Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চতুরালি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চতুরালি এর বাংলা অর্থ হলো -

(p. 277) caturāli বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি।
[সং. চতুর + বাং. আলি]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চারা2
(p. 281) cārā2 বি. উপায়, প্রতিকার, প্রতিষেধক (বেচারা, নাচার,বিপদে আর কোনো চারা নেই)। [ফা. চারাহ্]। 150)
চম্পূ
চঙ্গ1
(p. 275) caṅga1 বিণ. 1 সুস্হ; 2 সবল, সতেজ। [সং. চঙ্ + √গম্ + অ]। তু. হি. চংগা বাং. চাঙ্গা, চাঙা]। 9)
চ-বর্গ
(p. 279) ca-barga বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ। 4)
চঞ্চু, চঞ্চূ
(p. 275) cañcu, cañcū বি. পাখির ঠোঁট। [সং. √চঞ্চ্ + উ, ঊ]। ̃ পুট বি. পাখির দুই ঠোঁঠের দ্বারা কৃত আধার, দুই ঠোঁঠের মধ্যভাগ। 15)
চাঁচ1
(p. 281) cān̐ca1 বি. চাটাই, দরমা। [সং. চঞ্চা]। 29)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যামধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চিত্র-কূট
চোস্ত
(p. 299) cōsta বিণ. 1 সমতল; 2 মসৃণ; 3 নির্দোষ; 4 চটপটে, চৌকস (চোস্ত বাংলা বলে); 5 আঁটসাট। বি. খুব আঁটসাট পায়জামাবিশেষ। [ফা. চুস্ত্]। 4)
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
চৈতন
(p. 294) caitana বি. টিকি, শিখা। [সং. চৈতন্য]। ̃ চুটকি বি. টিকি। 89)
চুবানো
চণ্ডু
(p. 278) caṇḍu বি. আফিং থেকে প্রস্তুত মাদকবিশেষ। [হি. চণ্ডু]। ̃ খোর বি. চণ্ডু খেয়ে যে ব্যক্তি নেশা করে। 9)
চুয়ানো, চোয়ানো
(p. 294) cuẏānō, cōẏānō ক্রি. 1 অল্প অল্প করে বা ফোঁটা ফোঁটা করে ঝরা বা ঝরানো, ক্ষরানো বা ক্ষরিত হওয়া (হাঁড়ি থেকে রস চোয়াচ্ছে); 2 চোলাই করা, distil (মদ চোয়ানো হচ্ছে)। বিণ. 1 চুইয়ে পড়েছে এমন (চোয়ানো রস); 2 পরিস্রুত (চোয়ানো মদ)। বি. 1 ক্ষরণ; 2 চোলাই করা; চোলাইয়ের কাজ। চুয়ানি বি. চোয়ানো বা পরিস্রুত জিনিস। 17)
চালানো
(p. 281) cālānō ক্রি. বি. 1 পরিচালনা করা (অফিস চালানো); 2 নির্বাহ করা (সংসার চালানো); 3 গতিযুক্ত করা বা চলিত করা (গাড়ি চালানো); 4 প্রয়োগ করা (কাঁচি চালানো, ছুরি চালানো); 5 প্রচলিত বা চালু করা (এ জিনিস বাজারে চালানো যাবে না); 6 অন্যের কাছে অন্যায়ভাবে গছানো (জাল টাকা চালানো); 7 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালানো); 8 নিয়ন্ত্রিত করা (ছেলেকে সত্ পথে চালানো); 9 করতে থাকা (তুমি গানবাজনা চালিয়ে যাও); 1 উপযোগী করা (এতেই চালিয়ে নেব)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চালা + আনো]। 177)
চপ
(p. 278) capa বি. ইয়োরোপীয় প্রণালীতে প্রস্তুত মাছ মাংস বা সবজির বড়াবিশেষ। [ইং. chop]। 26)
চিনা, চেনা
(p. 290) cinā, cēnā বি. ক্রি. 1 পরিচিত বলে বা আগে দেখা বলে জানা, পরিচয় জানা (আমি তাকে চিনি); 2 স্বরূপ জানা (আসল মুক্তো চেনা); 3 শনাক্ত করা (নিহত লোকটিকে চিনতে পারলে?); 4 বাছাই করা (ভালোমন্দ চিনি না); 5 পরিচয় করা (অক্ষর চেনা)। বিণ. পরিচিত, জানাশুনা (চেনা লোক)। [সং. চিহ্ন বাং. চিন + আ]। ̃ চিনি বি. পরস্পর পরিচয়। ̃ নো ক্রি. বি. পরিচিত করানো। বিণ. উক্ত অর্থে। ̃ পরিচয়, ̃ শুনা, (কথ্য) ̃ শোনা বি. আলাপপরিচয়। 11)
চালা1
(p. 281) cālā1 ক্রি. 1 সঞ্চালন করা, নাড়া (হাত চালা, মাথা চালা); 2 চালুনির সাহায্যে পরিষ্কার করা বা ঝাড়া (শস্য চালা); 3 দাবা পাশা ইত্যাদি খেলায় ঘুঁটির দান দেওয়া; 4 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালা); 5 খাটানো, প্রয়োগ করা (চাল চালা); 6 চালানো (ব্যাবসা চালাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চালি + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি, ইতস্তত সঞ্চালন (কথা চালাচালি)। 172)
চাঁদ-মারি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577776
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185501
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785562
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026500
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901092
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708591
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620143

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us