Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ত্রপিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্কুর
(p. 8) aṅkura বি. 1 বীজ থেকে যা প্রথম বার হয়, কল; মুকুল; 2 উন্মেষ. সঞ্চার ('ভাবের অঙ্কুর': জ্ঞান.); 3 উদ্ভিন্ন বা নবোদিত বস্তু; 4 আদি, সূত্রপাত, প্রারম্ভ (অঙ্কুরে বিনাশ); 5 আগা, ডগা। (তৃণাঙ্কুর, কুশাঙ্কুর)। [সং. অন্ক্+উর]। 32)
অঙ্কুরিত
(p. 8) aṅkurita বিণ. মুকুলিত; প্রকাশিত; আবির্ভূত। অঙ্কুরোদয়, অঙ্কুরোদ্-গম বি. বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ। 33)
অজিফা
(p. 8) ajiphā বি. 1 বরাদ্দ বৃত্তি বা ভরণপোষণ; 2 নিত্য ধর্মশাস্ত্রপাঠ। [ফা. বজীফা]। 120)
অনধ্যায়
(p. 22) anadhyāẏa বি. পাঠে বা অধ্যয়নে বিরতি; যেদিন শাস্ত্রপাঠ নিষিদ্ধ; যেদিন বিদ্যালয়ের ছুটি। [সং. ন+অধি+√ ই +অ]। 3)
অব-তারণ
(p. 44) aba-tāraṇa বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। 12)
আরম্ভ
(p. 104) ārambha বি. 1 সূত্রপাত, শুরু (বিবাদের আরম্ভ এভাবেই হয়েছিল); 2 উত্পত্তি (সৃষ্টির আরম্ভ); 3 উপক্রম, উদ্যোগ; 4 প্রস্তাবনা। [সং. আ + √রভ্ + অ]। ̃ ক বিণ. আরম্ভকারী; সূচনাকারী। আরম্ভিক বিণ. সূত্রপাতসংক্রান্ত; আরম্ভবিষয়ক; প্রারম্ভিক, গোড়াকার (আরম্ভিক ভাষণ)। 13)
উপ-ক্রম
(p. 131) upa-krama বি. 1 উদ্যোগ; 2 চেষ্টা; 3 আরম্ভ, সূত্রপাত (কলহের উপক্রম হল, আলোচনা ভেঙে যাবার উপক্রম)। [সং উপ + √ ক্রম্ + অ]। ̃ ণিকা বি. 1 আরম্ভ, সূত্রপাত; 2 ভূমিকা, মুখবন্ধ, প্রস্তাবনা। ̃ ণীয় বিণ. আরম্ভ করার যোগ্য। উপ-ক্রান্ত বিণ. আরম্ভ হয়েছে এমন, আবদ্ধ। 5)
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কম্প্র
(p. 166) kampra বিণ. কম্পিত, কাঁপছে এমন ('কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে': রবীন্দ্র)। [সং. √ কম্প্ + র]। 4)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কুশীলব1
(p. 201) kuśīlaba1 বি. 1 নাচকের পাত্রপাত্রী; 2 অভিনেতা; 3 গায়ক; 4 নর্তক। [সং. কু + শীল + √ বা + অ]। 25)
ক্যান-ভাস1
(p. 210) kyāna-bhāsa1 বি. 1 তাঁবু, চিত্রপট প্রভৃতির জন্য ব্যবহৃত শক্ত মোটা কাপড়বিশেষ, ক্যাম্বিস ; 2 চিত্রপট (বিরাট ক্যানভাস জুড়ে ছবি)। [ইং. canvas]। 117)
খাদ্য
(p. 226) khādya বি. ভোজ্যদ্রব্য, খাবার জিনিস, খাবার। বিণ. ভোজনের যোগ্য (পশুর অখাদ্য)। [সং. √খাদ্ + য]। ̃ গ্রহণ বি. খাওয়া, আহার। ̃ নালী বি. জীবদেহের যে অন্ত্রপথে খাদ্যবস্তু পরিপাকের জন্য পরিবাহিত হয়, food canal. ̃ প্রাণ বি. খাদ্যবস্তুতে থাকে এমন জীবনীশক্তিবর্ধক পদার্থবিশেষ, ভিটামিন। খাদ্যাখাদ্য বি. খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত পদার্থ। 39)
গোড়া
(p. 256) gōḍ়ā বি. 1 মূলদেশ; শিকড় (গাছের গোড়া); 2 সন্নিধান, নিকট (হাতের গোড়ায় সব জিনিস পাওয়া); 3 ভিত, ভিত্তি, বনিয়াদ (গোড়াপত্তন করা); 4 আদি, শুরু, সূত্রপাত (গোড়া থেকেই গল্পটা বলি, গোড়ায় গলদ); 5 মূল কারণ (যত নষ্টের গোড়া)। [বাং. গোড় + আ]। ̃ গুড়ি ক্রি-বিণ. সর্বপ্রথমে (গোড়াগুড়ি ব্যাপারটা কেউ জানত না); প্রথম থেকে (ঘটনাটা আমি গোড়াগুড়ি জানি)। ̃ পত্তন বি. 1 ভিত্তিস্হাপন; 2 সূত্রপাত, আরম্ভ। গোড়ায় গলদ শুরুতেই গোলমাল বা ত্রুটি। 72)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
ঘৃতাহুতি
(p. 270) ghṛtāhuti বি. 1 মন্ত্রপাঠপূর্বক যজ্ঞাগ্নিতে ঘৃত-নিক্ষেপ; 2 (আল.) ক্রোধের উত্তেজনা-বৃদ্ধি (অগ্নিতে ঘৃতাহুতি)। [সং. ঘৃত + আহুতি]। 31)
চিত্2, চিত
(p. 288) cit2, cita বিণ. 1 ঊর্ধ্বমুখে শয়ান (চিত্ হওয়া); 2 ওইভাবে শায়িত (চিত করে রাখো); 3 (আল.) পরাজিত ('তোমার শত্রুরা রণক্ষেত্রে চিত্': ব. চ.)। [দেশি-তু. হি. চিত]। ̃ পটাং, ̃ পাত বিণ. সম্পূর্ণ চিত হয়ে পড়ে গেছে এমন। [তি. চিত্রপটাঙ্গ]। 30)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
তন্ত্র
(p. 367) tantra বি. 1 সাধনপ্রণালীপ্রধান শাস্ত্রবিশেষ; শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্র বা উপাসনাবিধি (তন্ত্রবিদ্যা, তন্ত্রশাস্ত্র); 2 বেদের শাখাবিশেষ, আগম, নিগম; 3 রাষ্ট্রশাসন পদ্ধতি (প্রজাতন্ত্র, রাজতন্ত্র); 4 বিদ্যা বা শাস্ত্র (চিকিত্সাতন্ত্র); 5 সাধনপ্রণালী, পন্হা; 6 মতবাদ (কোনো তন্ত্র মানি না, বস্তুতন্ত্র); 7 অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চতন্ত্র); 8 মন্ত্রবিদ্যা, ঝাড়ফুঁক; 9 তাঁত, বয়নযন্ত্র; 1 পশুর অন্ত্র; 11 তার (বীণাতন্ত্র)। বিণ. অধীন, আয়ত্ত, বশ (স্বতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, পরতন্ত্র)। [সং. √ তন্ + ত্র]। ̃ ধারক, ̃ ধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে। ̃ শাস্ত্র বি. শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্রবিশেষ। 17)
তাড়িত2
(p. 373) tāḍ়ita2 বিণ. 1 বৈদ্যুতিক (তাড়িত প্রবাহ); 2 বিদ্যুত্সম্বন্ধীয়; 3 বিদ্যুত্ থেকে উত্পন্ন; 4 বিদ্যুত্পূর্ণ; 5 বিদ্যুত্ দ্বারা চালিত। বি. বিদ্যুত্, তড়িত্। [সং. তড়িত্ + অ]। ̃ কণা বি. বিদ্যুতের স্ফুলিঙ্গ বা ফিনকি, electric spark. ̃ বার্তা বি. বৈদ্যুতিক শক্তির সাহায্যে দূরে পাঠানো সংবাদ, টেলিগ্রাম। তাড়িতালোক বি. বিদ্যুতের সাহায্যে উত্পন্ন আলো, বিজলিবতি। তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)। 54)
ত্রপা
(p. 387) trapā বি. লজ্জা। [সং. √ ত্রপ্ + অ + আ]। ত্রপিত বিণ. লজ্জিত। স্ত্রী. ত্রপিতা। 76)
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
দেশি, দেশী
(p. 421) dēśi, dēśī বিণ. 1 দেশে নির্মিত বা উত্পন্ন (দেশি চাল, দেশি কাপড়, দেশি যন্ত্রপাতি); 2 স্বদেশে প্রচলিত (দেশি আচার ব্যবহার); 3 দেশ থেকে আগত (পরদেশি); 4 সংগীতের রাগবিশেষ। [সং. দেশ + ইন্]। 38)
ধারক
(p. 433) dhāraka বিণ. 1 ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক); 2 পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী; 3 মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী; 4 ঋণগ্রহণকারী; 5 দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)। বি. উদরাময়ের ওষুধ। [সং. √ ধৃ + ণিচ্ + অক]। বি. ̃ তা। 68)
নাক্ষত্র, নাক্ষত্রিক
(p. 452) nākṣatra, nākṣatrika বিণ. 1 নক্ষত্রসম্পর্কিত; 2 তিথির হিসাবে, নক্ষত্রের দ্বারা নির্ধারিত (নাক্ষত্র দিন, নাক্ষত্রিক মাস)। [সং. নক্ষত্র + অ, ইক]। নাক্ষত্র বত্সর বি. সূর্যের নক্ষত্রপরিক্রমা অনুসারে গণনা করা বত্সর (এই বত্সর 365 দিন 6 ঘণ্টা 9 মিনিট 9.6 সেকেণ্ড হয়), sidereal year. নাক্ষত্রিকী বিণ. (স্ত্রী.) নক্ষত্রসম্পর্কিত; নক্ষত্রের হিসাব অনুযায়ী। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534814
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140315
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730497
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942686
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883527
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838456
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696618
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603062

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us