Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আতুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আতুর এর বাংলা অর্থ হলো -

(p. 89) ātura বিণ. 1 রুগণ্, রোগগ্রস্ত (অন্ধ-ধাতুর জন); 2 আর্ত, কাতর (শোকাতুর)।
[সং. আ + √ তুর্ + অ]।
বিণ. স্ত্রী. আতুরা (শোকাতুর জননী)।
আতুরাশ্রম বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্হান।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আর্ক
(p. 104) ārka বিণ. সৌর। [সং. অর্ক + অ]। ̃ ফলা বি. 1 রেফ, ব্যঞ্জনবর্ণের মাথায় (র্ ) এই চিহ্ন; 2 (ব্যঙ্গে) টিকি, চৈতন। 31)
আঁতকানো
(p. 79) ān̐takānō ক্রি. ভয়ে চমকানো, ভয়ে চমকে ওঠা বি. বিণ. উক্ত অর্থে। [সং. আতঙ্ক বাং. আঁতকা]। আঁতকে ওঠা ক্রি. বি. ভয়ে চমকে ওঠা। 25)
আলয়
আতেলা
(p. 89) ātēlā বিণ. 1 তৈলহীন, তেল নেই এমন, রুক্ষ; 2 (রাঁধা ব্যঞ্জনাদি সম্পর্কে) তেল কম হয়েছে বা তেল দেওয়া হয়নি এমন। [বাং. আ + তেল+ আ]। 14)
আপীড়
(p. 97) āpīḍ় বি. পাগড়ি, শিরোভূষণ; মুকুট; মাথায় পরার মালা। [সং. আ + পীড়্ + অ]। 7)
আক-বত
(p. 80) āka-bata বি. পরকাল। [আ. অ'কবত্]। 29)
আনানো
(p. 94) ānānō দ্র আনা2। 21)
আমধুর
(p. 101) āmadhura বিণ. ঈষত্ মধুর, কিছুটা মধুর; অনুগ্র মাধুর্যযুক্ত, খুব মধুর নয় তবে কিছুটা মধুর এমন। [বাং. আ + মধুর]। 11)
আনু-ষঙ্গ
(p. 95) ānu-ṣaṅga বিণ. আনুষঙ্গিক; গৌণ, মূল বিষয়ের সঙ্গে যুক্ত। [সং. অনুষঙ্গ + অ] 11)
আজীবন
(p. 85) ājībana ক্রি-বিণ. বিণ. সারা জীবন ধরে (আজীবন একথা মনে রাখব, আজীবন শত্রু)। [বাং. আ + সং. জীবন]। 40)
আস্ফালন
(p. 111) āsphālana বি. 1 বেগে সঞ্চালন বা আন্দোলিত করা; 2 দম্ভপ্রকাশ (শক্তির আস্ফালন)। [সং. আ + √ স্ফল্ + ণিচ্ + অন]। আস্ফালিত বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত। 7)
আনু-রূপ্য
(p. 95) ānu-rūpya বি. অনুরূপের ভাব, সাদৃশ্য, মিল। [সং. অনুরূপ + য]। 7)
আলুলায়িত
(p. 106) ālulāẏita বিণ. অসম্বন্ধ, এলানো; এলোমেলো (আলুলায়িত কেশ)। [সং. আ + √নুড্ (=লুল্) অ = আলুল + য = √আলুলায় + ত]। 50)
আড়ঙ্গ
(p. 85) āḍ়ṅga দ্র আড়ং। 85)
আরাম2
(p. 104) ārāma2 বি. 1 আয়েশ (একটু আরাম করছি); 2 সুখ, আনন্দ; 3 বিশ্রাম; 4 উপবন, বাগান (সংঘারাম)। [সং. আ + √ রম্ + অ]। 22)
আকণ্ঠ
(p. 80) ākaṇṭha ক্রি-বিণ কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত; গলায় গলায় ('আকণ্ঠ ঋণে নিমগ্ন': রবীন্দ্র)। [সং. আ + কণ্ঠ]। ̃ মগ্ন বিণ. গলা পর্যন্ত ডুবে আছে এমন (দেনায় সে এখন আকণ্ঠমগ্ন)। 23)
আপিল
(p. 97) āpila (বর্জি.) আপীল বি. উচ্চতর আদালতে কোনো মামলার পুনর্বিচারের জন্য আবেদন (আমি হাইকোর্টে আপিল করব)। [ইং appeal] 5)
আঁত
(p. 79) ān̐ta বি. 1 অন্ত্র, নাড়ি; 2 অন্তর, হৃদয় (আঁতে ঘা দেওয়া); 3 মনোভাব, মতলব (আঁত বুঝে চলা)। [সং. অন্ত্র]। ̃ আঁতড়ি বি. নাতিভুঁড়ি। 24)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময়মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আসর
(p. 108) āsara বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া। 57)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2627921
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2241679
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1858198
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1127063
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922116
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 859956
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660169

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us