুধার্ত বিণ. ক্ষুধায় কাতর। বিণ. (স্ত্রী.) ̃ তুরা। ̃ নিবৃত্তি, ̃ শাস্তি বি. আহার করে ক্ষুধা দূর করা। ̃ ন্বিত বিণ. ক্ষুধিত, ক্ষুধার্ত। ̃ মান্দ্য বি. আহারে অনিচ্ছা, ক্ষুধার অভাব বা ক্ষুধার হ্রাস। ̃ সঞ্চার বি. ক্ষুধার উদ্রেক। ক্ষুধিত বিণ. ক্ষুধার্ত; ভোজনেচ্ছু। স্ত্রী. ক্ষুধিতা। দুষ্ট-ক্ষুধা বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা। 47)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
চতুর
(p. 277) catura বিণ. 1 বুদ্ধিমান; 2 কুশল, নিপুণ (চতুর প্রয়োগ); 3 ধূর্ত, ঠগ। [সং. √চত্ + উর]। স্ত্রী. চতুরা। বি. ̃ তা। 2)
চতুরংশ
(p. 277) caturaṃśa বি. চার ভাগ। বিণ. চার ভাগে বিভক্ত। [সং. চতুর্ + অংশ]। চতুরংশিত বিণ. 1 চার ভাগে বিভক্ত; 2 চার পেজি, quarto. 3)
চতুরঙ্গ
(p. 277) caturaṅga বিণ. 1 হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা); 2 চার অঙ্গবিশিষ্ট; 3 সর্বাঙ্গসম্পন্ন। বি. 1 হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার অঙ্গবিশিষ্ট সৈন্যবাহিনী; 2 সংগীতের প্রকারভেদ; 3 দাবা খেলা, শতরঞ্জ খেলা। [সং. চতুর্ + অঙ্গ]। 4)
চতুরশ্ব
(p. 277) caturaśba বি. চারটি ঘোড়া। বিণ. চার ঘোড়াবিশিষ্ট (চতুরশ্ব রথ)। [সং. চতুর্ + অশ্ব]। 6)
চতুরস্র
(p. 277) caturasra বিণ. 1 চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ); 2 চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি); 3 নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। [সং. চতুর্ + অস্র]। 7)
চতুরানন
(p. 277) caturānana বি. চার মুখ যাঁর, চতুর্মুখ, ব্রহ্মা। [সং. চতুর্ + আনন]। 8)
চতুরালি
(p. 277) caturāli বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি। [সং. চতুর + বাং. আলি]। 9)
চতুরাশ্রম
(p. 277) caturāśrama বি. ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস-মানবজীবনের (বিশেষত দ্বিজগণের) এই চার অবস্হা বা আশ্রম। [সং. চতুর্ + আশ্রম]। 10)
চতুর্থ
(p. 277) caturtha বিণ. 4 সংখ্যক বা 4 সংখ্যার পূরক। [সং. চতুর্ + থ]। চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি। চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। বি. 1 (জ্যোতিষ.) তিথিবিশেষ; 2 সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; 3 বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; 4 মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ। 12)
চাতুরালি
(p. 281) cāturāli বি. 1 চতুরতা; 2 শঠতা, ধূর্ততা। [চতুরালি-র অশু. রূপ]। 97)
চাতুরী, চাতুর্য
(p. 281) cāturī, cāturya বি. 1 চতুরতা; 2 নৈপুণ্য (গঠনচাতুর্য); 3 শঠতা, ধূর্ততা, চালাকি। [সং. চতুর + অ + ঈ, চতুর + য]। 98)
চৌরস
(p. 299) caurasa বিণ. 1 প্রশস্ত; 2 সমতল; 3 চারকোনা। [সং. চতুরস্র]। 24)
ঝাঁপা৩
(p. 336) jhām̐pā3 ক্রি. (প্রা. বাং.) 1 মনে পড়া ('তাহার রূপ সদা মনে ঝাঁপে গো': চণ্ডী); 2 (প্রা. বাং.) ক্ষেপণ করা ('হাতে লই জাল তুরিতে ঝাঁপায় তারে': চণ়্ডী); 3 আচ্ছাদন করা, ঢাকা ('বদন ঝাঁপিব বাসে': জ্ঞান.)। [প্রাকৃ. √ ঝংপ + বাং. আ]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535025
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140550
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943012
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883615
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us