Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তোহে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তোহে এর বাংলা অর্থ হলো -

(p. 387) tōhē সর্ব. (ব্রজ.) তোমাকে ('তোহে ভজব': বিদ্যা.)।
[তু 2 দ্র]।
49)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তুমুল
তাগারি
(p. 373) tāgāri বি. 1 তাগাড়ি; 2 বড় গামলাবিশেষ। [তাগাড় দ্র]। 28)
তাপা
(p. 375) tāpā ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। ̃ নো ক্রি. তপ্ত করা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল। 30)
তাহা
(p. 375) tāhā সর্ব. (সাধু ভাষায়কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। 111)
তদ্দণ্ডে
(p. 365) taddaṇḍē ক্রি-বিণ. সেই মুহূর্তে, তত্ক্ষণাত্ (সে তদ্দণ্ডে ঘর থেকে বেরিয়ে গেল)। [সং. তদ্ + দণ্ড + বাং. এ বিভক্তি]। 41)
তম2
তাড়িত2
তুবড়া, তোবড়া
(p. 375) tubaḍ়ā, tōbaḍ়ā ক্রি. চুপসানো, টোল খাওয়া (গাল তুবড়ে গেছে)। বিণ. চুপসে বা টোল খেয়ে গেছে এমন (তোবড়া গাল)। [আ. তোব্রা]। ̃ নো ক্রি. বেঁকিয়ে বা মুচড়ে দেওয়া, টোল, খাওয়ানো (মেরে গাল তুবড়ে দেব)। বি. বিণ. উক্ত অর্থে। 193)
তদুপরি
(p. 365) tadupari অব্য. ক্রি-বিণ. তার উপর, তার অতিরিক্ত, তা ছাড়া (তিনি বিদ্বানবুদ্ধিমান, তদুপরি তাঁর অর্থেরও অভাব নেই)। [সং. তদ্ + উপরি]। 38)
তুরীয়, তুর্য
তথৈব
(p. 365) tathaiba অব্য. (বর্ত. অপ্র.) সেই প্রকারই, সেই রকমই। [সং. তথা + এব]। 12)
তরাজু
তিগ্ম
(p. 375) tigma বিণ. 1 তীব্র, তীক্ষ্ণ; উগ্র; 2 দাহজনক। [সং. √ তিজ্ + ম]। ̃ রশ্মি, তিগ্নাংশু বি. 1 সূর্য; 2 প্রখর রৌদ্র। 114)
তেজো-হীন
(p. 375) tējō-hīna বিণ. 1 নিস্তেজ; দুর্বল; 2 দীপ্তিহীন, ম্লান। [সং. তেজঃ + হীন]। 285)
তাবত্
(p. 375) tābat বিণ. 1 সমুদয় (একথা তাবত্ লোকে জানে); 2 তত্সমুদয়, সেইপরিমাণ, অত (যাবত্ উপার্জন তাবত্ ব্যয়)। অব্য. সেই পর্যন্ত, তদবধি, ততক্ষণ (যাবত্ সে না আসে, তাবত্ অপেক্ষা করো)। সর্ব. সমস্ত লোক (এদেশের তাবতের মুখেই এই কথা)। [সং. তদ্ + বত্]। 36)
তুহিন
(p. 375) tuhina বি. তুষার, হিম, বরফ। বিণ. অত্যন্ত শীতল (শীতের তুহিন রাত্রি)। [সং. √ তুহ্ + ইন]। 237)
তৃতীয়
(p. 375) tṛtīẏa বিণ. 3 সংখ্যার পূরক বা সংখ্যক। [সং. ত্রি + তীয়]। তৃতীয়া বিণ. (স্ত্রী.) তৃতীয় অর্থে। বি. তিথিবিশেষ। 246)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্তমলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
তিথ্যমৃত-যোগ
তুঁতিয়া, তুঁতে
(p. 375) tun̐tiẏā, tun̐tē বি. তামা গন্ধক ও অম্ল ঘটিত পদার্থবিশেষ, হরিতাশ্ম, কপার সালফেট, copper sulphate; বা তার হালকা নীল রং। [সং. তুত্থক]। 175)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614737
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227928
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839855
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us