Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্রয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ক্রয় এর বাংলা অর্থ হলো -

(p. 215) kraẏa বি. মূল্যের বিনিময়ে নেওয়া; কেনা।
[সং. √ ক্রী + অ]।
বিক্রয়
বি. 1 কেনাবেচা; 2 ব্যাবসা-বাণিজ্য।
মূল্য
বি. কেনাদাম, যে দামে কেনা হয়েছে (কোনো দোকানদার কি তোমাকে ক্রয়মূল্যে জিনিস দেবে?)।
যোগ্য
বিণ. কেনা বা খরিদ করা যেতে পারে এমন (দোকানে যাই বটে, তবে ক্রয়যোগ্য জিনিস তো তেমন চোখে পড়ে না)।
সাধ্য
বিণ. কেনার ক্ষমতা আছে এমন।
সীমা
বি. যে পর্যন্ত কেনা যেতে পারে (ও জিনিস সাধারণ লোকের ক্রয়সীমার বাইরে)।
ক্রয়েচ্ছু বিণ. কিনতে আগ্রহী।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুলায়
কাকুত্স্হ, কাকুত্স্হ্য
কুর্তা, কোর্তা
কুঁচা2
(p. 192) kun̐cā2 ক্রি. কুঞ্চিত করা। [সং. √ কুঞ্চ্ + বাং. আ]। ̃ নো ক্রি. কুঞ্চিত করা। বি. কুঞ্চন। বিণ. কুঞ্চিত। 19)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কেশা-কেশি
(p. 207) kēśā-kēśi বি. পরস্পরের চুল ধরে টানাটানি বা যুদ্ধ; চুলোচুলি। [সং. কেশ + বাং. আ + সং. কেশ + বাং. ই]। 28)
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কা-কা1
(p. 177) kā-kā1 অব্য. বি. কাকের ডাক। 14)
করাত
(p. 167) karāta বি. লোহার পাত দিয়ে তৈরি একদিকে দাঁত-কাটা কাঠ চেরাইয়ের বা অন্য দ্রব্য কাটবার যন্ত্রবিশেষ। [সং. করপত্র]। করাতি, (বর্জি.) করাতী বি. করাত দিয়ে কাঠ চেরা যার পেশা। 28)
কৈটভ
কেন্নো, কেন্নুই, কেন্নাই
(p. 206) kēnnō, kēnnui, kēnnāi বি. (সাধারণত গাঢ় বাদামি বা মেরুন রঙের) বহুপদ কীটবিশেষ, যা ভয় পেলেই গোল হয়ে গুটিয়ে যায়, কানকোঁটারি। [দেশি]। 24)
কাঁসর
(p. 177) kām̐sara বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। [বাং. কাঁসা + র]। 7)
ক্যানেল, ক্যানাল
(p. 210) kyānēla, kyānāla বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]। 120)
কলা2
(p. 169) kalā2 বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। 68)
কথ্য
(p. 160) kathya বিণ. 1 বলার যোগ্য বা বলা উচিত এমন; কথনীয়, বক্তব্য; 2 কথাবার্তায় ব্যবহৃত (কথ্যভাষা)। [সং. √ কথ্ + য]। 17)
করর্মদ
(p. 167) kararmada বি. করমচা ফল ও তার গাছ। [সং. কর + √ মৃদ্ + অ]। 21)
কুঁদ
(p. 192) kun̐da বি. 1 ছুতোরের চাঁচার বা কোঁদার যন্ক্ষ; 2 সাদা রঙের ফুলবিশেষ। [সং. কুন্দ]। 35)
কিড়া, কীড়া
(p. 190) kiḍ়ā, kīḍ়ā বি. পোকা, কীট (ধানের কিড়া, কাঠের কিড়া)। [সং. কীট]। 2)
কুন্তল
(p. 196) kuntala বি. কেশ. চুল ('আলুলিত কুন্তলরাশি': রবীন্দ্র)। [সং. কুন্ত + √ লা + অ]। বি. (স্ত্রী.) কুন্তলা। 27)
কচটা
(p. 156) kacaṭā ক্রি. চটকানো, মাখা। [বাং. চটকা-ধ্বনি বিপর্যয়ের ফলে]। ̃ নো বি. বিণ. চটকানো, মাখা; মাখা হয়েছে এমন। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534704
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140233
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730390
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942563
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883499
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838441
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696603
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us