Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তোমাকে)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদেয়
(p. 17) adēẏa বিণ. দেওয়া যায় না এমন, দেওয়ার অযোগ্য, দেওয়া উচিত নয় এমন (তোমাকে আমার অদেয় কিছুই নেই)। [সং. ন+দেয়]। 20)
অর্পণ
(p. 62) arpaṇa বি. 1 দান, দেওয়া (এই ধন তোমাকেই অর্পণ করলাম); 2 স্হাপন; 3 ন্যাস; ন্যস্ত করা (দায়িত্ব অর্পণ, ভারার্পণ)। [সং. √ অর্পি + অন]। অর্পিত বিণ. দেওয়া হয়েছে বা ন্যস্ত করা হয়েছে এমন। স্ত্রী. অর্পিতা। অর্পণীয় বিণ. অর্পণ করার যোগ্য। অর্পয়িতা (-তৃ) বি. বিণ. অর্পণকারী। স্ত্রী. অর্পয়িত্রী। 25)
অসাধ
(p. 70) asādha বি. 1 সাধের অভাব, অনিচ্ছা (তোমাকে খাওয়াতে কি আমার অসাধ?); 2 অরুচি। [বাং. অ + সাধ]। 50)
উদ্দেশ
(p. 128) uddēśa বি. 1 লক্ষ্য (তোমাকে উদ্দেশ করে বলেছে); 2 খোঁজ, সন্ধান (নিখোঁজ ছেলের উদ্দেশে, নিরুদ্দেশ); 3 মতলব, উদ্দেশ্য (কী উদ্দেশে এখানে এসেছ?); 4 বার্তা, সংবাদ (ওখানে গিয়ে একবার তার উদ্দেশ নিয়ো); 5 স্মরণ (দেবতার উদ্দেশে নিবেদন)। [সং. উত্ + √ দিশ্ + অ]। ̃ ক বিণ. উদ্দেশকারী। 2)
ওকালতি
(p. 152) ōkālati বি. উকিলের কাজ বা পেশা (মহকুমা আদালতে ওকালতি করে সে আজকাল বেশ রোজগার করছে); 2 পক্ষ-সমর্থন (বন্ধুর হয়ে তোমাকে আর ওকালাতি করতে হবে না)। [আ. ওকালত্]। বিণ. উকিলের, উকিলসম্বন্ধীয় (ওকালতি বুদ্ধি)। 13)
কেল্লা
(p. 207) kēllā বি. দুর্গ, গড়; সেনানিবাস। [আ. কিলাহ্]। ̃ দার বি. দুর্গের অধিপতি, দুর্গের অধিনায়ক। কেল্লা ফতে করা ক্রি. বি. 1 দুর্গ জয় করা; 2 (আল.) কাজ হাসিল করা, সিদ্ধিলাভ করা। কেল্লা মাত করা - কেল্লা ফতে করা -র অনুরূপ। কেল্লা মেরে দেওয়া ক্রি. বি. জয়ী হওয়া; সফল হওয়া (কেল্লা মেরে দিয়েছ, আর তোমাকে পায় কে?)। 23)
কোট1
(p. 209) kōṭa1 বি. 1 দুর্গ (রাজকোট); 2 নগর, শহর (শিয়ালকোট, পাঠানকোট) ; 3 অধিকার, আয়ত্তি; দখল (এবার তোমাকে আমার নিজের কোটে পেয়েছি); 4 পণ, জিদ (কোট বজায় রাখা); 5 সীমানা, চৌহদ্দি (কোটের বাইরে যাওয়া)। [সং. কোট্ট-তু. হি. কোঠরি]। 29)
ক্রয়
(p. 215) kraẏa বি. মূল্যের বিনিময়ে নেওয়া; কেনা। [সং. √ ক্রী + অ]। ̃ বিক্রয় বি. 1 কেনাবেচা; 2 ব্যাবসা-বাণিজ্য। ̃ মূল্য বি. কেনাদাম, যে দামে কেনা হয়েছে (কোনো দোকানদার কি তোমাকে ক্রয়মূল্যে জিনিস দেবে?)। ̃ যোগ্য বিণ. কেনা বা খরিদ করা যেতে পারে এমন (দোকানে যাই বটে, তবে ক্রয়যোগ্য জিনিস তো তেমন চোখে পড়ে না)। ̃ সাধ্য বিণ. কেনার ক্ষমতা আছে এমন। ̃ সীমা বি. যে পর্যন্ত কেনা যেতে পারে (ও জিনিস সাধারণ লোকের ক্রয়সীমার বাইরে)। ক্রয়েচ্ছু বিণ. কিনতে আগ্রহী। 7)
খিদ-মত, খিদ-মদ
(p. 229) khida-mata, khida-mada বি. সেবা; পরিচর্যা (আল্লা তোমাকে এই খিদমতের পুরস্কার নিশ্চয় দেবেন)। [আ. খিদমত্]। ̃ গার বি. সেবক; ভৃত্য, পরিচায়ক; খানসামা। ̃ গারি বি. খিদমতগারের পেশা পদ বা কাজ। 25)
খুঁজা, খোঁজা
(p. 230) khun̐jā, khōn̐jā ক্রি. খোঁজ করা, সন্ধান করা (অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি)। বি. সন্ধান, অন্বেষণ, খোঁজ (জিনিসটার জন্যে খোঁজা এখনও চলছে)। [বাং. √খুঁজ্]। ̃ খুঁজি বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই সার হল, জিনিসটা পেলাম না)। ̃ নো ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ করানো। বি. (অন্যের দ্বারা) সন্ধান। 12)
খোকা
(p. 234) khōkā বি. 1 শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); 2 অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ; 3 (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)। [আঞ্চ. কোকা সং. কুক্ষি?]। ̃ পনা, ̃ মি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। ̃ ইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ। 6)
খোদ
(p. 234) khōda বিণ. 1 স্বয়ং (খোদ মালিকই এটা দিয়েছেন); 2 আসল (তোমাকে খোদ জিনিসই দেব)। ̃ কর্তা বি. আসল কর্তা বা মালিক; কর্তা স্বয়ং। [আ. খুদ্]। 12)
খোলা1, খুলা
(p. 235) khōlā1, khulā ক্রি. 1 উন্মুক্ত করা (দরজা খোলো); 2 বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; 3 শিথিল করা (খোঁপা খোলা); 4 খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা); 5 পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); 6 প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি); 7 আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); 8 বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; 9 আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো); 1 অকপট হওয়া (মন খুলে কথা বলা); 11 স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন); [বাং. √খুল্ সং. স্খল্ + বাং. আ]। &tilde ;খুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)। বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)। ̃ নো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া। 6)
গচ্ছা
(p. 236) gacchā ক্রি. গ্রহণ করানো, ঘাড়ে চাপানো, ছলে বলে গ্রহণ করতে স্বীকার করানো (দোকানদারটা গছিয়ে দিল, যত বাজে জিনিস তোমাকে গছিয়ে দেয়)। [দেশি]। ̃ নো ক্রি. গছা -র অনুরূপ। বি. বিণ. উক্ত সব অর্থে। 12)
গু
(p. 250) gu বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ̃ খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ̃ খুরি, ̃ খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)। 23)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
ঝোলানো2
(p. 340) jhōlānō2 ক্রি. বি. (কথ্য) অসুবিধায় বা অস্বস্তিতে ফেলা (তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছি, আমাকে ঝোলাবে না তো?)। [বাং. ঝুলা + নো]। 8)
টিকি
(p. 343) ṭiki বি. বর্ণহিন্দুদের মাথার পিছনে সংরক্ষিত কেশগুচ্ছ; শিখা, চৈতন। [দেশি]। টিকির দেখা নেই (কৌতু.) মোটেই দেখতে না পাওয়া, সম্পূর্ণ অদর্শন (তোমাকে হন্যে হয়ে খুঁজছি, অথচ তোমার টিকির দেখা নেই)। 55)
ঠকা
(p. 350) ṭhakā ক্রি. 1 প্রতারিত হওয়া (কেউ তোমাকে ঠকায়নি); 2 প্রাপ্যের কম পাওয়া (তিন টাকা ঠকেছ); 3 হেরে যাওয়া (এতটুকু ছেলের কাছে ঠকে গেলে?)। বি. উক্ত সব অর্থে। [সং. √ স্হগ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রতারণা বা বঞ্চনা করা; 2 হারানো; 3 অপ্রস্তুত বা অপ্রতিভ করা। ̃ মি, ̃ মো বি. প্রতারণা, ঠকের কাজ। 6)
ডাকা
(p. 355) ḍākā ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। বি. উক্ত সব অর্থে। বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ̃ ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ̃ নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)। 18)
তিলেক
(p. 375) tilēka বি. তিলমাত্র, সামান্য অংশও। বিণ. অত্যল্প, বিন্দুমাত্র (জীবনে তিলেক সুখ পেলাম না)। ক্রি-বিণ. 1 ক্ষণমাত্র, ক্ষণকাল (তিলেক দাঁড়াও); 2 একটুও (তোমাকে সে তিলেক সহ্য করতে পারে না)। [সং. তিল + এক (বাং. সন্ধি)]। 156)
তুঝ
(p. 375) tujha সর্ব. (ব্রজ.) তোমার; তোর ('মেঘবরণ তুঝ, মেঘজটাজূট': রবীন্দ্র)। [হি.]। তুঝে সর্ব. তোমাকে; তোকে। 183)
তুয়া
(p. 375) tuẏā সর্ব. (ব্রজ. প্রা. বাং.) 1 তুমি ('নিপট কপট তুয়া শ্যাম': অ. দ.); 2 তোমাকে ('জীবনে মরণে তুয়া পাব': চণ্ডী.); 3 তোমার ('তুয়া অনুরূপ' এক পট লিখিয়া': যদু)। [সং. ত্বম্, তব]। 201)
তোমা
(p. 387) tōmā সর্ব. (কাব্যে) 1 তুমি; 2 তোমাকে ('তোমা চিনে সবে'); 3 তোমার (তোমা বিনে, তোমা হেন)। [প্রাকৃ. তুহ্ম]। 21)
তোহে
(p. 387) tōhē সর্ব. (ব্রজ.) তোমাকে ('তোহে ভজব': বিদ্যা.)। [তু 2 দ্র]। 49)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535199
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140654
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730970
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943156
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883665
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696742
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us